বিবিএ ভর্তি বিজ্ঞপ্তি (উন্মুক্ত ও দূরশিক্ষণ) । যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স, অনার্স প্রফেশনাল, ডিগ্রি পাস এর ভর্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছেন। ব্রেক অব স্টাডি আছে, জিপিএ কম ও পাসের সন আগে, অনার্স বা ডিগ্রি পাস কোর্সে ভর্তি হয়েও কোন কারণে পড়তে পারেন নি, ড্রপ আউট হয়েছেন,
ডিগ্রি প্রাপ্তি অনিশ্চিত, আর্থসামাজিক কারণে কোন পেশায় যুক্ত হয়ে গেছে, কলেজে পড়াশোনা চালিয়ে যেতে পারছেন না, কিন্তু কোন একটা স্নাতক ডিগ্রি প্রয়োজন তারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিবিএ (ইংরেজি মাধ্যম) ভর্তি হতে পারেন।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিবিএ ভর্তি তথ্য ২০২২
বিশেষ দ্রষ্টব্য : যাদের ইংরেজি ভীতি আছে, প্রতি সেমিস্টারে (৬ মাসে) ৭-৯ হাজার টাকা খরচ করার সামর্থ্য নেই, তাদের জন্য এই কোর্স নয়।