কি কি Asset/অর্জন/যোগ্যতা/জ্ঞান থাকা উচিৎ আমাদের? ভাই/আপু, ২২/২৩ বছর বয়স হইছে! ২৫০ মাস! এই বয়সে মধ্যে কি কি Asset/অর্জন/যোগ্যতা/জ্ঞান থাকা উচিৎ আমাদের? নিজের এক্সপেরিয়েন্স থিকা একটা লিস্ট দিলাম। সবার জীবনের চাওয়া পাওয়া আলাদা। তাও, নিজের সাথে মিলায় দেখতে পারেন।
১. Passport (পাসপোর্ট):
খুবই দরকারি। বিদেশে আমাদের দেশের ID Card এর চেয়ে বেশী গ্রহণযোগ্য। আজকাল এইটা করা আগের চেয়ে অনেক সহজ। না থাকলে নিজের জন্য কইরা ফালান। তাছাড়া কখন হঠাত লাগতে পারে জানবেনও না।
২. Bank Account (ব্যাংক একাউন্ট)
এইটা বলাই বাহুল্য। না থাকলে নিদেনপক্ষে একটা সেভিং একাউন্ট থাকা উচিৎ। কোন ঝামেলা ছাড়াই। আজই?
৩. Power-point Skill:
আপনাকে নিজে নিজে একটা ১৫ স্লাইডের প্রেজেন্টেশন বানানো আর তা ২০ জনের সামনে present করার স্কিল থাকতেই হবে।
Web:
- 1) https://business.tutsplus.com/tutor…
- 2) https://openclassrooms.com/courses/…
- 3) https://www.coursera.org/learn/powe…
- 4) https://www.lynda.com/PowerPoint-tr…
৪. TIN Certificate:
আয় করেন আর নাই করেন, একটা TIN নাম্বার নিয়া ফেলেন। সার্টিফিকেট এর মর্যাদাই আলাদা। প্রতি বছর ০ ট্যাক্স থাকলেও রিটার্ন দাখিল করেন। নিজেরে অনেক অনেক ভালো লাগবে।
TIN > https://www.incometax.gov.bd/Registration
ধাপ-১ : প্রথমে এই সাইটে গিয়ে রেজিস্ট্রার বাটনে ক্লিক করতে হবে। ওখানে গিয়ে ইউসার আইডি, পাসওয়ার্ড, নিরাপত্তা প্রশ্ন, ইমেইল ঠিকানা এবং মোবাইল নম্বর দিয়ে নিচের রেজিস্ট্রার এ ক্লিক করতে হবে। সাথে সাথে প্রদত্ত মোবাইল নম্বরে একটি কোড সহ এনবিআর এর ক্ষুদে বার্তা চলে আসবে।
ধাপ-২ : এবার ই- টিন অ্যাক্টিভেশন নামক পাতায় প্রাপ্ত কোডটি টাইপ করে Activate বাটনে ক্লিক করতে হবে। অতঃপর পরের পাতায় For TIN registration/re-registration, click here এই অংশে ক্লিক করলে নতুন পাতা আসবে। এখানে যাবতীয় জরুরী তথ্য দিয়ে নেক্সট এ ক্লিক করে করে আগাতে হবে।
করদাতার ধরণ অংশে ব্যক্তি/ প্রবাসী/ কোম্পানি- যা প্রযোজ্য তা নির্বাচন করতে হবে। যাদের পূর্বে টিন সার্টিফিকেট ছিল না, তারা New registration নির্বাচন করবেন, আর যাদের ছিল তাদের জন্য হবে Re-registration অপশন। অতঃপর পুরনো টিন নম্বর লিখে পরের পাতায় যেতে হবে।
এবার করদাতার আয় সম্বন্ধে যাবতীয় তথ্য যেমনঃ পেশা, আয়ের উৎস, স্থান এগুলো লিখে পরবর্তী পাতায় যেতে হবে। এরপর, ব্যক্তিগত সব তথ্য তথা নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর, ভ্যাট নিবন্ধন নম্বর (যদি থাকে) প্রভৃতি প্রযোজ্য বিষয় গুলো সঠিক ভাবে উল্লেখ করে কনফার্ম করলেই কিছুক্ষণের মধ্যেই ই- টিন প্রস্তুত হয়ে যাবে।
মজার বিষয়, জাতীয় পরিচয়পত্র নম্বর দেওয়ার সাথে সাথে ছবি সহ সব তথ্য যাচাই হয়ে যায় স্বয়ংক্রিয় পন্থায়। প্রস্তুতকৃত সার্টিফিকেট তৎক্ষণাৎ প্রিন্ট করে নেওয়া যাবে। অথবা পিডিএফ এ সংরক্ষণ করেও রাখা যায়, পরে ছাপিয়ে নেওয়া যাবে। তৈরি হয়ে গেল নিজ হাতে নিজের ই- টিন সার্টিফিকেট |
৫. Basic Excel:
আর কত কমু এই নিয়া। Basic Excel জানা কত্ত জরুরী তা ঠেকার আগেই শিখা নেন। ১ মাস লাগবে মাত্র। আর Advanced Level এর জন্য Chandoo মামুর সাইট তো আছেই।
Web :
- 1) http://excelcentral.com/
- 2) https://www.youtube.com/user/learne…
- 3) https://chandoo.org/wp/excel-basics…
৬. Academic Paper:
অন্তত ৩০ পাতার একটা একাডেমীক পেপার/ থেসিস লিখার এক্সপেরিয়েন্স, Citation সহ, থাকা প্রফেশনাল জীবনে লাগবে।
Web :
৭. Official/ Formal Letter:
দুই পাতার একটা ফর্মাল বা অফিশিয়াল চিঠি লিখতে গ্র্যাজুয়েট হইয়া না পারলে কোন জিপিএ ৫ কাজে আসবে না ভাই।
web:
- 1)Business letter: http://www.office.xerox.com/small-b…
- 2) Cover letter: https://blog.hubspot.com/marketing/…
- And http://time.com/money/4732891/sampl…
৮. Formal Attire/ Etiquette:
একটা টাই বানতে জানা উচিৎ। একটা সাধারণ মানের স্যুট হইলেও থাকলে মন্দ হয় কি? কাটা চামচ দিয়া খাওয়াসহ ফরমাল ডাইনিং এর রীতিনীতি ইউটিউব এই দেখা যায়। মাত্র ২ মিনিট টাইম লাগাই।
৯. Religion:
নিজের ধর্মগ্রন্থ একবার হইলেও মানে বুইঝা শেষ করা। সারাজীবন মোল্লা/ পুরোহিত এর কথায় চলমু, এইডা কিছু হইলো?
১০. Geography / History/ General Knowledge:
UK, Great Britain, England এর পার্থক্য জানেন? জানেন Scandinavian বা Nordic দেশ মানে কি? বা প্লেন ক্যামনে আকাশে উড়ে? আমরা বাজারে দাঁড়িপাল্লায় কি মাপি – ভর না ওজন?
১১. Driving (গাড়ি চালানো):
শিখা ফালান আর একটা লাইসেন্স নেন। গাড়ি থাকার দরকার নাই। অন্তত ড্রাইভিং টা শিখা রাখেন।
১২. Swimming (সাঁতার জানা):
না জানলে জীবন ১৬ আনাই মিছে!
১৩. নিজের সিভি:
এক্সপেরিয়েন্স নাই? তাতে কি? পড়াশুনা শেষ হয় নাই? মাফি মুশকিলা! লিখা ফালান না একটা! অনেক অনেক আগায় থাকবেন। ভাইরে! শেষ কথা কই। কিছু কিছু জিনিসের জন্য ২৩/২৪ বছর হইতে হয় না। খালি মানুষ হইতে হয়। “ভদ্রতা। নম্রতা। নিরহঙ্কারীতা। সত্যবাদিতা। কারো সুযোগ না নেয়ার ক্ষমতা। অন্য ধর্ম বা জাতের প্রতি শ্রদ্ধা।” উপরের ১ থেকে ১৩ এর মধ্যে আপনের কয়টা করা/ জানা আছে?
written by – Shabbir Ahasan