জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী রেগুলেশন

স্নাতক (পাস) ডিগ্রির রেগুলেশন্স ২০১৩-২০১৪। জাতীয় বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২-এর ৪৬ নং ধারা মােতাবেক প্রণীত। স্নাতক (পাস) ডিগ্রির রেগুলেশন্স ২০১৩-২০১৪। Bachelor Degree (Pass) Regulations 2013-2014. গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতি অনুযায়ী। (২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকে কার্যকর)।

 

notice-4633-pub-date-08092

১. স্নাতক (পাস) ডিগ্রি শিক্ষা কার্যক্রমের মেয়াদ

  • ক) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (পাস) শিক্ষাকার্যক্রমের মেয়াদ ৩ বছর ।

 

  • খ) প্রতিটি শিক্ষাকার্যক্রম ৩টি একাডেমিক বর্ষে বিভক্ত করে পাঠদান সম্পন্ন করা হবে, যেমন: ১ম বর্ষ ২য় বর্ষ ও ৩য় বর্ষ।

 

  • গ) সংশিষ্ট শিক্ষাকার্যক্রমের সিলেবাস অনুযায়ী প্রতি শিক্ষাবর্ষে ক্লাস শুরুর পর থেকে মােট ৩০ সপ্তাহ পাঠদান, ৪ সপ্তাহ পরীক্ষার প্রস্তুতি, ৬ সপ্তাহ বার্ষিক পরীক্ষাকার্যক্রম চলবে। অবশিষ্ট সময়ের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। প্রতি বর্ষের পরীক্ষা শেষ হওয়ার পর পরবর্তী বর্ষের ক্লাস শুরু হবে এবং এ জন্য ছাত্র-ছাত্রীদেরকে কলেজে নতুন বর্ষের জন্য প্রবেশনাল ছাত্র হিসেবে তালিকাভুক্ত হতে হবে।

 

  • ঘ) বার্ষিক কোর্স ভিত্তিক পরীক্ষা এবং গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে এই শিক্ষাকার্যক্রম পরিচালিত হবে। গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে জিপিএ (GPA) ও সিজিপিএ (CGPA) হিসেবে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

২. i) স্নাতক (পাস) শিক্ষাকার্যক্রম।

  • ক) বি এ (পাস) শিক্ষাকার্যক্রম
  • খ) বি এস এস (পাস) শিক্ষাকার্যক্রম
  • গ) বি বি এস (পাস) শিক্ষাকার্যক্রম
  • ঘ) বি এসসি (পাস) শিক্ষাকার্যক্রম

ii) স্নাতক (পাস) শিক্ষাকার্যক্রমে আবশ্যিক বিষয়সমূহ

  • ১) স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
  • ২) ইংরেজী (আবশ্যিক)
  • ৩) বাংলা জাতীয় ভাষা

৩। স্নাতক (পাস) শিক্ষা কার্যক্রমের বিষয় ও বিষয়গুচ্ছসমূহ

ক) বিএ (পাস) শিক্ষাকার্যক্রমঃ আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয়সহ বিষয়গুচ্ছসমূহ

  • শিক্ষাকার্যক্রম: বি এস এস (পাস)

আবশ্যিক বিষয়সমূহ:

  • ১) স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস,
  • ২) বাংলা জাতীয় ভাষা (২য় বর্ষ),
  • ৩) ইরেজি (৩য় বর্ষ)

নৈর্বাচনিক বিষয়সমূহ:

নিমের গুচ্ছসমূহের যে কোন তিনটি গুচ্ছ থেকে ০১ (একটি) করে মােট ০৩ (তিনটি) বিষয়। কোন গুচ্ছ থেকে একাধিক বিষয় নেয়া যাবে না।

  • ক গুচ্ছ– বাংলা(ঐচ্ছিক)/ইংরেজি(ঐচ্ছিক)/সংস্কৃত/ আরবী/পালি/ড্রামা ও মিডিয়া স্টাডিজ |
  • খ গুচ্ছ– ইতিহাস/ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
  • গ গুচ্ছ– গার্হস্থ্য অর্থনীতি/দর্শন/ভূগােল ও পরিবেশ/ গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
  • ঘ গুচ্ছ– অর্থনীতি, সমাজবিজ্ঞান/সমাজকর্ম/রাষ্ট্রবিজ্ঞান
  • ঙ গুচ্ছ– মনােবিজ্ঞান/ইসলামী শিক্ষা/গণিত/পরিসংখ্যান

খ) বিএসএস (পাস) শিক্ষাকার্যক্রমঃ আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয়সহ বিষয়গুচ্ছসমূহ

  • শিক্ষাকার্যক্রম: বি এস এস (পাস)

আবশ্যিক বিষয়সমূহ:

  • ১) স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। (১ম বর্ষ)
  • ২) বাংলা জাতীয় ভাষা | (২য় বর্ষ)
  • ৩) ইরেজি (৩য় বর্ষ)

নৈর্বাচনিক বিষয়সমূহ

ক গুচ্ছ থেকে ০২ (দুই) টি এবং খ গুচ্ছ থেকে যে কোন ০১ (একটি) সহ মােট ০৩ (তিনটি) বিষয়।

  • ক গুচ্ছ– অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান/সমাজকর্ম
  • খ গুচ্ছ– মনােবিজ্ঞান/ ভূগােল ও পরিবেশ ইতিহাস/ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি/ ইসলামী শিক্ষা/ দর্শন/গার্হস্থ্য অর্থনীতি/বাংলা(ঐচ্ছিক)/ইংরেজি (ঐচ্ছিক)/সংস্কৃত/আরবী/পালি/ড্রামা ও মিডিয়া স্টাডিজ।

 

গ) বিবিএস (পাস) শিক্ষাকার্যক্রমঃ আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয়সহ বিষয়গুচ্ছসমূহ

  • শিক্ষাকার্যক্রম: বিবিএস (পাস)

আবশ্যিক বিষয়সমূহ:

  • ১) স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। (১ম বর্ষ)
  • ২) বাংলা জাতীয় ভাষা | (২য় বর্ষ)
  • ৩) ইরেজি (৩য় বর্ষ)

নৈর্বাচনিক বিষয়সমূহ:

ক গুচ্ছের ০২ (দুই) টি এবং খ গুচ্ছ থেকে যে কোন ০১ (একটি) সহ মােট ০৩ (তিনটি) বিষয়। (১ম বর্ষ)

  • ক গুচ্ছ- হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা
  • খ গুচ্ছ- ফিন্যান্স এন্ড ব্যাংকিং/ মার্কেটিং/ অর্থনীতি/ পরিসংখ্যান/কম্পিউটার সায়েন্স

ঘ) বিএসসি (পাস) শিক্ষাকার্যক্রমঃ আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয়সহ বিষয়গুচ্ছসমূহ

  • শিক্ষাকার্যক্রম: বি এসসি (পাস)

আবশ্যিক বিষয়সমূহ:

  • ১) স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। (১ম বর্ষ)
  • ২) বাংলা জাতীয় ভাষা | (২য় বর্ষ)
  • ৩) ইরেজি (৩য় বর্ষ)

নৈর্বাচনিক বিষয়সমূহ :

ক গুচ্ছ থেকে ০২ (দুই) টি ও খ গুচ্ছ থেকে যে কোন ০১ (একটি) সহ তিনটি অথবা গ গুচ্ছ থেকে ০২ (দুই) টি ও ঘ গুচ্ছ থেকে যে কোন ০১ (একটি) সহ মােটতিনটি বিষয়। নির্বাচিত বিষয়সমূহ উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় পঠিত হিসাবে থাকতে হবে। হবে মৃত্তিকাবিজ্ঞান/প্রাণ রসায়ন/গার্হস্থ্য অর্থনীতি/ভূগােল ও পরিবেশ বিষয়ের ক্ষেত্রে শর্তটি শিথিলযােগ্য।

  • ক গুচ্ছ– পদার্থবিজ্ঞান ও গণিত
  • খ গুচ্ছ– রসায়ন/ভূগােল ও পরিবেশ/কম্পিউটার সায়েন্স/মনােবিজ্ঞান/পরিসংখ্যান/ মৃত্তিকা বিজ্ঞান/প্রাণ রসায়ন/গার্হস্থ্য অর্থনীতি/ উদ্ভিদবিজ্ঞান/প্রাণীবিজ্ঞান
  • গ গুচ্ছ– উদ্ভিদবিজ্ঞান ও প্রাণীবিজ্ঞান
  • ঘ গুচ্ছ– রসায়ন/ভূগােল ও পরিবেশ/কম্পিউটার সায়েন্স/মনােবিজ্ঞান/পরিসংখ্যান মৃত্তিকা বিজ্ঞান/ প্রাণ রসায়ন/গার্হস্থ্য অর্থনীতি/গণিত/পদার্থবিজ্ঞান
  • ঙ) স্নাতক (পাস) বিশেষায়িত শিক্ষাকার্যক্রমের বিষয়সমূহ ও বিষয়গুচ্ছ

 

বি স্পাের্টস (পাস): আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয়সহ বিষয়গুচ্ছসমূহ

  • শিক্ষাকার্যক্রম: বি স্পাের্টস (পাস)

আবশ্যিক বিষয়সমূহ:

  • ১) স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। (১ম বর্ষ)
  • ২) বাংলা জাতীয় ভাষা | (২য় বর্ষ)
  • ৩) ইরেজি (৩য় বর্ষ)

নৈর্বাচনিক বিষয়সমূহ :

  • ক গুচ্ছ -বিএ (পাস)/ বিএসসি (পাস) শিক্ষাকার্যক্রমের নৈর্বাচনিক গুচ্ছ থেকে যে কোন দুটি বিষয়।
  • খ গুচ্ছ – ক্রীড়া বিজ্ঞান ১ম পত্র-৪র্থ পত্র এবং-নিম্নের যে কোন একটি বিষয় (৫ম-৬ষ্ঠ পত্র)
    i) হকি ii) ক্রিকেট iii) ফুটবল
    iv) সুটিং v) জিমন্যাস্টিক্স vi) বক্সিং
    vii) টেনিস viii) সাঁতার
    ix) এ্যাথলেটিক্স x) বাস্কেটবল

 

বি মিউজ (পাস): আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয়সহ বিষয়গুচ্ছসমূহ

  • শিক্ষাকার্যক্রম: বি মিউজ (পাস)

আবশ্যিক বিষয়সমূহ:

  • ১) স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। (১ম বর্ষ)
  • ২) বাংলা জাতীয় ভাষা | (২য় বর্ষ)
  • ৩) ইরেজি (৩য় বর্ষ)

নৈর্বাচনিক বিষয়সমূহ :

  • ক গুচ্ছ – আবশ্যিক উচ্চাঙ্গ সঙ্গীত ও নিম্নের ১টি ঐচ্ছিকসহ
    সঙ্গীতের ২টি বিষয়
    i) নজরুল সংগীত ii) রবীন্দ্র সংগীত iii) পল্লীগীতি
  • খ গুচ্ছ – নিম্নের একটি বিষয়
    i) ইতিহাস ii) অর্থনীতি iii) রাষ্ট্রবিজ্ঞান iv) দর্শন v) সমাজবিজ্ঞান vi)মনােবিজ্ঞান

 

বিশেষায়িত গাহস্থ্য অর্থনীতি (পাস): আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয়সহ বিষয়গুচ্ছসমূহ

  • শিক্ষাকার্যক্রম: বিশেষায়িত গাহস্থ্য অর্থনীতি

আবশ্যিক বিষয়সমূহ:

  • ১) স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। (১ম বর্ষ)
  • ২) বাংলা জাতীয় ভাষা | (২য় বর্ষ)
  • ৩) ইরেজি (৩য় বর্ষ)

নৈর্বাচনিক বিষয়সমূহ : ৮৪ ক্রেডিট : গাহস্থ্য অর্থনীতির তত্ত্বীয় ও ব্যবহারিক পত্ৰসমূহ

৩. জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ভর্তির যােগ্যতা

বাংলাদেশের কোন শিক্ষা বাের্ডের উচ্চ মাধ্যমিক/আলিম বা দেশ বিদেশের সমমানের পরীক্ষায় পাশ করা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি কর্তৃক নির্ধারিত নিয়ম-কানুন ও শর্ত অনুযায়ী স্নাতক (পাস) শিক্ষাকার্যক্রমে ছাত্র/ছাত্রী হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ভর্তি হতে পারবে।

৫. জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী রেজিষ্ট্রেশন

  • ক) পূর্ণকালীন ছাত্র/ছাত্রী হিসেবে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী একজন শিক্ষার্থী কেবলমাত্র একটি শিক্ষাকার্যক্রমে ভর্তি হতে পারবে।
  • খ) একজন শিক্ষার্থীকে সর্বোচ্চ ৬ (ছয়) শিক্ষাবর্ষের মধ্যে স্নাতক (পাস) শিক্ষাকার্যক্রম সম্পন্ন করে ডিগ্রী অর্জন করতে হবে।

৬। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী বর্ষ প্রমোশন:

  • ১ম বর্ষের সকল বিষয় উত্তীর্ণ না হলে ৩য় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

৭. জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী শিক্ষাকার্যক্রম ও ক্রেডিট-ঘন্টা

তত্ত্বীয় ও ব্যবহারিক শিক্ষাকার্যক্রমের জন্য নিম্নে বর্ণিত ক্লাস-ঘন্টা অনুসরণ করা হবে।
ক) তত্ত্বীয় শিক্ষাকার্যক্রম:
i) ৪ ক্রেডিট = ৪ ঘন্টা প্রতি সপ্তাহ
ii) ৩ ক্রেডিট = ৩ ঘণ্টা প্রতি সপ্তাহ
iii) ২ ক্রেডিট= ২ ঘন্টা প্রতি সপ্তাহ
(৫০ মিনিট ক্লাসকে ১ ক্লাস-ঘণ্টা ধরা হবে।)
খ) ব্যবহারিক শিক্ষাকার্যক্রম: ৪ ক্রেডিট = ২ ঘণ্টা প্রতি সপ্তাহ

৮। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী শিক্ষাকার্যক্রম ভিত্তিক ক্রেডিট ও নম্বর বন্টন

  • ক) i) বিএ (পাস) মােট ক্রেডিট = ৮৪।
  • ii) বিএসএস (পাস) মােট ক্রেডিট = ৮৪
  • iii) বিবিএস (পাস) মােট ক্রেডিট = ৮৪
  • iv) বিএসসি (পাস) মােট ক্রেডিট = ৯৬

 

লেখকঃ MUHAMMAD ABDUL GONI

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

degree 3rd year result 2023 - nu.ac.bd/results

ডিগ্রি ৩য় বর্ষ ফলাফল সমস্যা ও সমাধান ২০২৪

ডিগ্রি ৩য় বর্ষের ফলাফল যারা পেয়েছেন। পোস্টটি অবশ্যই পড়বেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২১ সালের …