ডিগ্রি পাস ও সাটিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২২

২০২০ সালের ডিগ্রি ৩য় বর্ষ(২০১৭-১৮) পরীক্ষা আগামীকাল দুপুর ১ঃ৩০ থেকে শুরু। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষা সারাদেশে একযোগে আগামীকাল ৬/০৯/২০২২ তারিখ দুপুর ১ঃ৩০ থেকে শুরু হবে। চলবে ১৯/১০/২০২২ তারিখ পর্যন্ত। সারাদেশে মোট ৭১১টি কেন্দ্রে ১৮৭৯টি কলেজের প্রায় ২ লাখ শিক্ষার্থী ৩য় বর্ষের পরীক্ষায় অংশ নেবে।

 

২০২০ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের পরীক্ষার সময়কাল হবে ৩:৩০ ঘন্টা। কেন্দ্রে অবশ্যই এডমিট কার্ড,রেজিষ্ট্রেশন কার্ড সাথে নিবেন। রোল, রেজিষ্ট্রেশন নং,পত্রকোড লিখার সময় সতর্ক থাকবেন। উত্তরপত্রে ২য় পাতায় পরীক্ষা…… এর পরে ২০২০ সাল লিখবেন। কারণ এটা ২০২০ সালের পরীক্ষা।

 

আরও পড়ুনঃ

 

 

ডিগ্রি পাস ও সাটিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২২

305568027-2998001240500289-6266661978312233063-n

২০২০ সালের ডিগ্রি পাস ও সাটিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষা গ্রহন সম্পর্কে কেন্দ্রের কর্মকতা নির্দেশনা

305630019-129103459865104-901908860699496063-n

 

305218965-129103503198433-6472335047983224970-n

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

degree 3rd year result 2023 - nu.ac.bd/results

ডিগ্রি ৩য় বর্ষের রেজাল্ট ২০২৪ – Degree 3rd Year Result 2024

২০২১ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের …