মাস্টার্স প্রিলিমিনারী টু মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার প্রবেশ পত্র প্রিন্ট ও বিতরণ। ২০১৯ সালের মাস্টার্স প্রিলিমিনারী টু মাস্টার্স ১ম পর্ব পরিক্ষার প্রবেশ পত্র প্রিন্ট ও বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
মাস্টার্স প্রিলিমিনারী টু মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার প্রবেশ পত্র প্রিন্ট ও বিতরণ
আরও পড়ুনঃ মাস্টার্স প্রিলিমিনারী টু মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার সময়সূচি
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০১৯ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স (নতুন সিলেবাস) এবং মাস্টার্স ১ম পর্ব (পুরাতন সিলেবাস বিশেষ) পরীক্ষা আগামী ১৪/০৯/২০২২ তারিখ হতে শুরু হবে।
উল্লিখিত পরীক্ষায় পরীক্ষার্থীদের প্রবেশপত্র ও রেজিষ্ট্রেশন বিবরণী শীট আগামী ০৭/০৯/২০২২২, তারিখ হতে বিশ্ববিদ্যালয়ের ওয়েব-সাইট (www.nubd.info/mp)-এ পাওয়া যাবে। প্রবেশপত্র ডাউনলোড করে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য অনুরোধ করা হলো।
বিবরণী Print Out এর এক কপি সংশ্লিষ্ট কেন্দ্রে পরীক্ষা শুরুর তিন দিন পূর্বে প্রেরণ করে এক কপি সংশ্লিষ্ট কলেজে সংরক্ষণের জন্য অনুরোধ করা হলো। প্রবেশপত্রে কোন প্রকার ভুল ত্রুটি আছে কি না তা যাচাই করে নেওয়ার জন্য পরীক্ষার্থীকে নির্দেশনা প্রদান করতে হবে।
কোন প্রকার ভুল ত্রুটি পরিলক্ষিত হলে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শাখায় প্রয়োজনীয় কাগজপত্রসহ যোগাযোগ করে পরীক্ষা শুরুর পূর্বেই সংশোধন করে নিতে হবে।
এ কার্যক্রমে অংশগ্রহণ করবে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নিয়মিত ও প্রাইভেট, ২০১৭-১৮ ও ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীরা।