সাত কলেজের জিপিএ এবং সিজিপিএ বের করার নিয়মাবলি

সাত কলেজের জিপিএ এবং সিজিপিএ বের করার নিয়মাবলি- সিজিপিএ হিসাব করার নিয়মঃ- প্রথম নিয়মঃ আপনার সকল বিষয় ৪ ক্রেডিট মানে ১০০ মার্ক হলে টোটাল পয়েন্ট যোগ করে মোট বিষয় দিয়ে ভাগ দিলে হবে যেমনঃ আপনার কোর্স ৬ টা ৩+৩.৫০+২.৫০+২.৫০+৩.২৫+৩.২৫=১২ এবার ৬ দিয়ে ভাগ করলে জিপিএ ৩ আসবে।

সাত কলেজের জিপিএ এবং সিজিপিএ বের করার নিয়মাবলি

301662464-629538741875943-6208511606369933891-n

301696290-629538821875935-6982999316189924514-n

 

 

দ্বিতীয় নিয়মঃ
১.ধরুন আপনার মোট বিষয় ৬ টি….যেমন: Fundamental English languages skills
History of English literature
Introduction to Poetry
Introduction to Prose
Introduction to Political sciences
এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস।
২. Fundamental English languages skills টোটাল মার্কস হলো ১০০ আর ক্রেডিট ৪।
__History of English literature এর মার্কস ১০০ আর ক্রেডিট ৪।
__Introduction to poetry এর টোটাল মার্কস১০০ ক্রেডিট ৪।
__Introduction to prose টোটাল মার্কস ১০০ আর ক্রেডিট ৪।
Introduction to political sciences টোটাল মার্কস ১০০ আর ক্রেডিট ৪।
__ইতিহাসের টোটাল মাকর্স ১০০ ক্রেডিট ৪।
__[তাহলে আপনার সর্বমোট ক্রেডিট হল ৪+৪+৪+৪+৪+৪=২৪] ৩. এখন, ধরুন আপনি,,,,
Fundamental English B+ (3.25
English literature B+ (3.00)
introduction to poetry B (3.00)
Introduction to prose C (2.25)
political science C+ (2.50)
ইতিহাসে B+ (3.25) পেলেন…..
৪.এখন আপনার কাজ হলো প্রত্যকটা বিষয়ের পয়েন্ট কে ঐ বিষয়ের ক্রেডিট দিয়ে গুন করা।
চলুন করা যাক….
Fundamental English (৩.২৫ গুন ৪) =১৩
English history (৩ গুন ৪) =১২
Poetry (৩ গুন ৪)=১২
Prose (২.২৫ গুন ৪) =৯
political sciences (২.৫০ গুন ৪)=১০
ইতিহাস (৩.২৫ গুন ৪)= ১৩
__ আপনার টোটাল পয়েন্ট হলো। (১৩+১২+১২+৯+১০+১৩)=৬৯
৫.এবার টোটাল পয়েন্ট কে, টোটাল ক্রেডিট দিয়ে ভাগ করি। (৬৯/২৪)=২.৮৭৫ বা ২.৮৮(প্রায়) ★★
__উক্ত ২.৮৮ ই হলো আপনার CG PA।

ব্রি : দ্র: যারা ইমপ্রুভ বা রিটেকের পর নতুন পয়েন্ট পেয়েছেন, তারা ঐ বিষয়ের অাগের পয়েন্ট বাদ দিয়ে নতুন টা দিয়ে হিসাব করে নিবেন।
কত পেলে কোন গ্রেডঃ
* 80-100 = A+ = 4.00
* 75-79 = A =3.75
* 70-74 = A- = 3.50
* 65-69 = B+ = 3.25
* 60-64 = B = 3.00
* 55-59 = B- = 2.75
* 50-54 = C+ = 2.50
* 45-49 = C = 2.25
* 40-44 = D = 2.00

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কী সাত কলেজে মাস্টার্স করা যায়?

ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। অনেকে জানতে চেয়েছেন জাতীয় …