যাঁরা ১ম রিলিজ স্লিপে চান্স পাইছো তাদের বর্তমান করণীয়। ৬ সেপ্টেম্বরের মধ্যে দোকান থেকে “Admission Form” পূরণ করে প্রিন্ট করে নিবে।দোকানে গিয়ে রোল & পিন দিয়ে Login করলেই “এডমিশন ফর্ম”পাবে। ১ম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে হবে ২৯/০৮/২০২২ থেকে ০৬/০৯/২০২২ তারিখের মধ্যে। ৭ সেপ্টেম্বরের ভিতর সকল কাগজপত্র+টাকা নিয়ে কলেজে গিয়ে ভর্তি হয়ে আসতে হবে।
অনার্সে প্রথম রিলিজ স্লিপের ভর্তির বিজ্ঞপ্তি
অনার্সে রিলিজ স্লিপের ভর্তির প্রথম ধাপ
অনার্সে রিলিজ স্লিপের ভর্তির দ্বিতীয় ধাপ
অনার্সে রিলিজ স্লিপের ভর্তির তৃতীয় ধাপ
নিচের ফরমটি যথাযথভাবে পূরন করে দুটি কপি প্রিন্ট করে স্বাক্ষর করে প্রয়োজনীয় কাগজপত্রসহ কলেজে জমা দিতে হবে।
ভর্তি হতে কি কি কাগজ লাগবে??
- প্রাথমিক আবেদনের স্টুডেন্টস কপি।
- ১ম রিলিজ স্লিপের আবেদন কপি।
- দোকান থেকে সদ্য প্রিন্ট করা “Admission form” টা
- SSC & HSC মার্কসিট,,রেজিস্ট্রশন কার্ড,প্রশংসাপত্র,সনদপত্র, (কলেজে মুল কপি অথবা ফটোকপি যেটি চাইবে ওটা দিলেই হবে। একেক কলেজ একেক রকম চায় তাই মুল কপি গুলো থাকলে সবকিছু সহজ হবে)
- এবং টাকা।
রিলিজ স্লিপের ভর্তি সম্পর্কিত কিছু তথ্য
- ১। রিলিজ স্লিপে কোন মাইগ্রেশন নেই, যার যেই কলেজে এবং যেই সাবজেক্টে চান্স হয়েছে সেটাই ভর্তি হতে হবে।
- ২। যাদের এখনো কলেজ কিংবা সাবজেক্ট পছন্দ হয়নি, তারা দ্বিতীয় রিলিজ স্লিপে আবার আবেদন করতে পারবে। তবে সেখানে চান্স পাওয়ার সম্ভাবনা একদমই কম, প্রথমে যেটা পাওয়া গেছে দ্বিতীয় রিলিজ স্লিপে সেটাও না পাওয়া যেতে পারে। সুতরাং এত ভেবে কোন লাভ নেই।
- ৩। যাদের কম পয়েন্ট থাকা শর্তেও প্রথমে খুব ভালো কলেজে আবেদন করেছে, তারাই বেশি হতাশায় ভুগছে। কাজেই রিলিজ স্লিপে তাদের কলেজ কিংবা সাবজেক্ট পছন্দনীয় হয়নি। এখন এটা মেনে নিতে হবে।
- ৪। যাদের পয়েন্ট খুবই কম, তারা বেসরকারি কলেজে ছাড়া পড়ার কোন উপায় নেই। কেননা এ বছর সরকারি কলেজে চাপ অনেক বেশি। সুতরাং চান্স পেলে ভর্তি হয়ে যাও।
- ৫। রিলিজ স্লিপের ভর্তির ডেট আজ থেকে আগামী মাসের ৬ তারিখ পর্যন্ত, যার যেই কলেজে চান্স হয়েছে সেই কলেজের নোটিশ ফলো করে ভর্তি হয়ে যাও।
- ৬। যাদের প্রথম রিলিজ স্লিপে চান্স হয়নি, এবং চান্স হয়েছে কিন্তু ভর্তি হবে না। তারা আবার দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। তখন কিন্তু শেষের দিকে অন্তত ১/২ টা বেসরকারি কলেজ রাখতে হবে। কেননা চান্স না হলে তার এক বছর গ্যাপ যাবে।
- ৭। যাদের টাকা পয়সার খুব সমস্যা, বেসরকারি কলেজে অনার্স করা সম্ভব না। তারা সরকারি কলেজে ডিগ্রী করতে পারো। এ ছাড়া আর কোন সমাধান দেওয়ার নেই।
কলেজে ফাকা থাকা সিটের উপর নির্ভর করে ২য় রিলিজ স্লিপ এর আবেদন এর নোটিশ আসবে। প্রতিবছরই সুযোগ থাকে এবার ও থাকবে আশা করি। তবে ২য় রিলিজ স্লিপে সিট খুব কম ফাকা থাকে তাই সুযোগও কম।