অনার্স ৩য় বর্ষের রেজাল্ট প্রকাশের পর গ্রুপে রেজাল্ট পরিবর্তন করে দেওয়া হবে,১০০% কাজ হবে, এই মর্মে অনেক কমেন্ট করা হচ্ছে! এইসব প্রতারক চক্র থেকে সাবধান থাকবেন! এইরকম কমেন্ট দেখলে “Report to group Admins” দিবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট পরিবর্তন করা সম্ভব নয়! যাদের ১/২/৩ সাবজেক্ট এ ‘F’ আসছে পরের সেশনের সাথে ফর্মফিলআপ করে পরীক্ষা দেওয়ার জন্য মন স্থির করেন।
যদিও জাতীয় বিশ্ববিদ্যালয়েয় ফলাফল পুনঃনিরীক্ষণের সুযোগ রাখছে,সেক্ষেত্রে ফলাফল পরিবর্তন হওয়ার সম্ভবনা ১%! কয়েকদিনের মধ্যে নোটিশ প্রকাশ করা হবে! প্রতি পত্রের পুনঃনিরীক্ষণ ফি ৮০০/- অনলাইনে আবেদন করে প্রাপ্ত পে-স্লিপে উল্লেখিত ফি সোনালী ব্যাংক অনলাইন সেবায় জমা দিতে হবে।
Improvement দেওয়ার ক্ষেত্রেঃ
- শুধু C, D বা F পেলে Improvement দিতে পারবেন।
- ১,২ বা ৩ বিষয়ে ফেল করে ও যারা Promoted হয়েছে তারা পরবর্তী বর্ষে উঠতে পারবে কিন্তু তাদেরকে ফেল করা বিষয়ে আবার Improvement পরিক্ষা দিয়ে পাশ করতে হবে।
- Improvement দিলে আপনার সার্টিফিকেটে কোনো প্রকার Irregular লেখা থাকবে না। পরীক্ষার এডমিট কার্ডে ইমপ্রুভমেন্ট লেখা থাকবে শুধু।
- Not-Promoted প্রাপ্তরা C এবং D প্রাপ্ত বিষয়ে পরিক্ষায় দেয়া বাধ্যতামূলক নয়..
তবে মান উন্নয়নের জন্য দিতে পারবে। - C,D ইম্প্রুভমেন্ট পরীক্ষায় গ্রেড় উন্নতি করতে না পারলে Subject GPA আগেরটাই থাকবে।