অনার্স ভর্তি হতে কত টাকা লাগবে? অনার্স ভর্তি হতে কত ফি লাগবে? জাতীয় বিশ্ববিদ্যালয়ের যখন অনার্সে ভর্তি শুরু হয়, তখন সকলে টাকার পরিমান জানতে চান, অনার্সে সরকারি কলেজে ভর্তি ফি কত টাকা এবং বেসরকারি কলেজে ভর্তি ফি কত টাকা বা ভর্তি হতে মোট কত টাকা লাগে?
সরকারি কলেজে অনার্স ভর্তি হতে কত লাগবে?
আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি কোনো কলেজে ভর্তি হোন। তাহলে সর্বনিম্ন ৪০০০/- টাকা এবং সর্বোচ্চ ৫০০০/- টাকা লাগবে।
বেসরকারি কলেজে অনার্স ভর্তি হতে কত লাগবে?
যদি কোনো বেসরকারি কলেজে ভর্তি হতে চান তাহলে সর্বনিম্ন ৭০০০/- টাকা এবং সর্বোচ্চ ২০,০০০/- টাকা লাগতে পারে।
অনার্স ভর্তি হতে কত টাকা লাগে? সরকারি বিএল কলেজের নোটিশ দেখুন
অনার্সে ভর্তির সুযোগ না পেলে কি করব?
- আপনি ডিগ্রি বা স্নাতক পাস কোর্সে আবেদন করতে পারবেন, যা অনার্স ভর্তির শেষে প্রাথমিক আবেদন শুরু হবে।
- যারা অর্নাস ভর্তি হতে পারবেন না তারা প্রফেশনাল অর্নাস আবেদন করতে পারবেন।
- যা জেনারেল অর্নাস থেকে ও ডিমান্ড বেশি।
- খরচ বেশি শুধু মাত্র বেসরকারি কলেজে করানো হয়।
- জেনারেল অর্নাস ভর্তি সম্পূন হলে প্রফেশনাল অর্নাস আবেদন শুরু হবে৷
আরও জানতে সার্চ করেছেনঃ
অনার্স ভর্তি হতে কত টাকা লাগে, অনার্সের ভর্তি ফি কত টাকা, অনার্স ভর্তি হতে কত ফি লাগে, জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি হতে কত টাকা লাগে,