অনার্স প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমের প্রথম রিলিজ স্লিপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রথম রিলিজ স্লিপের আবেদন শুরু ১৬ই আগস্ট বিকাল ৪টা থেকে শুরু হবে এবং শেষ হবে ২৫/০৮/২০২২ তারিখ রাত ১২টা পর্যন্ত।। ২০২০-২১ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ১ম রিলিজ স্লিপের অনলাইন আবেদনের পূর্বে সতর্ক হয়ে আবেদন করবেন।
যেভাবে অনলাইনে রিলিজ স্লিপে আবেদন করবেনঃ
যেকোনো কম্পিউটার বা মোবাইল ব্রাউজার দিয়ে উক্ত ওয়েবসাইটে (রিলিজ স্লিপের আবেদন লিংক!) প্রবেশ করুন। এরপর আপনার আবেদনের Admission Roll No ও PIN (আবেদন ফর্মে পাবেন) দিয়ে লগইন করে “Apply for 1st Release Silp” অপশন থেকে বিভাগ,কলেজ ও সাবজেক্ট সিলেক্ট করে ৫ টি কলেজ নির্বাচন করুন। এরপর “Preview Application” এ ক্লিক করে “Submit Application” দিয়ে আবেদন সম্পন্ন করবেন।
অনার্স ১ম বর্ষ ভর্তির রিলিজ স্লিপ আবেদনের জন্য ধাপসমূহ-
অনার্স ১ম বর্ষ ভর্তির রিলিজ স্লিপ আবেদনের প্রথম ধাপ
অনার্স ১ম বর্ষ ভর্তির রিলিজ স্লিপ আবেদনের দ্বিতীয় ধাপ
অনার্স ১ম বর্ষ ভর্তির রিলিজ স্লিপ আবেদনের তৃতীয় ধাপ
অনার্স ১ম বর্ষ ভর্তির রিলিজ স্লিপ আবেদনের চতুর্থ ধাপ
অনার্স ১ম বর্ষ ভর্তির রিলিজ স্লিপ আবেদনের পঞ্চম ধাপ
অনার্স ১ম বর্ষ ভর্তির রিলিজ স্লিপ আবেদনের শেষ ধাপ
লক্ষ্য করুনঃ রিলিজ স্লিপে আবেদন করার পর কলেজে কোনো কাগজপত্র বা ফি জমাদানের প্রয়োজন নেই।
যে বিষয়ে পড়তে ইচ্ছুক না, সেই বিষয় চয়েজ দিবেন না। কারন, যে বিষয় চান্স পাবেন তা পরিবর্তন করতে পারবেন না।
আরও পড়ুনঃ রিলিজ স্লিপে চান্স পাওয়ার পদ্ধতি ও যা জানা দরকার।
১ম/২য় রিলিজ স্লিপে আবেদন করার আগে জেনে রাখুনঃ
- ১ম ও ২য় মেধা তালিকায় যাদের স্থান হয়নি অথবা, চান্স হয়েও যারা ভর্তি হয়নি বা ভর্তি বাতিল করেছেন শুধুমাত্র তারাই রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন।
- সিট খালি থাকলে সারা বাংলাদেশের যেকোন কলেজ নির্বাচন করতে পারবেন এবং প্রদর্শিত সকল সাবজেক্ট চয়েস দিতে পারবেন।
আরও পড়ুনঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশোশনের শর্তাবলী
- ১ম রিলিজ স্লিপে সিট খালি থাকা সাপেক্ষে ৫টি কলেজে আবেদন করতে পারবেন। ঠিক ৫টি কলেজে আবেদন করতে হবে। একটা কমও নাহ বেশিও নাহ।
- যে সাবজেক্ট নিয়ে অনার্স করতে ইচ্ছুক নন,সেই সাবজেক্ট চয়েস লিস্টে দিবেন নাহ! বেসরকারি কলেজ চয়েস দেওয়ার আগে পরিবার খরচ চালানোর সামর্থ্য আছে কিনা তা ভেবে চিন্তে চয়েস দিবেন।
- রিলিজ স্লিপের মেধা তালিকা দেওয়া হবে রেজাল্ট / জিপিএ-র উপর ভিত্তি করে! যে আগে রিলিজ স্লিপে আবেদন করবে তাকে আগে সিট দেওয়া হবে, এমনটা কখনোই নয়! তাই সময় নিয়ে ভেবে-চিন্তে এপ্লাই করতে পারবেন।
- ১ম রিলিজ স্লিপে মেধা তালিকায় চান্স নাহ হলে, অপেক্ষা করবেন ২য় রিলিজ স্লিপের আবেদনের জন্য! তখন আবার নতুন করে সর্বোচ্চ ৫ টা কলেজে আবেদন করতে পারবেন!
অনার্স ১ম বর্ষ এডমিশন সম্পর্কে যেকোনো আপডেট পেতে বেল আইকন চেপে এলাউ রাখুন।