জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির কাগজপত্র ও টাকার পরিমান কলেজভেদে ভিন্নতা রয়েছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষ ভর্তির নিয়মাবলী। অনলাইনে উত্তোলনকৃত মূল ভর্তির ফরম ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে সোনালি ই-সেবার স্লিপের ফটোকপি জমা দিতে হবে। এছাড়া বিভাগে সেমিনার ফি বাবদ নিদির্ষ্ট পরিমান টাকা প্রদান করে রশিদ গ্রহণ করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র যেভাবে সাজাতে হবেঃ
- ১. অনলাইন এ পূরণকৃত ভর্তির ফরম। (কলেজ কপি)
- ২. সেমিনার রসিদ ফটোকপি।
- ৩. সোনালি ই-সেবার স্লিপের কপি।
- ৪. এস. এস. সির মার্কসীটের ফটোকপি।
- ৫. এইচ. এস. সির মার্কসীটের ফটোকপি।
- ৬. পাসপোর্ট সাইজ ছবি। (ছবির পিছনে শ্রেণী রোল লেখা সহ)
- ৭. ছবির খামের ভিতরে ছবিগুলো শ্রেণি রোল লিখে আলাদা জমা দিতে হবে।
- ৮. এইচ এস সির মূল মার্কসীট অবশ্যই জমা দিতে হবে এবং অবশ্যই ফটোকপি নিজের কাছে রাখতে হবে ।
অনার্স ভর্তি প্রথম মেধা তালিকা
উল্লেখিত কাগজপত্র সহ লম্বাভাবে সাজিয়ে আলাদাভাবে জমা দিতে হবে) ২ সেট ।
ভর্তির কার্যক্রম:
ক্যাম্পাসটাইমসবিডি বিভিন্ন কলেজ হতে ভর্তির নোটিশ সংগ্রহ করে আপনাদের সুবিধার জন্য। নিচে দেখুন বাংলাদেশের স্বনামধন্য কলেজ সরকারি বি এল কলেজের ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র।
২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ অনার্স শ্রেণীর ভর্তির প্রয়োজনীয় তথ্যাবলীঃ
- ১। ছাত্র-ছাত্রীদের ভর্তি পরীক্ষার রোল ব্যবহার করে www www.nu.edu.bd/admissions থেকে A4 সাইজের অফনেট সাদা কাগজে কালার প্রিন্ট দিয়ে ভর্তি ফরম প্রিন্ট করতে হবে। তারপর বিভাগ থেকে সেমিনার ফিস জমা দিয়ে ভর্তি ফরম ফটোকপি করতে হবে।
- ২। বিভাগ থেকে সেমিনার ফিস এর রশিদ সংগ্রহ করে দুই কপি ফটোকপি করতে হবে
- ৩। ভর্তির সময় প্রার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র সংঙ্গে আনতে হবে এবং ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্রের দুই কপি ফটোকপি করতে হবে।
- ৪। এস. এস. সি. এইচ. এস. সি. পাসের নম্বরপত্র ফটোকপি করতে হবে।
- ৫। ২ টি পাসপোর্ট সাইজ নাইজের রঙ্গিন ছবি (নাম ও শ্রেণী রোল লিখে একটি আলাদা খামে) বিভাগে জমা দিতে হবে। ছবিতে পিন লাগানো যাবে না।
- ৬। H S C / সমমান এর মূল নম্বরপত্র শ্রেণী রোল লিখে বিভাগে জমা দিতে হবে (যেহেতু মূল নম্বর পত্র ফেরত নেওয়া হয়না সেহেতু জমা দেওয়ার পূর্বে একাধিক ফটোকপি নিজের কাছে রাখতে হবে।)
- ৭। মূল বেতন বই।
- ৮। একটি A4 সাইজের বড় খাম এনে তার উপর শিক্ষার্থীর নাম, ক্লাশ রোল এবং শিক্ষাবর্ষ লিখে বিভাগে জমা দিতে হবে।
সুবিধার স্বার্থে ক্যাম্পাসটাইমসবিডি কয়েকটি কলেজের ভর্তির নোটিশ শেয়ার করছে। নিচে তার ইমেইজ দেওয়া হলো।