ডিগ্রির উপবৃত্তির অর্থ বিতরণ শুরু। ১৯ জুন উপবৃত্তি বিতরণ কার্যক্রম -এর শুভ উদ্বোধন করা শেষে নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে প্রতি কিস্তি বাবদ ৪৯০০/-টাকা + ক্যাশআউট চার্জ ৯০/- টাকাসহ ধাপে ধাপে দেওয়া শুরু করেছে। অন্যান্য সহযোগী পার্টনার / বিভিন্ন ব্যাংক – একাউন্টে উপবৃত্তি প্রদান শীগ্রই শুরু করবে।
ডিগ্রি উপবৃত্তি 2022 – Degree Upabritti 2022
নির্বাচিত শিক্ষার্থীদের চিন্তা করার কিছু নেই! একাউন্ট ইনফরমেশন ঠিকঠিক থাকলে অবশ্যই উপবৃত্তিটি সরাসরি আপনার একাউন্টে পৌঁছে যাবে। গতবছর এই অনুদান দেওয়ার কার্যক্রম শেষ হতে ১ সপ্তাহে পর্যন্ত সময় লাগছিলো! তাই ধৈর্য্য রেখে অপেক্ষা করবেন।
উপবৃত্তি প্রদানের ক্ষেত্রে আপনার কাছ থেকে কোনো ইনফরমেশন চাওয়া হবে নাহ। সরাসরি অর্থপ্রাপ্তির মেসেজ পাবেন। তাই কাউকে কোনো ইনফরমেশন শেয়ার করা থেকে বিরত থাকুন।
উল্লেখ্য,২০২১-২২ অর্থবছরে ডিগ্রি ও সমমান পর্যায়ে ১ লাখ ৩৯ হাজার ৫৫৩ জন দরিদ্র শিক্ষার্থীর মধ্যে ৭৪ কোটি ৮২ লাখ টাকা উপবৃত্তি প্রদান করা হবে।
উপবৃত্তি জেনে রাখুনঃ
- শুধুমাত্র ডিগ্রি ১ম বর্ষ(২০১৯-২০),(২য় বর্ষ ২০১৮-১৯) এবং (৩য় বর্ষ ২০১৭-১৮) শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন!
- ২০১৬-১৭ সেশনকে বাদ দেওয়া হয়েছে। অর্নাসের কোনো শিক্ষার্থী উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন নাহ।
- ২০২০-২১ সেশন নতুন ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন নাহ! আগামী বছর আবেদন করবেন।
- ১,২,৩ বা ৪ সাবজেক্ট F প্রাপ্ত শিক্ষার্থীও আবেদন করতে পারবেন।
- Not promoted প্রাপ্ত কোনো শিক্ষার্থী আবেদন করতে পারবে নাহ।
- ডিগ্রি প্রাইভেট(কোর্স) শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন নাহ।
- ইতিপূর্বে উক্ত সেশনের ডিগ্রি (পাস) পর্যায়ে উপবৃত্তির অর্থ পেয়েছে তাদেরকেও পুনরায় অনলাইনে আবেদন করতে হবে।
Search Also:
ডিগ্রি উপবৃত্তি প্রাপ্ত তালিকা, ডিগ্রী উপবৃত্তি আবেদন, ডিগ্রি উপবৃত্তি ২০২০ রেজাল্ট, ডিগ্রি উপবৃত্তি কত টাকা, ডিগ্রি উপবৃত্তি ২০২১, ডিগ্রি উপবৃত্তি ২০২১ রেজাল্ট, ডিগ্রি উপবৃত্তি রেজাল্ট, ডিগ্রি উপবৃত্তি অনলাইন আবেদন, degree upobritti online apply 2022, degree upobritti form 2021, degree upobritti form 2022, degree upobritti apply 2022, degree upobritti notice 2022, degree upobritti form 2020, degree upobritti 2022, upobritti application form.