আগামীকাল ১৯ই জুন ২০২১-২২ অর্থবছরের ডিগ্রি (পাস) ও সমমান পর্যায়ের উপবৃত্তি, টিউশন ফি এবং ভর্তি সহায়তা বিতরণ অনুষ্ঠান, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।
ডিগ্রী উপবৃত্তি ফলাফল ২০২২ – degree upobritti 2022
ডিগ্রি (পাস) ও সমমান পর্যায়ের ২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের যথাক্রমে ডিগ্রী ৩য়, ২য় ও ১ম বর্ষের আবেদনকৃত শিক্ষার্থীদের উপবৃত্তি, টিউশন ফি এবং ভর্তি সহায়তা বিতরণ অনুষ্ঠানে আগামীকাল ১৯ই জুন ২০২২ তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. দীপু মনি,এম পি ,মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়।
মাননীয় শিক্ষামন্ত্রী উপবৃত্তি বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করার পরপরই নির্বাচিত শিক্ষার্থীদের ব্যাংক একাউন্ট/বিকাশ/রকেট/নগদ একাউন্টে সরাসরি উপবৃত্তির প্রতি কিস্তি বাবদ ৪৯০০/- টাকা পৌঁছে যাবে।
মনে রাখবেন, উপবৃত্তি প্রদানের ক্ষেত্রে আপনার কাছ থেকে কোনো তথ্য চাওয়া হবে নাহ! তাই কাউকে আপনার ইনফরমেশন (PIN) শেয়ার করা থেকে বিরত থাকুন।
ডিগ্রী উপবৃত্তি ফলাফল ২০২২
১৯ জুন ২০২২ ডিগ্রি পাস উপবৃত্তি বিবরণ করা হবে।
বিঃদ্রঃ নগদ/বিকাশে টাকা দিবে সাবধানে থাকুন অনেকে কল দিয়ে পিন কোড নিয়ে যাবে।
দয়া করে কাউকে দিবেন না পারলে একদিনের মধ্যে টাকা উঠাই ফেলবেন।।
উল্লেখ্য,
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সানুগ্রহ অভিপ্রায় অনুযায়ী ২০১২ সালে “প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট” গঠন করা হয় । ট্রাস্ট ফান্ড থেকে স্কুল/কলেজ/মাদ্রাসা/বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি, আর্থিক সহায়তা, অনুদান ও উচ্চ শিক্ষায় ফেলোশিপ প্রদান করা হচ্ছে ।
উপবৃত্তি প্রাপ্তির শর্তাবলি:
১. উপবৃত্তি প্রাপ্তির জন্য শিক্ষার্থীকে ডিগ্রী (পাস)/ফাজিল পর্যায়ে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী হতে হবে।
২. নিয়মিত শিক্ষার্থী হিসেবে শ্রেণিকক্ষে (ক্লাস) কমপক্ষে ৭৫% উপস্থিত থাকতে হবে। এক্ষেত্রে আবশ্যিক বিষয় হিসেবে (বাংলা/ইংরেজি) গণনা করা যেতে পারে।
৩. উপবৃত্তি প্রাপ্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীর অভিভাবকের বার্ষিক আয় মোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার কম হতে হবে। অভিভাবক/পিতা-মাতার মোট জমির পরিমাণ সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী ০.০৫ (দশমিক শূন্য পাঁচ) শতাংশ এবং অন্যান্য এলাকায় ০.৭৫ (দশমিক পঁচাত্তর) শতাংশের কম জমি থাকতে হবে।