যারা এসএসসি তে পয়েন্ট কম থাকার কারণে NU তে অনার্সে আবেদন করতে পারেন নাই তাদের আর একটা সুযোগ আছে ৭ কলেজে আবেদন করার।
সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১
আবেদনের সময়সূচীঃ ১জুলাই থেকে ২০জুলাই ২০২২ইং তারিখ পর্যন্ত।
★★যোগ্যতাঃ
মানবিকঃ এসএসসি + এইচএসসি মিলে ৬.০০।
ব্যবসায় শিক্ষাঃ এসএসসি + এইচএসসি মিলে ৬.৫।
প্রাথমিক আবেদন ফিঃ ৭৫০টাকা।
ভর্তি পরীক্ষার সময়ঃ
বিজ্ঞানঃ ১২ আগষ্ট ২০২২ইং, সকাল ১০টা থেকে ১১টা।
ব্যবসায় শাখাঃ ১৯আগষ্ট ২০২২ইং, সকাল ১০টা থেকে ১১টা।
কলা ও সামাজিক বিজ্ঞানঃ ২৬আগষ্ট ২০২২ইং, সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।
ঢাবির অধিনে ৭কলেজঃ
১). ঢাকা কলেজ।
২). সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।
৩). ইডেন মহিলা কলেজ।
৪). কবি নজরুল কলেজ।
৫). মিরপুর সরকারি বাঙলা কলেজ।
৬). বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।
৭). সরকারি তিতুমীর কলেজ।
বিঃদ্রঃ ভর্তি পরীক্ষা দিতে হবে।
পরীক্ষা ২+ মাস পরে হবে।
সো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়ে ভালো কিছু করতে পারো।