ডিগ্রি (পাস) প্রাইভেট/সার্টিফিকেট কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও নির্বাচিত কলেজসমূহে ২০২২ সালের স্নাতক (পাস) প্রাইভেট/সার্টিফিকেট কোর্সে অনলাইন রেজিস্ট্রেশন আবেদন ১২ ফেব্রুয়ারি বিকাল ৪টা থেকে শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন আবেদন ফরম পূরণ করতে হবে এবং আবেদন ফি বাবদ ২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকা ও রেজিস্ট্রেশন ফি বাবদ ৪৮৫/-(চারশত পঁচাশি) টাকা সংশ্লিষ্ট কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি) ০১ মার্চ ২০২৩ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Prospectus / Important Notice অপশন থেকে জানা যাবে ।

 

ডিগ্রি ১ম বর্ষ(প্রাইভেট) কোর্সের সকল কার্যক্রম ডিগ্রি নিয়মিত কোর্সের সাথে হবে। একই সিলেবাস, একই প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশে মোট ৯২টি সরকারি কলেজে ডিগ্রি (প্রাইভেট) কোর্সে এডমিশনের সুযোগ রয়েছে! এডমিশন ফি ১৪০০/- এর মধ্যে হবে। প্রাইভেট কোর্সে কোনো ক্লাস করতে হয় নাহ! তাই কলেজের কোনো বেতন নেই। শুধুমাত্র ইনকোর্স ও ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করে ডিগ্রি কোর্স সম্পন্ন করবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের উক্ত আবেদন ফরম পূরণ করে, রেজিষ্ট্রেশন ফিসহ কলেজে জমা দেওয়ার পর রেজিষ্ট্রেশন সম্পন্ন হবে!

 

আরও পড়ুন:

ডিগ্রি (পাস) প্রাইভেট/সার্টিফিকেট কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

ADM-PRIVATE-DEGP-CC-page-001

ADM-PRIVATE-DEGP-CC-page-002

ADM-PRIVATE-DEGP-CC-page-003

ADM-PRIVATE-DEGP-CC-page-004

 

 

 

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

অনার্স প্রথম বর্ষের পরীক্ষা কবে হবে ২০২২

NU ICT Result 2024 – Masters Final Year

2024 Master’s Final Phase ICT Exam Result Released The 2024 Master’s Final Phase ICT Exam …