জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবশ্যিক ইংরেজি পাশ মার্ক কত?

১০০ মার্কের বিষয়গুলোতে পাস মার্ক ৪০%। আর ৮০ মার্কের ক্ষেত্রে ৩২%। ইনকোর্স মার্ক= ৮%। ইংরেজি কোর্সে ৪০% পাস ধরা হয়। ৩৩ মার্ক কোথাও লিপিবদ্ধ নাই। যদি কেউ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশের সফট কপি দেখাতে পারেন তবেই আমার কথার ভুল প্রমাণ হবে।

 

English Non-Credit Question and Solution 2023

 

ন্যাশনালের অনেক কলেজের যে সব স্যাররা বলছে ” ইংরেজি নন ক্রেডিট পাশ মার্ক ৩৩ ” তাদের সে কথাকে ১০০% সত্যতা বা গ্রান্টেড মানার কিছু নেই । কারণ উনাদের কাজ হলো পরীক্ষার খাতা দেখে সেটায় নাম্বার দেয়া এবং চেক করা ।

 

 

সে খাতা এবং নাম্বার ন্যাশনাল ইউনিভার্সিটিতে যাবার পর ওরা প্রতিটা কোর্সের নাম্বার ডেটা হিসাবে লিপিবদ্ধ করে । তারপর পাশ মার্ককে বেজ করে শিট ব্যবহার করে ডাটাবেজে রেজাল্ট ক্যাল্কুলেট করে । পাশ মার্ক ৪০% এইটা রেগুলেশনে বলে দিয়েছিল আগেই । তাই জাবিতে রেজাল্ট কাউন্ট করর সময় কততে পাশ ধরে রেজাল্ট দিচ্ছে সেটার গ্যারান্টি কোন কলেজের স্যাররা দিতে পারবে না ।

 

NU English Non Credit Suggestion and Syllabus

 

তাই যারা ৩৩/৪০ নিয়ে বিতর্ক করছেন তারা এইসব না করে ঘুমান । ৩৩ পাশ মার্ক হবার চান্স খুবই কম তাও যারা
২০১৭, ২০১৯ সালের রেফারেন্স দিচ্ছেন তারা অফিসিয়াল নোটিশ বা রেগুলেশনটা প্রুভ হিসাবে দিয়েন । কোন পার্সোনাল সাইট বা পেজের পোস্ট নিয়ে মাতামাতি করা ঠিক না ।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

অনার্স ৪র্থ বর্ষের সিজিপিএ সমস্যা ও সমাধান

জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ বোর্ড ২০২৪ – NU Recent Notice 2024

জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ বোর্ড ২০২৪ মূলত ২০২৪ সালের সকল নোটিশ প্রচার করবে। জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের …