১০০ মার্কের বিষয়গুলোতে পাস মার্ক ৪০%। আর ৮০ মার্কের ক্ষেত্রে ৩২%। ইনকোর্স মার্ক= ৮%। ইংরেজি কোর্সে ৪০% পাস ধরা হয়। ৩৩ মার্ক কোথাও লিপিবদ্ধ নাই। যদি কেউ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশের সফট কপি দেখাতে পারেন তবেই আমার কথার ভুল প্রমাণ হবে।
ন্যাশনালের অনেক কলেজের যে সব স্যাররা বলছে ” ইংরেজি নন ক্রেডিট পাশ মার্ক ৩৩ ” তাদের সে কথাকে ১০০% সত্যতা বা গ্রান্টেড মানার কিছু নেই । কারণ উনাদের কাজ হলো পরীক্ষার খাতা দেখে সেটায় নাম্বার দেয়া এবং চেক করা ।
সে খাতা এবং নাম্বার ন্যাশনাল ইউনিভার্সিটিতে যাবার পর ওরা প্রতিটা কোর্সের নাম্বার ডেটা হিসাবে লিপিবদ্ধ করে । তারপর পাশ মার্ককে বেজ করে শিট ব্যবহার করে ডাটাবেজে রেজাল্ট ক্যাল্কুলেট করে । পাশ মার্ক ৪০% এইটা রেগুলেশনে বলে দিয়েছিল আগেই । তাই জাবিতে রেজাল্ট কাউন্ট করর সময় কততে পাশ ধরে রেজাল্ট দিচ্ছে সেটার গ্যারান্টি কোন কলেজের স্যাররা দিতে পারবে না ।
তাই যারা ৩৩/৪০ নিয়ে বিতর্ক করছেন তারা এইসব না করে ঘুমান । ৩৩ পাশ মার্ক হবার চান্স খুবই কম তাও যারা
২০১৭, ২০১৯ সালের রেফারেন্স দিচ্ছেন তারা অফিসিয়াল নোটিশ বা রেগুলেশনটা প্রুভ হিসাবে দিয়েন । কোন পার্সোনাল সাইট বা পেজের পোস্ট নিয়ে মাতামাতি করা ঠিক না ।