NU English Non Credit Suggestion and Syllabus

আপনার ইংরেজী ভিত্তি ভালো থাকলে অনুগ্রহকরে পোস্ট ইগনোর করবেন। শুরুতেই বলে দিচ্ছি আমি কোনো সাজেশন দিবো না। কারন ইংরেজি আবশ্যিকের কোনো সাজেশন হয়না

 

 

অনার্সে ইংরেজি আবশ্যিকে পাশ মার্ক ৪০ বা দুই ক্রেডিট। এটার কোনো ক্রেডিট যোগ হবে না। জিপিএ বা সিজিপিএ হিসাবে এটি বাদ দিয়ে হিসাব করতে হবে। এটাতে পাশ করলে রেজাল্ট শুধু Pass লেখা থাকবে। সম্পূর্ণ গ্রামার ও টেকনিক বেজ ১টা সাবজেক্ট। গ্রামার শুধু জানলে হবে না সেগুলো প্রচুর প্রাক্টিস করতে হবে।

 

 

অনেকের নিকট কঠিন লাগে আবার এমনো দেখেছি রেজিষ্ট্রেশন কার্ডের মেয়াদ শেষ তাও পাশ করতে পারে নাই। আবার গতবার রেজাল্ট হওয়ার পর অনেকে জিজ্ঞেস করছে যে , খুব ভালো দিয়েছি, তবুও ফেল আসছে কেন !
সব কথার ১টাই কথা গ্রামারের টেকনিক ও চর্চার ঘাটতি।

 

যারা ইংরেজিতে কাচা তাদের জন্য কিছু টপিক্স বেশি বেশি চর্চা করার জন্য বলবো। যাতে করে পাশ মার্কটা থাকে। আমি যে কয়টা টপিক্স বলবো তা ছোট করে আলোচনা করে দিবো এবং মার্ক আপনাকে বুঝিয়ে দিবো।

 

W/H Question মার্ক ৫
Articles মার্ক ৫
Punctuation মার্ক ৫
Passage মার্ক ২০
Paragraph মার্ক ৮
Rearrange মার্ক ৫
Essay মার্ক ১৫
Notice/Poster/adver: মার্ক ৪
Application/letter মার্ক ৮

 

আমি পাশ মার্কের জন্য এই কয়েকটা টপিক্সে জোর দিবো। আর যারা পারে তারা Verb,corection ইত্যাদি দিতে পারে।

আমি প্রথম যে ২টা টপিক্স সিলেক্ট করেছি দুটাতেই ১০ তোলা একদম সহজ। ৫ম শ্রেণির বাচ্চাদেরো W/H আছে। ওরা এটা পারে। জাস্ট ৩টা রুলস্ আর কিছু কয়েকটা মেইন পয়েন্ট থাকলে ৫ এ ৫ ।

Articles
সেই ছোট থেকে পড়ে আসছেন। মজার কথা হলো অনার্সে ক্রশ X আসে না। ৫টা ঘরেই আর্টিকেল্স গুলা বসবে।খুব কম বলতে খুব ই কম X আসে।এটাতে ৫ এ ৫ ।

 

Punctuation
এটা নিয়ে কি আর বলার। রিডিং পড়তে সবাই জানি। বাক্যের প্রকার ভেদ গুলা সকলের জানা আছে।তবু এটা থেকে ৩ তো আশা করা যাবেই। Passage পাশ করার মূল খাজানা ।দেখতে মনে প্রসুড় সহজ।

তবে না টেকনিক আছে 1(a) ২ বা ৩টা প্রশ্ন থাকে মার্ক 4/6 প্রশ্নের উত্তর গুলা প্যাসেজ থেকে উত্তর নিয়ে নিজের মত করে লিখতে হবে। তবে টেকনিক আছে। অনেকে যা করে . .

উদাহরন দিচ্ছি
Gauama abandoned a life of luxury to seek religious enlightenment.
এই অংশটিকে কারন দিয়ে প্রশ্ন করলে
Ques: Why did gauama abandon a life of luxury ?
উত্তর লিখতে বললে অনেকেই পেসেজ থেকে উপরের অংশ খুজে লিখে দিবে। মার্ক পাবেন ০ ।

টেকনিকঃ Gautama Abandon a life of luxury because / because of seeking religious enlightenment.

আপনি মার্ক পেয়ে যাবেন। কারন আমি এখানে Why থেকে প্রশ্ন আসলে কিভাবে উত্তর লিখতে হয় তার টেকনিক ব্যবহার করেছি। যার ছবিটি ১ম কমেন্টে দেয়া আছে।এরকম সবার টেকনিক আছে যা আপনাকে শিখতে হবে।কোনো ভাবেই এই আইটেমের উত্তর সরাসরি প্যাসেজ থেকে টেনে আনা যাবে না না এবং না।

1(b) প্যাসেজটির Main Idea And Supporting Idea লিখতে হবে।
১লাইনে প্যাসেজটির মূলভাব লিখতে হবে।
এটা খুজার ট্যাকনিক আপনার সম্মানিত টিচারের নিকট জিজ্ঞেস করিবেন।
Supporting Idea
মেইন আইডিয়াকে কেন , কিভাবে , কি দিয়া প্রশ্ন করিলে যা পাওয়া যাবে তাই সাপোর্টিং আইডিয়। সময় হলে রুল্স পোস্ট করে দিবো।
1(c)+make Sentence +antonyms এগুলা বাড়িতে পড়তে হবে।
1(d) Summary / Key Word
Summary লিখতে বললে অনেকে হুবাহু প্যাসেজ থেকে টপাটপ ৫টা লাইন তুলে দেয়। আরকি স্যারো টপাটপ ০ দিয়ে দেয়।
লেখার নিয়ম পথের অংক আইডির ১ম কমেন্টের রিপ্লাই বক্সে।
Key Word লিখার নিয়ম পরের ছবি দ্রষ্টাব্য

আমার আলোচিত টপিক্স থেকে আপনি ২০ এর মধ্যে ১০থেকে১৩ পেতে পারেন।
এবং বাকি সব মুখস্ত বিদ্যা । অনেক বইয়ে লেখার টেকনি আছে।সেগুলো ফলো করলে ২০ থাকবে না এমন কথা না। কারন Essay লিখলে কমকরে ৭ তো দিবে। প্যারাগ্রাফে ৪ তো পাবেন। নোটিশ পোস্টার রিএরেঞ্জ লিখলে ৯ তো পাবেন।

ধন্যবাদ, সাধু চলিত ভাষা মিশ্রণে লেখা।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

ডিগ্রি ১ম বর্ষ ফরম ফিলাপ ২০২২

ডিগ্রি ১ম বর্ষের রেজাল্ট ২০২৪ | ডিগ্রি ১ম বর্ষের রেজাল্ট দেখব কিভাবে?

২০২১-২০২২ সেশনের ডিগ্রি প্রথম বর্ষের ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ২০২২ সালের ডিগ্রি প্রথম …