১৪তম নিবন্ধন প্রিলিতে যারা পাশ করেছেন তাদেরকে নিম্নলিখিত কাগজপত্র ডাকযোগে ১৬ নভেম্বরের আগেই পাঠাতে হবে।

যারা 14th নিবন্ধন পরীক্ষায় প্রিলিতে পাশ করেছেন তাদেরকে নিম্নলিখিত কাগজপত্র ডাকযোগে 16 তারিখের আগেই পাঠাতে হবে।

1.Candidate Information Form(CIF) মূল কপি। যা online এ আবেদনের সময় প্রিন্ট করা হয়েছিল।

2. সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ১ কপি করে সত্যায়িত ফটোকপি

3. Honours+ Masters এর মার্কশিট ১ কপি করে সত্যায়িত ফটোকপি।

4.Honours এর এডমিট কার্ড এর ফটোকপি ( ১টি– ৪টি) এটা কেবল সহকারী শিক্ষক পদের জন্য প্রযোয্য।

5.নাগরিকত্ব সনদপত্রের ১ কপি ফটোকপি।

6.জাতীয় পরিচয় পত্রের ১ কপি ফটোকপি।

খামের উপড়ে যা লিখতে হবে—

“চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদনপত্র”

পদের নাম :

বিষয়ের নাম:

প্রেরক, প্রাপক,

………… ঢাকা, জি.পি. ও বক্স নম্বর- ১০৩

ঢাকা–১০০০

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

জাতীয় আইনগত সহায়তা সংস্থার মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২

অর্থ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – mof Job Circular 2024

অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতনস্কেল, ২০১৫-এর ১৩তম, ১৬তম …