যারা 14th নিবন্ধন পরীক্ষায় প্রিলিতে পাশ করেছেন তাদেরকে নিম্নলিখিত কাগজপত্র ডাকযোগে 16 তারিখের আগেই পাঠাতে হবে।
1.Candidate Information Form(CIF) মূল কপি। যা online এ আবেদনের সময় প্রিন্ট করা হয়েছিল।
2. সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ১ কপি করে সত্যায়িত ফটোকপি
3. Honours+ Masters এর মার্কশিট ১ কপি করে সত্যায়িত ফটোকপি।
4.Honours এর এডমিট কার্ড এর ফটোকপি ( ১টি– ৪টি) এটা কেবল সহকারী শিক্ষক পদের জন্য প্রযোয্য।
5.নাগরিকত্ব সনদপত্রের ১ কপি ফটোকপি।
6.জাতীয় পরিচয় পত্রের ১ কপি ফটোকপি।
খামের উপড়ে যা লিখতে হবে—
“চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদনপত্র”
পদের নাম :
বিষয়ের নাম:
প্রেরক, প্রাপক,
………… ঢাকা, জি.পি. ও বক্স নম্বর- ১০৩
ঢাকা–১০০০