১৪তম নিবন্ধন প্রিলিতে যারা পাশ করেছেন তাদেরকে নিম্নলিখিত কাগজপত্র ডাকযোগে ১৬ নভেম্বরের আগেই পাঠাতে হবে।

যারা 14th নিবন্ধন পরীক্ষায় প্রিলিতে পাশ করেছেন তাদেরকে নিম্নলিখিত কাগজপত্র ডাকযোগে 16 তারিখের আগেই পাঠাতে হবে।

1.Candidate Information Form(CIF) মূল কপি। যা online এ আবেদনের সময় প্রিন্ট করা হয়েছিল।

2. সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ১ কপি করে সত্যায়িত ফটোকপি

3. Honours+ Masters এর মার্কশিট ১ কপি করে সত্যায়িত ফটোকপি।

4.Honours এর এডমিট কার্ড এর ফটোকপি ( ১টি– ৪টি) এটা কেবল সহকারী শিক্ষক পদের জন্য প্রযোয্য।

5.নাগরিকত্ব সনদপত্রের ১ কপি ফটোকপি।

6.জাতীয় পরিচয় পত্রের ১ কপি ফটোকপি।

খামের উপড়ে যা লিখতে হবে—

“চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদনপত্র”

পদের নাম :

বিষয়ের নাম:

প্রেরক, প্রাপক,

………… ঢাকা, জি.পি. ও বক্স নম্বর- ১০৩

ঢাকা–১০০০

খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!

এপস ডাউনলোড লিংক

error: Content is protected !! Admin