ডিগ্রি ৩য় বর্ষের ফলাফল যারা পেয়েছেন পোস্টটি অবশ্যই পড়বেন।ডিগ্রি ৩য় বর্ষের ফলাফল যাদের Absent বা Withheld বা ফেল তাদের করনীয়। ফলাফল সম্পর্কে কোন পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও কোন আপত্তি/অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের ০১ (এক) মাসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট লিখিতভাবে জানাতে হবে। এরপর আর কোন আপত্তি/অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
২০২১ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২১ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল ২২/০২/২০২৪ তারিখ রাত ৮:০০টায় প্রকাশ করা হবে। সারা দেশের ৭০২ টি কেন্দ্রে ১৮৮৪ টি কলেজের সর্বমোট ১৩৯১২৩ জন (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেছে। গড় উত্তীর্ণের হার ৫৮.৭০%। পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও কলেজওয়ারী ফলাফল www.nu.ac.bd/results ওয়েবসাইটে অদ্য রাত ৮.০০ থেকে পাওয়া যাবে ।
ডিগ্রি ৩য় বর্ষের ফলাফল যাদের Absent বা Withheld বা ফেল তাদের করনীয়
যাদের ফলাফলে এক বা একাধিক বিষয়ে F আসছে। সেক্ষেত্রে, পরের সেশন(২০১৭-১৮শিক্ষাবর্ষ) এর সাথে পরীক্ষার ফরম পূরণ করে করে পরীক্ষা দিতে পারবেন। আগামী ১০-১৫ দিনের মধ্যে ডিগ্রির ৩ বছরের সমন্বিত ফলাফল(CGPA) প্রকাশ করা হবে। আপডেট পেতে চোখ রাখুন।
Absent: পরীক্ষায় অংশগ্রহণ করেও যদি “Absent” আসে তবে, কলেজে যোগাযোগ করে বিষয়টি জানাবেন! কলেজের পরামর্শ নিয়ে, পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে হবে এবং যেই কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন, সে কেন্দ্রের উপস্থিতিপত্র সংগ্রহ করে অধ্যক্ষের স্বাক্ষর নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অফিসে জমা দিতে হবে।
Marks Withheld/Withheld For Incourse আসলে অবশ্যই কলেজে যোগাযোগ করে বিষয়টি জানাবেন। সাধারণত ইনকোর্স পরীক্ষার নম্বর পাঠানো নাহ হলে Withheld For Incourse আসে। ইনকোর্স পরীক্ষা দেওয়ার পরও এই লিখা আসলে কলেজে যোগাযোগ করে আবেদনে কলেজ অধ্যক্ষের স্বাক্ষর নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অফিসে জমা দিতে হবে।