ডিগ্রি ৩য় বর্ষের ফলাফল ২০২২ (মেসেজ ও অনলাইনে দেখুন)

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল ০৯/০৩/২০২২ তারিখে বিকাল ০৪-০০টায় প্রকাশিত হয়। সারাদেশে ১৮৫৯ টি কলেজের ৭০১ টি কেন্দ্রে সর্বমোট ১৯৯০৯১ জন (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

ফলাফল দেখার শর্ট লিংকঃ  http://www.nubd.info/res_deg

 

 

ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের ফলাফল ২০২২

 

 

মেসেজ করে যেভাবে ফলাফল দেখবেনঃ

যে কোন মোবাইল থেকে SMS করেও ফলাফল জানা যাবে। এ ক্ষেত্রে Message অপশনে গিয়ে

  • NU<space>
  • DEG <space>
  • ROLL no লিখে
  • ১৬২২২ নম্বরে Send করতে হবে।

অনলাইনে ফলাফল দেখবেন যেভাবেঃ

  • প্রথমে www.nu.ac.bd/results এই লিংকে প্রবেশ করুন।
  • অথবা http://www.nubd.info/
  • তারপরে ক্লিক করুন Degree তে।
  • তারপরে Third Year
  • তারপর রেজিস্ট্রেশন নাম্বর দিন।
  • পরীক্ষার বছর ২০১৯
  • তারপরে ক্যাপচা কোড বসান।
  • তারপর সার্চ রেজাল্ট ক্লিক করুন।

 

 

কোন সমস্যা হলে নিচের ছবিটি লক্ষ্য করুন

 

ফলাফল সম্পর্কে কোন পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও কোন আপত্তি/অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের ০১ (এক) মাসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট লিখিতভাবে জানাতে হবে। এরপর আর কোন আপত্তি/অভিযোগ গ্রহণযোগ্য হবে না।

খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!

এপস ডাউনলোড লিংক

error: Content is protected !! Admin