ডিগ্রির উপবৃত্তি আবেদন ২০২২। উপবৃত্তির আবেদনের সময়সীমা আগামী ১২/০২/২০২২ তারিখ রাত ১১ঃ৫৯ মিনিট পর্যন্ত বর্ধিত করা হলো। শেষ অপেক্ষা না করে দ্রুততম সময়ে শিক্ষার্থীদের আবেদন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।
– ট্রাস্ট কর্তৃপক্ষ।
◼️ ডিগ্রির উপবৃত্তির জন্য আবেদন করে ইতিমধ্যে যারা ভুল তথ্য দিয়েছেন তাদের তথ্য সংশোধনের জন্য করণীয়ঃ
👉 গুগল প্লে স্টোর থেকে “ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম” (https://play.google.com/store/apps/details…) এ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করুন অতঃপর ওপেন করুন।
👉 user id তে ডিগ্রির রেজিষ্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে log in করতে হবে।
👉 এরপর Applied/ আবেদিত অপশনে ক্লিক করুন, ছকে আপনার সব তথ্য প্রদর্শিত হবে..তথ্য প্রয়োজনে সংশোধন করুন এবং “Save And Continue” দিয়ে চালিয়ে যান।
👉 তথ্য সংশোধন শেষ হলে “Preview Application” এ ক্লিক করবেন।
👉 উল্লেখিত ছকে সব তথ্য ঠিক থাকলে “Confirm And Apply” দিয়ে “Okay” বাটনে ক্লিক করবেন! অতঃপর কাজ শেষ। তথ্য সংশোধিত হয়ে যাবে। এরপর,যেকোনো ব্রাউজার / ডেস্কটপ থেকে নিন্মলিখিত নিয়মে আবেদনের প্রিন্ট কপি ডাউনলোড করে দিতে নিতে পারবেন! প্রিন্ট কপিতে সংশোধিত তথ্য প্রদর্শিত হবে।
◼️ ডিগ্রির উপবৃত্তির আবেদন ফর্মে জন্ম তারিখ সংশোধনঃ
উপরোক্ত নিয়মে App দিয়ে সংশোধন করবেন। Apps দিয়ে পরিবর্তন করার সময়, সঠিক জন্ম তারিখে মাসের জায়গায় ১ মাস বেশি দিয়ে এন্ট্রি করবেন! যেমনঃ কারো জন্ম তারিখ ১২ ফেব্রুয়ারী ১৯৯৮ হলে এন্ট্রির সময় ১২ মার্চ ১৯৯৮ দিবেন..তবেই আবেদন ফর্মে সঠিক জন্ম তারিখ প্রদর্শিত হবে।
◼️ আবেদন করার পর প্রিন্ট কপি যেভাবে পাবেনঃ
👉 নির্ধারিত website-এ ( http://estipend.pmeat.gov.bd/#/ ) যেয়ে শিক্ষার্থীর সাইন ইন অপশনে ডিগ্রির রেজিষ্ট্রেশন ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে।
👉 এরপর প্রদর্শিত তথ্য ছকের ডানদিনে প্রোফাইল অপশনে ক্লিক করতে হবে।
👉 এরপর শিক্ষার্থীর আবেদনের তথ্য প্রদর্শিত হবে। ডানদিকে “ এপ্লিকেশন ডাউনলোড করুন” অপশন থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবেন। উক্ত পিডিএফ ফাইলটি যেকোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বের করে নিতে পারবেন।
◼️ উপবৃত্তির অনলাইনে আবেদনে পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়ঃ উক্ত ওয়েবসাইটে (http://estipend.pmeat.gov.bd/#/) এ প্রবেশ করে “পার্সওয়ার্ড ভুলে গেছেন” অপশনে ক্লিক করুন।আপনার ডিগ্রির রেজিস্ট্রেশন নাম্বার প্রবেশ করুন।
👉 এরপর আপনার মোবাইল নম্বরে এ ভেরিফিকেশন কোড প্রেরণ করা হবে,তা সঠিকভাবে বসিয়ে নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন।
বিকল্প পদ্ধতি,
👉 গুগল প্লে স্টোর থেকে “ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম” (https://play.google.com/store/apps/details…) এ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করুন অতঃপর ওপেন করুন।
👉 “Forgot Password” এ ক্লিক করুন।
👉 “User id” তে ডিগ্রির রেজিষ্ট্রেশন নাম্বার দিয়ে Submit করুন
👉 এরপর “New Password” ও “Confirm New Password” এ নতুন পাসওয়ার্ড বসিয়ে “Submit” দিন। পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে।
◼️ অনলাইনে আবেদন করতে যা যা লাগবেঃ
১. শিক্ষার্থী এইচএসসি রেজিষ্ট্রেশন ও রোল নাম্বার;
২. ডিগ্রির রেজিষ্ট্রেশন নাম্বার;
৩. শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্রের নম্বর ও জন্ম নিবন্ধন নিবন্ধনের নম্বর;
৪. অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের নম্বর,মোবাইল নং;
৫. পাসপোর্ট সাইজের এক কপি ছবি;
৬. শিক্ষার্থীর ব্যাংকের নাম ও একাউন্ট নাম্বার।
(উল্লেখ্য,ব্যাংক একাউন্টের ক্ষেত্রে শিক্ষার্থী যেকোনো ব্যাংক একাউন্ট নম্বর ব্যবহার করতে পারবেন! কোনো শিক্ষার্থীর ব্যাংক একাউন্ট না থাকলে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে (শুধুমাত্র বিকাশ,রকেট) একাউন্ট নম্বর দিয়ে আবেদন করতে পারবেন) নিজের নামের সঙ্গে একাউন্ট নং মিল থাকতে হবে।
▶️ আবেদন সম্পন্ন করার পর কলেজ নোটিশ অনুযায়ী আবেদন কপি জমা দিতে হবে! অবশ্যই কলেজ নোটিশ অনুসরণ করবেন।
◼️ আবেদন করার সময়সীমাঃ ১০/০২/২০২২ ইং তারিখ পর্যন্ত।
★ শর্তাবলীঃ
১. উপবৃত্তি প্রাপ্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীর অভিভাবকের বার্ষিক আয় মোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার কম হতে হবে।
২. অভিভাবক/পিতামাতার মোট জমির পরিমাণ সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী ০.০৫ শতাংশ, পৌরসভা এলাকায় ০.২০ শতাংশ এবং অন্যান্য এলাকায় ০.৭৫ শতাংশের কম থাকতে হবে।
✅ জেনে রাখুনঃ
👉 শুধুমাত্র ডিগ্রি ১ম বর্ষ(২০১৯-২০),(২য় বর্ষ ২০১৮-১৯) এবং (৩য় বর্ষ ২০১৭-১৮) শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন! ২০১৬-১৭ সেশনকে বাদ দেওয়া হয়েছে। অর্নাসের কোনো শিক্ষার্থী উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন নাহ।
👉 ২০২০-২১ সেশন নতুন ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন নাহ! আগামী বছর আবেদন করবেন।
👉 ১,২,৩ বা ৪ সাবজেক্ট F প্রাপ্ত শিক্ষার্থীও আবেদন করতে পারবেন।
👉 Not promoted প্রাপ্ত কোনো শিক্ষার্থী আবেদন করতে পারবে নাহ।
👉 ডিগ্রি প্রাইভেট(কোর্স) শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন নাহ।
👉 ইতিপূর্বে উক্ত সেশনের ডিগ্রি (পাস) পর্যায়ে উপবৃত্তির অর্থ পেয়েছে তাদেরকেও পুনরায় অনলাইনে আবেদন করতে হবে।