সংশ্লিষ্ট সকলকে জানানাে যাচ্ছে যে, দেশের কোভিড পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান বিভিন্ন পরীক্ষা স্বাস্থ্যবিধি অনুসরণ করে সংশােধিত/পুন:সংশােধিত সময়সূচি অনুযায়ী আগামী ০৭/০২/২০২২ তরিখ থেকে শুরু হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি
স্থগিত পরীক্ষাসমূহ অনুষ্ঠানের জন্য সংশােধিত/পুন:সংশােধিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র সংশ্লিষ্ট জেলা/উপজেলা-এর ট্রেজারী অফিসে/থানায় পূর্বে সময়সূচি অনুযায়ী বিন্যাস (সটিং) করা রয়েছে। কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রশ্নপত্রসমূহ সংশােধিত সময়সূচি ও তারিখ অনুযায়ী পুনঃবিন্যাস (সটিং) করা অত্যাবশ্যক।
এমতাবস্থায়, প্রতিটি কেন্দ্রের অধ্যক্ষ/ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রশ্নপত্রসমূহ নতুন প্রকাশিত সংশােধিত/পুন:সংশােধিত সময়সূচি ও তারিখ অনুযায়ী পুনঃবিন্যাসের (সটিং) প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরােধ করা হলাে।
উল্লেখ্য, সময়সূচি অনুযায়ী ট্রেজারী অফিস/থানা থেকে সঠিক প্রশ্নপত্রসমূহের প্যাকেট গ্রহণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য অনুরােধ করা হলাে।
২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ নিয়মিত এবং বিশেষ স্থগিত পরীক্ষার সংশোধিত রুটিনের পিডিএফ ফাইলঃ(সকাল ৯ঃ০০ টা থেকে শুরু)
২০২০ সালের অনার্স চতুর্থ বর্ষ নিয়মিত এবং বিশেষ পরীক্ষার পরিবর্তিত সময়সূচী
২০২০ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ স্থগিত পরীক্ষার সংশোধিত রুটিনের পিডিএফ ফাইলঃ(দুপুর ১ঃ৩০টা থেকে শুরু)
২০২০ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ স্থগিত পরীক্ষার পুনঃসংশোধিত সময়সূচী
(বদরুজ্জামান)
পরীক্ষা নিয়ন্ত্রক
জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর
ফোন : ০২-৯৯৬৬৯১৫১৭
(অফিস) e-mail : controller@nu.edu.bd