আপনি বার বার চাকুরি পরীক্ষায় ফেল হচ্ছেন বা ব্যর্থ হচ্ছেন কেন? আপনি বার বার চাকুরি পরিক্ষায় ফেল হচ্ছেন বা ব্যর্থ হচ্ছেন কিন্তু কেন হচ্ছেন তা বুঝতেছেন না ? তাহলে আপনি নিজের দুর্বলতা সম্পর্কে অবগত নন । আপনি যদি সোনার হরিন খ্যাত চাকুরিটা চান তাহলে আপনাকে অন্য ১০০০০ জন থেকে ভিন্ন হতে হবে ।
একটা কথা খুব প্রচলন আছে , ” যে পথে কেউ হাটতে চায় না সে পথে হাটা অধিক উত্তম । এতে যেমন রিস্ক থাকে তেমনি সফল বেশি হবারও চান্স থাকে । ”
আজ আপনি এতো পড়াশুনা করছেন কেন ?
এটার উত্তর কিন্তু একটাই হয় । আপনি এই দায় থেকে পালাতে পারেন না । হা, আপনার এতো পড়ার কারন হল একটা ভাল চাকরি বা ভাল ক্যারিয়ার ।
আপনি যদি নিজেকে চাকুরির জন্য রেডি না করে থাকেন বা সেই জন্য নিজেকে রেডি করতে চান তাহলে কিছু জিনিস আগে নিজে জানেন তারপর সেটা নিজে মানেন । কিছু জিনিস আপনি আজ জেনে নিয়ে নিজেকে সেই চাকুরির জন্য রেডি করেন । এতে করে আপনি নিজেকে রিলাক্স পাবেন আগামিতে ।
চাকরির পরীক্ষার জন্য যেসব বিষয় খেয়াল রাখা জরুরি –
১। বাস্তবমুখী হওয়া : আপনি যদি অবাস্তব কিছু জিনিস নিয়ে পরে থাকেন তাহলে আপনি সফল হবার আগের ধাপেই মুখ থুবরে পড়বেন । আপনি নিজের লক্ষ্য কি সেটা ঠিক করে বাস্তবমুখী সিদ্ধান্ত নিবেন । এতে করে সফল হবার চান্স বেড়ে যাবে ।
২। সিদ্ধান্তহীনতা : আপনি ঘনঘন সিদ্ধান্ত পরিবর্তন করবেন না । এতে করে আপনি নিজেই নিজেকে সন্দেহ করে সেই কাজে বিফল করে দিবেন । আপনি যেটা করার সিদ্ধান্ত নিছেন সেটা করে ফেলেন। কখনো নিজের সিদ্ধান্ত কে অভিযোগ করার সুযোগ দিবেন না ।
৩। অংক ও ইংরেজি বিষয় : আপনি যদি জব চান তাইলে আপনাকে অংক আর ইংরেজি কে পীরের মতন ভেবে মালা ঝাপ্তে হবে । আপনি যত ভাল এই ২টা পারবেন আপনি যত এগিয়ে থাকবেন । আপনি নিজের বেসিক ভাল করে রপ্ত করবেন । এর জন্য Class 6-10 ম্যাথ এবং ইংরেজি করেন ।
৪। পর্যাপ্ত সময়ের অভাব : অনেকে আছে হাঙ্কি পাঙ্কি করে জীবনের মূল্যবান সময় শেষ করে দিয়ে পরে কান্দনের ঠেলায় বন্যা করে ফেলে । সময়ের মূল্য দিয়ে সেটার যথাযথ ব্যবহার করতে হবে । খুব বেশি দেড়ি করে পরীক্ষার প্রস্তুতি নিবেন না । এটা করলে দেখা যাবে আপনি অনার্স , মাস্টার্স করতে করতে জবের বয়স উড়াল পাখির মত ফুচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চকা । তাই জব চাইলে পরীক্ষার প্রস্তুতি টাইম নিয়ে নিতে থাকেন ।
৫। পার্টটাইম জব থেকে বিরত থাকেন : আপনি যদি ত্যাগ করতে পারেন তাইলে ভাল কিছু পাবেন। পার্ট টাইম জব করে হয়ত আপনি কিছু পকেট মানি পাবেন কিন্তু বড় ধরনের লসের খাতাতে যাবেন । খুদ খেয়ে পেট নষ্ট করবেন না । পার্ট টাইম করে যে টাইম নষ্ট করবেন সেটা পড়ার জন্য ব্যয় করেন । কারন আপনি যদি জব করেন তাহলে ব্যক্তি জীবনে নানান কারন সহ নানা টেনশন এমনিতেই আপনার সঙ্গী থাকবে। পড়বেন কি ঘোড়ার ডিম ?
৬। গঠনমূলক ভাবে পড়া : আপনি কোন কাজ করলে What , How , Where এই জিনিস গুলা জেনে করবেন । এতে করে আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে । আপনি যদি কোন পরীক্ষার জন্য নিজেকে তৈরি করেন তাহলে আপনি আগে উক্ত পরীক্ষার যাবতীয় প্রশ্নগুলা দেখেন আর এনালাইসিস করেন । এতে করে আপনার পড়া কভার করতে অনেক ইজি হবে । বাঙ্গালীদের কমন খুঁজার একটা অভ্যাস আছে তাই এইসব দেখে নিবেন । কারন কমন এর সাথে সাথে কপি পেস্ট করার অভ্যাসও আছে এদের ।
৭। পড়াশোনাকে সিরিয়াসলি নিবেন : আমরা পড়াশুনা কে হাল্কা ভাবে নেই বলেই দেখা যায় পরীক্ষা দিলে ফেল করছি । হাল্কা ভাবে কখনো নিজের শত্রুকেও নিতে নাই । আর এই পরীক্ষা তো সোনার ময়না পাখি । এটারে জান প্রান কলিজা বললেও কম হবে । No excuses , only actions
৮। পরিশ্রমী ও ধৈর্য্যশীল : আপনি যদি পানিপথের যুদ্ধে নেমে যুদ্ধ না করে পানি খেতে চান তাইলে সফল না হলে বরং মানুষ এর লাত্থি খাইবেন । আরে লাত্থি মানে মানুষ এর নানান কথা শুনতে হবে যা আপনার জীবনকে রঙ্গিন না করলেও বিবর্ণ করে দিতে পারবে । তাই যুদ্ধে নেমে পড়লে পরিশ্রমী ও ধৈর্য্যশীল হতে হবে ।
৯। সময়কে মূল্য দিন : আপনি যদি আজ সময় কে অবহেলা করেন কাল সময় আপনাকে মাইঙ্কা ছিপায় ফেলে শান্তির আম্মা কে দেখিয়ে দিবে । আজ আপনি যা সেটা বিগত দিনের ফল আর কাল আপনি যা হবেন তা আজকের কর্মের ফল । তাই সময় কে মূল্য দিতে শিখেন ।
১০। সোস্যাল নেটওয়াকে লিপ্ত কম হন : আপনার চাকুরি না হবার জন্য এই একটা কারনই যথেষ্ট । আমরা এতো বেশি লাইফলেস হয়ে গেছি যে কেউ হাল্কা Firt দিলেও সেটা Social Site গরম করে দেই । হিউম্যান সাইকোলজির মতে , ” মানুষ যত কম social Network এ একটিভ ,সে তত হ্যাপি “।
যদি ভাল জব বা ক্যারিয়ার চান তাইলে এই ১০টা কাজকে Bible of Job seekers মনে করে ইমপ্লাই করেন । যা বলেছি তা মূলত সরকারি জবকে প্রিফার করেই বলেছি ।
একটা কথা মনে রাখবেন, ” Passion is the difference between having a job and having a career ”
Written By – আল-আমিন