ফেব্রুয়ারী মাসে ডিগ্রির জন্য যা যা থাকছে – জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ র্বোড।
ডিগ্রি(২০১৯-২০ শিক্ষাবর্ষ) ১ম বর্ষের স্থগিত পরীক্ষাসমূহ ০৭/০২/২০২২ তারিখ বেলা ১ঃ৩০টা থেকে শুরু হবে। চলবে ১৩/০২/২০২২ তারিখ পর্যন্ত।

ডিগ্রি(২০২০-২১ শিক্ষাবর্ষ) ১ম বর্ষ ভর্তির কোটায় ও ২য় মাইগ্রেশানে ভর্তি চলমান! ফেব্রুয়ারীর ২য় সপ্তাহে জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ দিয়ে রিলিজ স্লিপের আবেদন শুরু করবে।
ডিগ্রী(২০১৮-১৯শিক্ষাবর্ষ) ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ চলমান রয়েছে। শেষ সময়সীমা ২০/০২/২০২২ইং পর্যন্ত। (শিক্ষার্থী কর্তৃক)

ডিগ্রি(২০১৬-১৭ শিক্ষাবর্ষ) ৩য় বর্ষের ফলাফল ফেব্রুয়ারী মাসের যেকোনো দিন প্রকাশ হতে পারে।

ডিগ্রি ১ম বর্ষ (প্রাইভেট) কোর্সের ভর্তির সার্কুলার চলতি ফেব্রুয়ারী মাসে প্রকাশ হবে।

২০২১-২২ অর্থবছরের ডিগ্রি(পাস) ও সমমান পর্যায়ের উপবৃত্তির অনলাইন আবেদন চলবে ১০ই ফেব্রুয়ারী পর্যম্ত।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপডেটসমূহ পেতে আমাদের সাইটে চোখ রাখুন।