জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্নাস ৩য় র্বষের শিক্ষার্থীদের খোলা চিঠি

বরাবর,
মাননীয় উপাচার্য,
জাতীয় বিশ্ববিদ্যালয়,গাজীপুর।
বিষয়ঃ সঠিক সময়ে স্নাতক ৩য় বর্ষের পরীক্ষা নেওয়া অথবা শর্ত ছাড়াই ৪র্থ বর্ষে উত্তীর্ণ করার জন্য আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ফেনী সরকারি মহিলা কলেজ ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষের একজন নিয়মিত ছাত্রী। ২০১৯ সালে আমাদের ২য় বর্ষের চুড়ান্ত পরীক্ষা শেষ হলেও বিগত চার বছর ধরেই আমরা ৩য় বর্ষে আটকে আছি। যার ফলে দিন দিন মানসিকভাবে ভেঙে পড়েছিলাম এবং অবস্থা শোচনীয় হয়ে গিয়েছিল। এমতাবস্থায় ৩য় বর্ষের চুড়ান্ত পরীক্ষার রুটিন দেখে মন প্রফুল্ল হয়েছিল এবং মুখেও হাসিও ফুটেছিল।

আমরা পরীক্ষার প্রস্তুতি নিয়ে নিয়েছি এবং পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত।কিন্তু করোনা মহামারীর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আজকে,অর্থাৎ ২১/০১/২২ খ্রিঃ এ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনস্থ সকল পরীক্ষা স্থগিত এর ঘোষণা আসে,যা মোটেই কাম্য ছিলো না। এমতাবস্থায় আমি এবং আমার সহপাঠীরা মানসিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত এবং স্নাতক ডিগ্রি অর্জন করার যে স্বপ্ন তা মুহূর্তেই ক্ষীণ হয়ে যাচ্ছে।

যা আমাদেরকে ভুল পদক্ষেপ নিতে ইন্ধন যোগাবে। যেখানে সারাবিশ্ব এবং অন্যান্য সকল ক্ষেত্র এগিয়ে যাচ্ছে সেখানে আমরা দিনদিন পিছিয়ে যাচ্ছি। আমাদের অনুরোধ হলো যে,সঠিক সময়েই পরীক্ষা নিন,আমরা পরীক্ষা দিতে চাই।অযথাই আমাদেরকে বছরের পর বছর বসিয়ে রাখবেন না। জাতিকে নষ্ট করবেন না, আমরা আপনাদের সন্তান। সন্তানদের ভুল পথের যাত্রী করবেন না।

পরীক্ষা নেয়া সম্ভব না হলে শর্ত ছাড়াই ৪র্থ বর্ষে উত্তীর্ণ করে দিন এবং করোনা মহামারীর পরিস্থিতি স্বাভাবিক হলেই যাতে ৩য় র্বর্ষের পরীক্ষা দিতে পারি সেই পদক্ষেপ করুন।
অতএব,মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে,উপরিউক্ত বিষয়টি পর্যবেক্ষণ করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।

নিবেদক,
রহিমা নৌমিত মিমি ,
স্নাতক (সম্মান) ,
২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র – ছাত্রীদের
ঢাকা কমার্স কলেজ

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

HSC Suggestion

Chittagong Board HSC Bangla 2nd Paper Question Solution 2024

Check Bengali 2nd Paper Question Solution. The HSC exam 2024 has started simultaneously across the …