জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পাসের হার ৬৭.৮৪ শতাংশ। এ পরীক্ষায় মোট ১৭০টি কলেজের ১ লাখ ৩০ হাজার ৩৫৬ জন পরীক্ষার্থী ২৯টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রকাশিত ফলাফলে ৮৮ হাজার ৪২৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

শুধুমাত্র রোল নং দিয়ে মাস্টার্স শেষ পর্বের ফলাফল দেখুন উক্ত লিংকেঃ
http://www.nubd.info/res_mf/getMasterseForm.php
http://www.nubd.info/res_mf/indivisul_masterse_result.php?roll_number=(কপি করে রোল বসাবেন স্পেস ছাড়া)&exam_year=2018
◼️ এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখুনঃ NU [space] MF [space] Masters Roll_no Send SMS to 16222. Example: NU MF 8342324
◼️ ফলাফল দেখের ওয়েবসাইট লিংকঃ http://www.nu.ac.bd/results/
যেভাবে ফলাফল চেক করবেনঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট সংক্রান্ত ওয়েবসাইট(http://www.nu.ac.bd/results/)-এ প্রবেশ করে “Masters Final” অপশনে ক্লিক করুন।
👉 আপনার মাস্টার্স কোর্সের রেজিষ্ট্রেশন নং দিন।
👉 Exam Year “2018” সিলেক্ট করে Search Result বাটনে ক্লিক করলে আপনার ফলাফল প্রদর্শিত হবে।
উল্লেখ্য,এ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের নিয়মিত, ২০১৬-২০১৭ ও ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীরা।মাস্টার্স শেষ পর্বের লিখিত পরীক্ষা বিগত ২৯ সেপ্টেম্বর শেষ হয়। আর মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষা বিগত ০৪ নভেম্বর তারিখ শেষ হয়েছে।
খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!