জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি বিজ্ঞপ্তি ২০২১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি বিজ্ঞপ্তি ২০২১। ১৪ই নভেম্বর বিকাল ৪ টা থেকে শুরু হয়েছে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ডিগ্রি ১ম বর্ষ ভর্তির অনলাইন প্রাথমিক আবেদন। চলবে ৩০/১১/২০২১ ইং তারিখ রাত ১২টা পর্যন্ত।

ডিগ্রি ভর্তির আবেদন যোগ্যতাঃ

বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড থেকে ২০১৬/২০১৭/২০১৮ সালে এসএসসি এবং ২০১৮/২০১৯/২০২০ সালে এইচএসসি পাস করতে হবে। সকল শাখার জন্য নূন্যতম জিপিএ (এসএসসি ২.০০ + এইচএসসি ২.০০)

যেকোনো কম্পিউটার দোকান থেকে কিংবা বাসায় বসে কম্পিউটার বা ল্যাপটপ ডিভাইস দিয়ে অনলাইনে প্রাথমিক আবেদন করতে পারবেন।(ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি নির্দেশিকা অনুসরণ করবেন)

ডিগ্রি ভর্তি আবেদন করতে যে যে তথ্য লাগবেঃ

  • অনলাইনে প্রাথমিক আবেদন করার জন্য সদ্যতোলা ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি,
  • এসএসসি ও এইচএসসি পাসের তথ্য,
  • একটি সচল মোবাইল নং অবশ্যই লাগবে।
  • আবেদনকারীকে কলেজ নোটিশ অনুযায়ী আবেদন ফি বাবদ ২৫০/- টাকা সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে৷

আরও পড়ুনঃ ডিগ্রী ভর্তির আবেদন করবেন যেভাবে!

ডিগ্রি আবেদনে কলেজ ও কোর্স নির্বাচনের আগে জেনে রাখুনঃ

  • প্রাথমিক আবেদনে ১টি মাত্র কলেজ নির্বাচন করতে পারবেন।
  • একটি কলেজের eligible কোর্সগুলোর মধ্যে একাধিক কোর্স সিলেক্ট করেও পছন্দক্রম সাজিয়ে সাবমিট করতে পারবেন।
  • মেরিট লিস্টে চান্স হওয়ার পর ভর্তির সময় কোর্স হতে পছন্দদের সাবজেক্ট চয়েস দিতে পারবেন।
  • যাদের এসএসসি ও এইচএসসি মিলে টোটাল জিপিএ ৭ এর উপরে তারা বিভাগীয় শতবর্ষী সরকারি কলেজে আবেদন করতে পারেন।
  • যাদের পয়েন্ট ৭ এর নিচে তারা উপজেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি কলেজে আবেদন করবেন।
  • যারা বিভাগ পরিবর্তন করে আবেদন করবেন তাদের জন্য মোট সিটের ২০% বরাদ্দ থাকবে!
  • সুতরাং, সিট সংখ্যা, আপনার জিপিএ মাথায় রেখে কলেজে আবেদন করবেন।

সতর্কতাঃ ইতিমধ্যে যারা অনার্স ১ম বর্ষ ভর্তির ২য় রিলিজ স্লিপের আবেদনের  জন্য  অপেক্ষা করছেন, তারা চাইলে ২য় রিলিজ স্লিপ ও ডিগ্রি দুটোতেই একইসাথে আবেদন করতে পারবেন। কিন্তু মেরিট লিস্টে চান্স হওয়ার পর যেকোনো একটিতে এডমিশন নিতে হবে।

ডিগ্রি পাস(নিয়মিত) শ্রেণির কোর্সসমূহঃ

  • BA- Bachelor of Arts
  • BSc- Bachelor of Science
  • BBS- Bachelor of Business Study
  • BSS- Sciencelor of Social Science

অনলাইনে আবেদন করার ওয়েবসাইট লিংকঃ http://app8.nu.edu.bd/nu-web/application/degpApplicationForm

ভর্তি নির্দেশিকার পিডিএফ ফাইলঃ
http://app1.nu.edu.bd/notice/ADM_GUIDE_DEGP.pdf

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

degree 3rd year result 2023 - nu.ac.bd/results

ডিগ্রি ৩য় বর্ষের রেজাল্ট ২০২৪ – Degree 3rd Year Result 2024

২০২১ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের …