রিলিজ স্লিপ আবেদন শুরু ৫ নভেম্বর শেষ ১১ নভেম্বর…

রিলিজ স্লিপ আবেদন শুরু ৫ নভেম্বর

.

অনার্স ১ম বর্ষ ২০১৭-২০১৮ সেশনে ভর্তি কার্যক্রমের অনলাইনে রিলিজ স্লিপের আবেদন শুরু ০৫/১১/১৭ তারিখ বিকাল ৪টা থেকে যা চলবে ১১/১১/১৭ তারিখ রাত ১২ টা পর্যন্ত।

.

যারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবেঃ

মেধাতালিকায় স্থান পায়নি।

মেধাতালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি।

যারা ভর্তি বাতিল করেছে।

রিলিজ স্লিপে নতুন করে ৫ টি কলেজ এবং বিষয় চয়েজ করা যাবে।

রিলিজ স্লিপের ফ্রম কলেজে জমা দিতে হবে না এবং এর জন্য কোন ফি দিতে হবে না।

অাবেদন করতে এখানে ক্লিক করে রোল & পিন দিয়ে এপ্লাই রিলিজ স্লিপে ক্লিক করুন

 

 

 

এ যেয়ে “Apply for Release slip” এ ক্লিক করলে আবেদন অপশন আসবে।

এ সময়ে কলেজ গুলো সিলেক্ট করলে কলেজটির খালি থাকা বিষয় ও আসন সংখ্যা প্রদর্শিত হইবে।

আবেদন :

কম্পিউটর কিংবা ট্যাব ব্যবহার করে আবেদন করতে পারেন।

আবেদন করতে জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা কলেজে কোন “ফি” প্রদান করতে হবে না এবং কলেজ গুলোতেও কোন আবেদন ফরম জমা দিতে হবে না।

তবে আবেদন ফরম প্রিন্ট করে নিজের কাছে রাখবেন।

কলেজ ও বিষয় নির্বাচন :

আপনি সারা বাংলাদেশের যে কোন জায়গার কলেজ নির্বাচন করতে পারবেন ও কলেজ গুলো হতে যত সাবজেক্ট প্রদর্শিত হবে চাইলে সবই সিলেক্ট করতে পারবেন।

আপনাকে অবশ্যই ০৫ টি কলেজই সিলেক্ট করতে হবে, ১ টি বা ৪ টি এমন ভাবে সিলেক্ট করলে তা সাবমিট হবে না। [!!?]

গভ কলেজ সিলেক্ট করবেন কিনা ননগভ দিবেন তা আপনার বিষয়, যেমন খুশি, যেভাবে খুশি কলেজ সিলেক্ট করতে পারেন।

রেজাল্ট :.

রিলিজস্লিপ এর রেজাল্ট ২৪ ঘন্টা পর হতে ৭ দিনের মধ্যেই দিয়ে থাকে।

রেজাল্ট প্রণয়ন :

রেজাল্টে আপনার কলেজ ও সাবজেক্ট প্রেফারেন্স অনুযায়ী বিষয় দেয়ার চেষ্টা করা হবে। আপনি কেবল কোন একটি কলেজের কোন একটি সাবজেক্টেই assigned হবেন। আর রিলিজস্লিপে মাইগ্রেশনের কোন সুযোগ নাই ও কোটা ব্যবস্থাও নাই। সো এমন কোন বিষয় সিলেক্ট করা উচিৎ নয় যাতে সুযোগ পেলেও আপনি পড়বেন না। কেননা রিলিজই অনার্স ভর্তির শেষ সুযোগ।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

ঢাকা পূর্ব ভ্যাট পরীক্ষার সময়সূচি ২০২৪ – vatdhkeast Exam Date

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব), ঢাকা’র নথি নম্বর:২(২৩)১৪২/জনপ্রশাঃ/ঢা:পূর্ব: কমি:/নিয়োগ ২০২৩/৪৭০, তারিখ:২৫-০১-২০২৪খ্রি. অনুযায়ী গত …