২০২১-২০২২ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে কোর্সভিত্তিক মেধা তালিকা প্রকাশ ও সংশ্লিষ্ট কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে এলএলবি ১ম পর্ব (২০২১-২২), পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম (২০২১-২২), পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স (২০২১-২২), এমএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (২০১৯-২০), মাস্টার অব বিজনেস্ এ্যাডমিনিস্ট্রেশন [এমবিএ] (২০১৯-২০) ও এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং (২০২০ ২১) কোর্সসমূহের মেধা তালিকা ০৯ নভেম্বর ২০২১ তারিখ প্রকাশ করা হবে।
মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমের মেধা তালিকা প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি
আরও পড়ুনঃ মাস্টার্স প্রফেশনাল ভর্তির মূল বিজ্ঞপ্তি দেখুন এখানে।
ভর্তি বাতিল সংক্রান্ত সতর্কতাঃ
উল্লেখ্য যে, এ ভর্তি কার্যক্রমে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী বর্তমানে অন্য কোন শিক্ষা কার্যক্রমে (যে শিক্ষাবর্ষে হোক কেন) ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ১৬ নভেম্বর ২০২১ তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে এ সকল শিক্ষার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
মাস্টার্স প্রফেশনাল কোর্সে ক্লাশ শুরুর তারিখঃ
এ ভর্তি কার্যক্রমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ১৫ নভেম্বর এর পরিবর্তে ২১ নভেম্বর ২০২১ তারিখ থেকে শুরু হবে।
মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমের ফলাফল দেখবেন যেভাবেঃ
উক্ত ফলাফল জানতে SMS করবেনঃ (nu<space>atpm<space>roll no টাইপ করে Send করতে হবে 16222 নম্বরে।)
ফলাফল অনলাইনে দেখবেন যেভাবেঃ রাত ৯ টা থেকে অনলাইনে যেভাবে ফলাফল চেক করবেন। উক্ত ওয়েবসাইট(http://app5.nu.edu.bd/nu-web/msapplicant/applicantLogin.action?degreeName=Professional)-এ আপনার আবেদনের Admission Roll No. ও PIN(আবেদন ফর্মে পাবেন) দিয়ে লগইন করলে ফলাফল প্রদর্শিত হবে।
নোটঃ ভর্তি সংক্রান্ত বিস্তারিত স্ব স্ব কলেজ নোটিশ দিয়ে জানাবে। কলেজ নোটিশ অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
আরও পড়ুনঃ মাস্টার্স (নিয়মিত) ভর্তির আবেদন চলছে।
মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে মেধা তালিকার ভর্তি কার্যক্রম নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবেঃ
- মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পুরণ ও এর প্রিন্ট কপি সংগ্রহের তারিখঃ ৯/১১/২০২১ থেকে ১৭/১১/২০২১
মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Applicant Login অপশন থেকে Masters (Porf.) Login লিংকে গিয়ে সঠিক রোল নম্বর ও পিন এন্ট্রি দিয়ে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে এবং এর প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে।
- মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি (ভর্তি নির্দেশিকার ১০নং অনুচ্ছেদে কোর্সভিত্তিক বর্ণিত হারে] সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাকিং এর মাধ্যমে জমা দেয়ার তারিখ: ১০/১১/২০২১ থেকে ১৮/১১/২০২১
- সংশ্লিষ্ট কলেজ কর্তৃক মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের তারিখঃ ১০/১১/২০২১ থেকে ২০/১১/২০২১
কলেজ কর্তৃপক্ষকে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফরমে প্রদর্শিত সকল তথ্য ও ছবি যাচাই করে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে। কোন শিক্ষার্থীর ভর্তি ফরমে প্রদর্শিত তথ্য ও ছবিতে অসংগতি বা গড়মিল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে ঐ শিক্ষার্থীর ভর্তি নিশ্চয়ন না করে বিষয়টি লিখিতভাবে ডিন, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র সংশ্লিষ্ট কলেজকে মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি’র জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অংশ বরাবর জানাতে হবে।
- ভর্তি নির্দেশিকার ১০নং অনুচ্ছেদে কোর্সভিত্তিক বর্ণিত হারে যে কোন সোনালী ব্যাংক শাখায় সোনালী সেবার মাধ্যমে জমা দেয়ার তারিখঃ ২২/১১/২০২১ থেকে ২৫/১১/২০২১
এ লক্ষ্যে কলেজ Login এর মাধ্যমে Admission Payment Info (Masters prof.) অপশনে ক্লিক করে Pay Slip ডাউনলোড করবে। Pay Slip এ সংশ্লিষ্ট কোর্স ও শিক্ষাবর্ষের “রেজিস্ট্রেশন ফি” খাতের সঞ্চয়ী হিসাব নম্বর- 0218100000134 উল্লেখপূর্বক মোট টাকার অংক লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংকের শাখায় জমা দিয়ে রশিদ সংগ্রহ করবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স প্রফেশনাল কোর্সসমূহঃ
- এল এল বি ১ম পর্ব।
- পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্ণালিজম।
- ডিপ্লোমা ইন লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স।
- এমএসসি ইন কম্পিউটার সায়েন্স।
- মাস্টার অব বিজনেস্ এ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)।
- এম বি এ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং।
- মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি এন্ড পুলিশ ম্যানেজমেন্ট।
- পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন স্পোর্টস সায়েন্স।
- পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফটোগ্রাফী।
- পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন মিউজিক।
- পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন থিয়েটার স্টাডিজ।
- পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফারায় সায়েন্স এন্ড টেকনোলজি।