Breaking News

মাস্টার্স প্রফেশনাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রফেশনাল কোর্সসমূহের ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদন ২৯/০৯/২০২১ তারিখ বিকাল ৪ঃ০০টা থেকে শুরু হয়ে ১৭/১০/২০২১ তারিখ রাত ১২ঃ০০ পর্যন্ত চলবে।

মাস্টার্স প্রফেশনাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১

 

আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০/- টাকা কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১৮/১০/২০২১ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।
উল্লেখ্য, এ শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন ক্লাস ১৫ই নভেম্বর ২০২১ তারিখ থেকে শুরু হবে!

মাস্টার্স প্রফেশনাল ভর্তি যোগ্যতাঃ

ক) এলএলবি ১ম পর্ব/পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম/পোষ্ট গ্রাজুেয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স: জাতীয় বিশ্ববিদ্যালয়/ইউজি স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে তিন বছর মেয়াদী স্নাতক (পাস)/চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) পরীক্ষায় ন্যুনতম ৪০% নম্বর/ CGPA ২.০ পেতে হবে।

খ) এমএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং: জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ২০১৬ সাল ও তৎপরবর্তী ২০১৯ সাল পর্যন্ত চার বছর মেয়াদী বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় ন্যূনতম ৪৫% নম্বর/ CGPA ২.২৫ পেতে হবে।

গ) মাস্টার অব বিজনেস্ অ্যাডমিনিস্ট্রেশন [এমবিএ]: জাতীয় বিশ্ববিদ্যালয়/ ইউজিসি স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে ২০১৬ সাল ও তৎপরবর্তী ২০১৯ সাল পর্যন্ত ও চার বছর মেয়াদী প্রফেশনাল বিবিএ (সম্মান)/ব্যবসায় প্রশাসন (সম্মান) পরীক্ষায় ন্যূনতম ৪৫% নম্বর/CGPA ২.২৫ পেতে হবে।

ঘ) এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং: জাতীয় বিশ্ববিদ্যালয়/ ইউজিসি স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫ সাল ও তৎপরবর্তী ২০১৯ সাল পর্যন্ত তিন বছর মেয়াদী স্নাতক (পাস)/চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) পরীক্ষায় ন্যূনতম ৪৫% নম্বর/CGPA ২.২৫ পেতে হবে।

ঙ) পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন স্পোর্টস সায়েন্স, পোষ্ট গ্রাজুেয়েট ডিপ্লোমা ইন ফটোগ্রাফী, পোষ্ট গ্রাজুেয়েট ডিপ্লোমা ইন মিউজিক, মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজী এন্ড পুলিশ ম্যানেজমেন্ট ও পোষ্ট গ্রাজুেয়েট ডিপ্লোমা ইন থিয়েটার স্টাডিজ কোর্সে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন না, তারা ভর্তির জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সরাসরি যোগাযোগ করবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।

চ) মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) অথবা প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) অথবা মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে যে কোন শিক্ষাবর্ষে বর্তমানে অধ্যয়নরত কোন শিক্ষার্থী ২০২০-২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি হতে পারবে না। উক্ত শর্ত ভঙ্গ করে কোন শিক্ষার্থী এ ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করলে তার উভয় ভর্তি বাতিল করার অধিকার জাতীয় বিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স প্রফেশনাল কোর্সসমূহঃ

  1. এল এল বি ১ম পর্ব
  2. পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্ণালিজম
  3.  ডিপ্লোমা ইন লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স
  4. এমএসসি ইন কম্পিউটার সায়েন্স
  5. মাস্টার অব বিজনেস্ এ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)
  6. এম বি এ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং
  7. মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি এন্ড পুলিশ ম্যানেজমেন্ট
  8. পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন স্পোর্টস সায়েন্স
  9. পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফটোগ্রাফী
  10.  পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন মিউজিক
  11. পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন থিয়েটার স্টাডিজ
  12.  পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফারায় সায়েন্স এন্ড টেকনোলজি

◼️মাস্টার্স প্রফেশনাল ভর্তি সার্কুলারের পিডিএফ ফাইলঃ http://app1.nu.edu.bd/notice/Adm_Circular_MS_Prof.pdf

◼️মাস্টার্স প্রফেশনাল ভর্তি গাইডলাইনঃ http://app1.nu.edu.bd/notice/Adm_Guide_MS_Prof.pdf

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

NU Masters Final Year Result 2025 – nu ac bd results

Master’s Result 2025: The Master’s final year result was published today by the National University …