২০১৯-২০২০ শিক্ষাবর্ষের মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি নির্দেশিকা প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণের তারিখঃ ০৩/১১/২০২১ ইং তারিখ বিকাল ৪টা থেকে ১৭/১১/২০২১ ইং তারিখ রাত ১২টা পর্যন্ত। মাস্টার্স ভর্তির জন্য যে সকল সতর্কতা অবলম্বন করতে হবে তা পর্যায়ক্রমে আলোচনা করছি।
অনলাইনে প্রাথমিক আবেদন করতে যা লাগবেঃ
- মাস্টার্স ১ম বর্ষ ও ডিগ্রী / স্নাতক (অনার্স) এর রেজিঃ নং,রোল নং,পাসের সন ৷
- ছবি এক কপি। (স্ক্যান করে ফেরত দিবে)
- মোবাইল নম্বর। (সচল নাম্বার দিবেন)
- ই-মেইল।
- অঙ্গীকারনামা। (ফরমটি পূরণ করে দিবেন)
কলেজে জমা দিতে যেসব কাগজপত্র সংযুক্ত করতে হবেঃ
- আবেদন ফরম।
- মাস্টার্স ১ম বর্ষ / স্নাতক (অনার্স) মার্কশীট।
- দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকার নামা।
- টাকা জমাদানের রিসিট কপি বা প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা।
- রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি।
আরও পড়ুনঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২১।
মাস্টার্স ভর্তির বিষয়সমূহঃ
Master of Arts (MA) Subject: 1) Bangla 2) English 3) Arabic 4) Sanskrit 5) Pali 6) History 7) Islamic History & Culture 8) Islamic Studies 9) Library and Information Science 10) Philosophy.
Master of Social Sciences (MSS) subject: 11) Political Science 12) Sociology 13) Social Work 14) Economics.
Master of Science (MSc) subject: 15) Physics 16) Chemistry 17) Bio-Chemistry 18) Botany 19) Zoology 20) Soil Science 21) Statistics 22) Mathematics 23) Geography and Environment 24) Psychology 25) Home Economics
Master of Business Administration (MBA) Subject: 26) Marketing 27) Finance 28) Accounting 29) Management
Master of Music (M. Music) Subject: 30) Folk Music 31) Classical Music 32) Nazrul Sangeet 33) Rabindra Sangeet
আরও পড়ুনঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি নির্দেশিকা ২০২১।
মাস্টার্স ভর্তি ২০২১ আবেদনের ন্যূনতম যোগ্যতাঃ
অনার্স বা স্নাতক সম্মান কোর্স থেকেঃ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৫ সাল ও তৎপরবর্তী সালসমূহে চার বছর মেয়াদী অনার্স পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫% নম্বর।
- অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ২.২৫ প্রাপ্ত শিক্ষার্থীরা এ ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে।
- তবে চার বছর মেয়াদী অনার্স পরীক্ষায় পাস ডিগ্রী প্রাপ্ত কোন শিক্ষার্থী এ ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে না। (যার পাশ করতে না পেরে ডিগ্রী সনদ নিয়েছে।)
মাস্টার্স ১ম পর্ব বা প্রিলি টু মাস্টার্স থেকেঃ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৫ সাল ও তৎপরবর্তী সালসমূহে প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত)/১ম পর্ব মাস্টার্স (নিয়মিত) পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫% নম্বর।
- অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম জিপিএ ২.২৫ প্রাপ্ত এবং তৎসংশ্লিষ্ট তিন বছর মেয়াদী স্নাতক (পাস) নিয়মিত পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫% নম্বর।
- অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ২.২৫ প্রাপ্ত শিক্ষার্থীরা এ ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে।
তবে প্রিলিমিনারী টু মাস্টার্স (প্রাইভেট)/১ম পর্ব মাস্টার্স (প্রাইভেট) পরীক্ষায় উত্তীর্ণ কোন শিক্ষার্থী এ কোর্সে আবেদন করতে পারবে না।
উপরিউক্ত শর্তপূরণ সাপেক্ষ স্নাতক (সম্মান) ও প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত)/১ম পর্ব মাস্টার্স (নিয়মিত) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা শুধুমাত্র তাদের পঠিত বিষয়ে এ ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে।
মাস্টার্স ভর্তি ২০২৪ – মাস্টার্স ভর্তি ফরম পূরণের পদ্ধতি
মাস্টার্স ভর্তির আবেদন লিংকঃ
আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) Masters Tab এ গিয়ে Apply Now (Masters Reg.) অপশনে ক্লিক করতে হবে।
ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য ছকে আবেদনকারীর স্নাতক (সম্মান)/স্নাতক (পাস) ও ১ম পর্ব মাস্টার্স /প্রিলিমিনারী টু মাস্টার্স পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পাসের সন, নিবন্ধিত ব্যক্তিগত মোবাইল নম্বর ও ই-মেইল এ্যাড্রেস সঠিকভাবে এন্ট্রি দিতে হবে।
আবেদনকারীর লিঙ্গ নির্ধারণঃ
আবেদনকারীকে তথ্য ছকের নির্ধারিত স্থানে সঠিক Gender (Male/Female) এন্ট্রি দিতে হবে। উল্লেখ্য Gender ত্রুটির কারণে কোন পুরুষ আবেদনকারী মহিলা কলেজে আবেদন করলে তার আবেদন বাতিল বলে গণ্য হবে।
মাস্টার্স ভর্তিতে কলেজ ও বিষয় নির্ধারণঃ
আবেদনকারী তার পছন্দ অনুযায়ী বিভাগ ও জেলাভিত্তিক যে কোন কলেজের নাম Select করলে সংশ্লিষ্ট কলেজে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে তার ভর্তি যোগ্য বিষয় ও আসন সংখ্যা দেখতে পাবে। এই তালিকা থেকে আবেদনকারীকে সতর্কতার সঙ্গে তার প্রার্থিত বিষয় নির্ধারণ করতে হবে।
মাস্টার্স ভর্তিতে কোটার আবেদন পদ্ধতিঃ
মুক্তিযোদ্ধার সন্তান/আদিবাসি/প্রতিবন্ধী/পোষ্য (Ward) কোটায় ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীকে তথ্য ছকের নির্দিষ্ট স্থানে তার জন্য প্রযোজ্য কোটা Select করতে হবে। এখানে উল্লেখ্য যে,
- পোষ্য কোটায় শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তান/সন্তানাদি আবেদন করতে পারবে।
- কোটায় আবেদনের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত মূল সনদপত্র থাকতে হবে।
- একজন প্রার্থী এক বা একাধিক কোটায় যোগ্য হলে কোটার পছন্দক্রম নির্ধারণ করে দিতে হবে।
- কোটার জন্য সংরক্ষিত আসন বিষয়ভিত্তিক বরাদ্দকৃত আসনের অতিরিক্ত হিসাবে বিবেচিত হবে।
মাস্টার্স ভর্তিতে ছবি সংযোজনের পদ্ধতিঃ
ফরম পূরণের সময় আবেদনকারীর পাসপোর্ট আকারের সম্প্রতি তোলা রঙ্গিন ছবি Scan করে আপলোড করতে হবে। ছবির মাপ হবে 120×150 pixels, Image Type: jpg এবং maximum file size:50Kb । এখানে উল্লেখ্য যে, আবেদনকারীর ছবি ব্যতীত অন্য কোন ছবি প্রাথমিক আবেদন ফরমে আপলোড করা হলে ঐ আবেদনকারীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তিতে অঙ্গীকারনামা প্রদানঃ
এছাড়া “জাতীয় বিশ্ববিদ্যালয়/যে কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য কোন শিক্ষা কার্যক্রমে বর্তমানে আমি ভর্তি/অধ্যয়নরত নই। দ্বৈত ভর্তির ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ী উভয় ভর্তি বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত আমি মেনে নিতে বাধ্য থাকবো” মর্মে আবেদনকারীর স্বাক্ষরিত একটি অঙ্গীকারনামা অনলাইন আবেদনে স্ক্যান করে আপলোড করতে হবে।
মাস্টার্স ভর্তির ফরম চূড়ান্তকরণঃ
সঠিক তথ্য ও ছবিসহ অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করে Submit Application হবে। এ পর্যায়ে আবেদনকারীর রোল নম্বর ও পিন প্রদর্শিত হবে এবং আবেদনকারীকে ফরমটি ডাউনলোড করে [A4 (8.5”×11″) অফসেট সাদা কাগজে] প্রিন্ট/pdf কপি সংগ্রহ করতে হবে।
ভর্তি ফরমে ভুল হলে ফরম বাতিলের পদ্ধতিঃ
আবেদনকারীকে তার প্রাথমিক আবেদন ফরমে প্রদর্শিত সকল তথ্য ও ছবি সঠিক আছে কিনা তা যাচাই করে নিতে হবে। আবেদন ফরমে তথ্যগত অমিল বা ত্রুটিপূর্ণ ছবি থাকলে তা সংশোধন করতে হবে। আবেদনকারী তার প্রাথমিক আবেদন ফরমটি বাতিল/ত্রুটিপূর্ণ ছবি পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে Master’s Tab-এ গিয়ে Applicant Login [Masters (Regular)] অপশনে আবেদন ফরমের রোল নম্বর ও পিন এন্ট্রি দিতে হবে। পরবর্তীতে আবেদনকারী Form Cancel / Photo Change Option এ গিয়ে Click to Generate the Security key অপশনটি ক্লিক করলে তার ব্যক্তিগত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে One Time Password (OTP) দেয়া হবে। এই OTP এন্ট্রি দিয়ে আবেদনকারী তার আবেদন ফরমটি বাতিলপূর্বক নতুন করে আবেদন ফরম পুরণ ও প্রকৃত ছবি আপলোড করতে পারবে। উল্লেখ্য যে, আবেদনকারী শুধুমাত্র একবারই ফরম বাতিলের সুযোগ পাবে। কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়ন করা হলে ঐ আবেদনকারী আর ফরম বাতিল করতে পারবে না।
মাস্টার্স ভর্তি ফরম নিজ কলেজে জমাদান ও ফি প্রদানঃ
- আবেদনকারীকে প্রিন্ট করা প্রাথমিক আবেদন ফরমের নির্ধারিত স্থানে তারিখসহ স্বাক্ষর করতে হবে।
- এই আবেদন ফরমের সঙ্গে আবেদনকারীর স্নাতক (সম্মান)/স্নাতক (পাস) ও ১ম পর্ব মাস্টার্স /প্রিলিমিনারী টু মাস্টার্স পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র।
- রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি।
- দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকারনামার কপি।
- প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাকিং এর মাধ্যমে জমা দিতে হবে।
সংশ্লিষ্ট কলেজ যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করবে, সে সকল আবেদনকারীকে তাদের মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে তা জানিয়ে দেয়া হবে।