জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স (নিয়মিত) ভর্তি নির্দেশিকা ২০২১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স (নিয়মিত) ভর্তি নির্দেশিকা ২০২১। ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি নির্দেশিকা প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণের তারিখঃ ০৩/১১/২০২১ ইং তারিখ বিকাল ৪টা থেকে ১৭/১১/২০২১ ইং তারিখ রাত ১২টা পর্যন্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স (নিয়মিত) ভর্তি নির্দেশিকা ২০২১

 

 

মাস্টার্সে আবেদন ফি কত?

আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০/- টাকা কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১৮/১১/২০২১ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।

আরও পড়ুনঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২১

আবেদন ফরমের সাথে কলেজে যা যা জমা দিতে হবেঃ

আবেদনকারীকে প্রিন্ট করা প্রাথমিক আবেদন ফরমটির নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে৷ এই আবেদন ফরমের সঙ্গে প্রার্থীর স্নাতক (সম্মান)/প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি, দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকারনামার কপি ও প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০/-  সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে৷ সংশ্লিষ্ট কলেজ যে সকল প্রাথমিক আবেদন online-এ নিশ্চয়ন করবে সে সকল শিক্ষার্থীদের তাদের মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে তা জানিয়ে দেয়া হবে৷

মাস্টার্সে ভর্তির আবেদন যোগ্যতাঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত চার বছর মেয়াদী স্নাতক (সম্মান)। প্রিলিমিনারী টু মাস্টার্স(নিয়মিত) পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫% নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ২.২৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

মাস্টার্সে ভর্তির ফলাফল যেভাবেঃ

২০১৯-২০২০ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে প্রাথমিক আবেদনকারীদের স্নাতক (সম্মান) / স্নাতক (পাস) ও ১ম পর্ব মাস্টার্স (নিয়মিত)/প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) পরীক্ষায় প্রাপ্ত নম্বর/সিজিপিএ এর শতকরা হার অনুযায়ী মেধাক্রম নির্ধারণ করে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে বিষয়ভিত্তিক মেধা তালিকা তৈরী করা হবে। যদি দুই বা ততোধিক আবেদনকারীর মেধাক্রম একই হয় তাহলে তাদের মধ্যে যার বয়স কম হবে তাকে অগ্রাধিকার দিয়ে মেধাক্রম প্রণয়ন করা হবে।

মাস্টার্সে ভর্তির আবেদন ভুল হলে করনীয়ঃ

  • আবেদন ফরমে যদি কোন ভুল থাকে তবে আবেদনকারী তা Cancel করে নতুন করে আবেদন করতে পারবে।
  • ১ বারের বেশি Cancel করা যাবেনা।
  • কলেজ কর্তৃক আবেদন ফরম নিশ্চিত হলে তা আর Cancel করা যাবে না।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল ভর্তির ধাপসমূহঃ

  • মেধাতালিকায় যার পয়েন্ট বেশি থাকবে সেই সুযোগ পাবে।
  • ফলাফল কয়েকটি ধাপে প্রকাশিত হবে।
    ১ম মেধাতালিকা।
  • ২য় মেধাতালিকা (আসন খালি থাকা সাপেক্ষে) ও মাইগ্রেশন।
  • কোটা ও মাইগ্রেশন এর মেধাতালিকা
  • রিলিজ স্লিপ এর আবেদন এবং রিলিজ স্লিপ এর মেধাতালিকা।

 

অনলাইনে আবেদন করার ওয়েবসাইট লিংকঃ http://app1.nu.edu.bd/index.php
সার্কুলার পিডিএফ ফাইলঃ http://app1.nu.edu.bd/notice/ONLY_HONS_MS_FINAL_CIRCULAR.pdf
ভর্তি নির্দেশিকার পিডিএফ ফাইলঃ http://app1.nu.edu.bd/notice/ONLY_HONS_MS_FINAL_ADM_GUIDE.pdf

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

মাস্টার্স ফাইনাল পরীক্ষার সনদপত্র বিতরণ ২০২২

মাস্টার্স বোর্ড চ্যালেঞ্জ ফলাফল ২০২৪ – মাস্টার্স শেষ পর্ব পুনঃনিরীক্ষন ফলাফল ২০২৪

মাস্টার্স বোর্ড চ্যালেঞ্জ ফলাফল ২০২৪ – master board challenge result. ২০২১সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার …