জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ১ম পর্বের ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকালে এ ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় পাসের হার ৮১ দশমিক ২১ শতাংশ।

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ পরীক্ষায় ২৮টি বিষয়ে সারাদেশে ১০১টি কলেজের ৮১ হাজার ১৬০ জন পরীক্ষার্থী মোট ৭৫টি কেন্দ্রে অংশগ্রহণ করেন। ৬৫ হাজার ৯১১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

প্রকাশিত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং  www.nubd.info  থেকে পাওয়া যাবে। এছাড়া, যে কোনও  মোবাইল থেকে SMS এর মাধ্যমে nu<space>mp<space> Roll লিখে 16222 সেন্ড করলে ফল পাওয়া যাবে।

About Sydur Rahman Tanvir

Check Also

অনার্স ৪র্থ বর্ষের সিজিপিএ সমস্যা ও সমাধান

Masters Board Challenge 2024 | Masters Final Result Re-Scrutiny 2024

Regarding the application for the re-verification of the answer sheet of the Master’s final examination …