জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকালে এ ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় পাসের হার ৮১ দশমিক ২১ শতাংশ।
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ পরীক্ষায় ২৮টি বিষয়ে সারাদেশে ১০১টি কলেজের ৮১ হাজার ১৬০ জন পরীক্ষার্থী মোট ৭৫টি কেন্দ্রে অংশগ্রহণ করেন। ৬৫ হাজার ৯১১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
প্রকাশিত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে পাওয়া যাবে। এছাড়া, যে কোনও মোবাইল থেকে SMS এর মাধ্যমে nu<space>mp<space> Roll লিখে 16222 সেন্ড করলে ফল পাওয়া যাবে।