আন্দোলনে মুখর ভিক্টোরিয়া ক্যম্পাস
কুমিল্লার ঐতিহ্যে বাহী কলেজ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আজ তৃতীয় বর্ষের স্থগিত ফলাফলের দাবিতে ও চতুর্থ বর্ষের ফরমফিলাপ ও পরীক্ষায় অংশগ্রহণ এর সুযোগ এর দাবিতে কলেজের ছাএছাএীরা এক মানববন্ধন এর আয়োজন করে. কলেজের বঙবন্ধু মোড়ালে শতশত ছাএছাএী এর উপস্থিতি তে মানব বন্ধন অনুস্ঠিত হয়.এতে ভুক্তভোগী ছাএছাএীরা সহ সকল বছরের স্টুডেন্ট অংশগ্রহণ করে. এতে সবাই পরীক্ষার স্থগিত ফলাফলের আহব্বান করে. ফলাফল প্রকাশ করে চতুর্থ বছরের পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতির জন্য বলা হয়.
ছ ও জ দ্বারা বাতিলের জন্য সবাই একসঙ্গে প্রতিবাদ জানায়.
মানববন্ধন এর পর কলেজের প্রিন্সিপল এর বরাবর স্রারকলিপি প্রদান করা হয়. উপস্থিত অনেক সাংবাদিক এই সংবাদ সংগ্রহ করে.সাংবাদিক রা এই আন্দোলনে সবার সাথে থাকবে বলে জানায়
উল্লেখ্য গত কিছুদিন আগে প্রকাশিত তৃতীয় বছরের ফলাফল প্রকাশের পর অনেকের রেজাল্ট স্থগিত থাকে. প্রথম বছরের সকল বিষয় এ পাস করা ব্যতীত রেজাল্ট স্থগিত ও চতুর্থ বছরের পরীক্ষায় অংশগ্রহণ এর সুযোগ হতে তাদের বন্ছিত করে জাবি. এর পর হতে নিয়মিত আন্দোলন এ রয়েছে বিভিন্ন কলেজের ভুক্তভোগী রা.
আন্দোলনের কিছু ছবি দেওয়া হল…..
খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!