জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১ম ও ২য় মেরিটে চান্স না পেলে করনীয় : যারা ১ম ও ২য় মেরিটেও চান্স পান নি, তারা অক্টোবর মাস পযর্ন্ত অপেক্ষা করুন। অক্টোবর মাসের ৫/১৫ তারিখের মধ্যে “১ম রিলিজ স্লিপে” ৫টা কলেজ নতুন করে সাবজেক্ট চয়েস দিয়ে আবেদন করতে পারবেন।
যারা ১ম/২য় মেরিটে চান্স পেয়েও ভর্তি হন নি, তারাও রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন। যারা ১ম/২য় মেরিটে ভর্তি হলেও সাবজেক্ট / কলেজ পছন্দ না হওয়াতে ভর্তি বাতিল করতে চান, তারা ভর্তি বাতিল করে রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন।
মনে রাখবেনঃ
- ১. ভর্তির টাকা ফেরত পাওয়া যাবে না।
- ২. ভর্তি থেকে রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ পাবে না।
- ৩. যারা প্রাথমিক আবেদন বা প্রথমে আবেদন করেন নি, তারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না।
- ১ম রিলিজ স্লিপেও চান্স না হলে আবারও ২য় রিলিজ স্লিপে ৫টা কলেজে নতুন করে আবেদন করার সুযোগ দিবে।
- এবং এটায় শেষ সুযোগ। এর পরে কোন সুযোগ দিবে না।
আরও পড়ুনঃ
রিলিজ স্লিপ কী ও যা জানা দরকার।
জাতীয় বিশ্ববিদ্যালয় রিলিজ স্লিপের আবেদন করুন এখানে।
যাদের অনার্সে চান্স হবে না তারা ডিগ্রি তে আবেদন করতে পারেন। ডিগ্রি আবেদন ২য় রিলিজ স্লিপে আবেদন চলাকালীন সময়ে শুরু হবে। ডিগ্রি ভর্তির নোটিশ দিলে ওয়েবসাইটে জানিয়ে দিবো। তাই ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখবেন।
আরও পড়ুনঃ অনার্স প্রফেশনাল কোর্সে আবেদন করুন এখানে।
ডিগ্রি ছাড়াও “অনার্স প্রফেশনাল” নামে আরো একটা কোর্স আছে ন্যাশনালের অধীনের। যেটা অনার্সের চেয়ে ভালো। সেটার প্রাথমিক আবেদন চলতেছে, শেষ সময় ২৮ সেপ্টেম্বর। তাই অনার্সে যাদের হচ্ছে না, তারা প্রফেশনাল অনার্সে প্রাথমিক আবেদন করে রাখেন। পরে হয়তো কাজে লাগতে পারে। প্রফেশনাল অনার্স সম্পর্কে বিস্তারিত পোস্ট ওয়েবসাইটে দেওয়া আছে, দেখে নিতে পারেন।