জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রফেশনাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রফেশনাল কোর্সের আবেদন ১২/০৯/২০২১ তারিখ বিকাল ৪ঃ০০টা থেকে শুরু হয়েছে। ২০২০-২১ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ (প্রফেশনাল) শ্রেণির ভর্তির প্রাথমিক আবেদন চলবে ২৮/০৯/২০২১ তারিখ রাত ১২ঃ০০ পর্যন্ত।

২০২০-২০২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক(প্রফেশনাল) শ্রেণীর ভর্তি নির্দেশিকাঃ

আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০/- টাকা কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২৯/০৯/২০২১ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।(আবেদনকৃত কলেজ নোটিশ অনুযায়ী ফি জমা দিতে হবে)

আরও পড়ুনঃ Honours Professonal Apply Now [ আবেদন করুন এখানে ]

 

অনার্স প্রফেশনাল ভর্তির আবেদন যোগ্যতাঃ

বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড থেকে ২০১৬/২০১৭/২০১৮ সালে এসএসসি এবং ২০১৮/২০১৯/২০২০ সালে এইচএসসি পাস করতে হবে।

  • মানবিক শাখার জন্য নূন্যতম জিপিএঃ (এসএসসি ২.৫০ + এইচএসসি ২.৫০)
  • বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য নূন্যতম জিপিএঃ (এসএসসি ৩.০০ + এইচএসসি ২.৫০)

 

অনার্স প্রফেশনাল আবেদন ফরমের সাথে কলেজে যা যা জমা দিতে হবেঃ

  • যদিও এইবার অনলাইনে সকল কাজ সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়ছে, আবেদনকৃত কলেজ নোটিশ অনুযায়ী ফি জমা দিবেন।

অনার্স প্রফেশনাল ভর্তির জন্য আবেদনকারীকে প্রিন্ট করা প্রাথমিক আবেদন ফরমটির নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে৷ এই আবেদন ফরমের সঙ্গে প্রার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি ও আবেদন ফি বাবদ ৩০০/- টাকা সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে৷ সংশ্লিষ্ট কলেজ যে সকল প্রাথমিক আবেদন online-এ নিশ্চয়ন করবে সে সকল শিক্ষার্থীদের তাদের মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে তা জানিয়ে দেয়া হবে৷

 

অনার্স প্রফেশনাল ভর্তিতে এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশ করা হবে।

 

বি.দ্রঃ অনার্স প্রফেশনাল আবেদন ফরমে যদি কোন ভুল থাকে তবে আবেদনকারী তা Cancel করে নতুন করে আবেদন করতে পারবে। ১ বারের বেশি Cancel করা যাবেনা। কলেজ কর্তৃক আবেদন ফরম নিশ্চিত হলে তা আর Cancel করা যাবে না।মেধাতালিকায় যার পয়েন্ট বেশি থাকবে সেই সুযোগ পাবে।

অনার্স প্রফেশনাল ফলাফল কয়েকটি ধাপে প্রকাশিত হবে?

  1. অনার্স প্রফেশনাল১ম মেধাতালিকা।
  2. অনার্স প্রফেশনাল২য় মেধাতালিকা (আসন খালি থাকা সাপেক্ষে) ও মাইগ্রেশন।
  3. কোটা ও মাইগ্রেশন এর মেধাতালিকা।
  4. অনার্স প্রফেশনাল রিলিজ স্লিপ এর আবেদন এবং রিলিজ স্লিপ এর মেধাতালিকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রফেশনাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১

 

অনার্স প্রফেশনাল ভর্তিতে যা জেনে রাখা দরকার!

◼️ যেকোনো কম্পিউটার দোকান থেকে অনলাইনে প্রাথমিক আবেদন করতে পারবেন।

◼️ প্রাথমিক আবেদনে ১টি মাত্র কলেজ নির্বাচন করতে পারবেন। একটি কলেজের eligible বিষয়গুলার মধ্যে একাধিক বিষয় সিলেক্টকরেও পছন্দক্রম সাজিয়ে সাবমিট করতে পারবেন। যে সাবজেক্ট নিয়ে অনার্স পড়বেন নাহ, সেই সাবজেক্ট পছন্দক্রমে দিবেন নাহ।

◼️ অনলাইনে প্রাথমিক আবেদন করার জন্য সদ্যতোলা ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এসএসসি ও এইচএসসি পাসের তথ্য, একটি সচল মোবাইল নং অবশ্যই লাগবে।

◼️ অনার্স প্রফেশনাল কোর্সসমূহ ইংরেজি ভার্সনে হয়। বেসরকারি কলেজে প্রফেশনাল কোর্সসমূহ করা যায়। প্রতি ৬ মাসে এক সেমিস্টার করে ৪ বছরে মোট ৮ সেমিস্টারের কোর্স করতে হবে। CSE/BBA করতে ৪বছরে ৮ সেমিস্টারে ১৬০০০০-২৫০০০০ টাকার মত খরচ হতে পারে।

আরও পড়ুনঃ অনার্স প্রফেশনাল কোর্স এবং চাকরির বাজার!

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রফেশনাল বিষয় ও কোর্সগুলোর নামঃ

•BBA- Bachelor of Business Administration

•B.Ed- Bachelor of Education

•BFA- Bachelor of Fine Arts

•AMT- Apparel Manufacture and Technology

•CSE- Computer Science and Engineering

•FDT- Fashion Design and Technology

•ECE- Electrical and Communication Engineering

•KMT- Knit Manufacture and Technology

•Aeronatical & Aviation Science

•Library & Information Science

•Theatre & Media Studies

 

আরও পড়ুনঃ অনার্স প্রফেশনাল কলেজের তালিকা ২০২১।

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

ডিগ্রি (পাস) প্রাইভেট/সার্টিফিকেট কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

ডিগ্রি ১ম বর্ষের ভর্তি ২০২৪ – ডিগ্রি ১ম বর্ষ ভর্তি নির্দেশিকা

ডিগ্রি ১ম বর্ষ (২০২৩-২৪) শ্রেণীর ভর্তি নির্দেশিকা। ডিগ্রি ১ম বর্ষের ভর্তি ২০২৪ – ডিগ্রি ১ম …