শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য পরীক্ষার সময়সূচি
শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে এবং জাতীয় বিদ্যালয়ের স্থগিত পরীক্ষা নেওয়ার অনুমতি পায়।
তবে যেই পরীক্ষা গুলো সর্বপ্রথম অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা কর্মসূচী
- ডিগ্রি ২য় বর্ষ স্থগিত পরীক্ষা (১৭-১৮)।
- মাস্টার্স শেষ পর্বের স্থগিত পরীক্ষা।
- ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষা (১৬-১৭ সেশন)।
এরপর যে সকল সেশনের ফরমপূরণ
শুরু হবে।
- (১৭-১৮) অনার্স ৩য় বর্ষ।
- (১৬-১৭) অনার্স ৪র্থ বর্ষ।
- (১৮-১৯) ২য় বর্ষের ফরমপূরণ ২২ তারিখ সমাপ্ত হবে এবং শর্তসাপেক্ষে সময় বৃদ্ধি করতে পারে।
অনার্সে পরীক্ষা শুরু হবে যে সেশন / বর্ষ নিয়ে।
২০১৯ সালের অনার্সের কার্যক্রমতো সমাপ্ত।
এখন ২০ সাল থেকে শুরু হবে। যেহেতু ১ম বর্ষ কন্ডিশনাল প্রমোট। তাই অনার্সে ঝড় শুরু হবে গতানুগতিকভাবে অনার্স ২য় বর্ষ দিয়ে।
আরও পড়ুনঃ সরকারি চাকরিতে ২১ মাস বয়স ছাড় দিয়ে বিজ্ঞপ্তি
এরপর ৩য় এবং তারপর ৪র্থ বর্ষ দিয়ে শেষ হবে।
কবে হবে, কখন হবে, কোন মাসে হবে ইত্যাদি ইত্যাদি কথার উত্তর নির্ভর করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ওপর। যা সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।