জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি
যেসকল ছাত্র-ছাত্রী টিকা গ্রহনের জন্য ১৯ জুলাই পর্যন্ত তথ্যছক পূরণ করেছিলো,সেসকল শিক্ষার্থী “সুরক্ষা” এ্যাপস/ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করে টিকা গ্রহণের জন্য রেজিষ্ট্রেশন করতে পারবেন।
যেভাবে রেজিষ্ট্রেশন করবেনঃ
উক্ত ওয়েবসাইটে (https://surokkha.gov.bd/enroll) প্রবেশ করুন।
শ্রেণি নির্বাচন করুন (১৮ বছর বা তদূর্দ্ধ ছাত্র-ছাত্রী)
জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, বক্সে প্রদর্শিত লিখাটি সঠিকভাবে লিখে “যাচাই করুন” অপশনে ক্লিক করুন।
এরপর মোবাইল নং, বর্তমান ঠিকানা, যে কেন্দ্র থেকে টিকা নিতে চান সিলেক্ট করে “সংরক্ষণ করুন” এ ক্লিক করবেন।
পরবর্তী ধাপে আপনার প্রদত্ত মোবাইল নং এ একটি ওটিপি যাবে,ওইটা দিয়ে নিবন্ধন সম্পন্ন করবেন।
নিবন্ধন সম্পন্ন করার পর আপনার ফোন কিছুদিনের মধ্যে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে কখন,কোন সময়ে আপনার নিবন্ধিত কেন্দ্রে গিয়ে টিকা গ্রহন করবেন।
টিকা নিবন্ধনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন লিংকঃ
উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেসকল ছাত্র-ছাত্রী জাতীয় পরিচয়পত্র দিয়ে তথ্যছক পূরণ করেননি তারা এই কার্যক্রমে অন্তর্ভুক্ত নন।