জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ – [ Apply Online ] আবেদন পদ্ধতি ২০২১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১

 

 

সম্পূর্ণ বিজ্ঞপ্তি ডাউনলোড এবং পড়ুন এখানেঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি

 

অনলাইন প্রাথমিক আবেদন শুরু ও শেষ : ২৮ জুলাই ২০২১ হতে ১৪ আগস্ট ২০২১ পর্যন্ত।

আবেদন ফি : ২৫০/- টাকা

আবেদন ফি জমা দেয়ার সময়: ২৯ জুলাই  ২০২১ হতেতে ১৬ আগস্ট ২০২১ পর্যন্ত।

প্রথম মেধা তালিকা প্রকাশ : ১৬ আগস্টের পরে।

ক্লাস শুরু : ১৫/০৯/২০২১ (Online Class)

 

প্রাথমিক আবেদনের জন্য যোগ্যতা : SSC পাশের সন ১৭ বা ১৮ এবং HSC পাশের সন ১৯ বা ২০।

 

GPA : মানবিকের জন্য SSC 2.50 & HSC 2.50, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার জন্য এসএসসিতে 3.00 এবং এইচএসসিতে ২.৫০ থাকতে হবে।

[ কোন বিষয়ে আবেদন করতে ইচ্ছুক হলে HSC তে সে বিষয় বা সংশ্লিষ্ট বিষয় পাঠ্য হতে হবে এবং তাতে Individual GPA 3.00 থাকতে হবে। না বুঝলে কমেন্ট করুন ]

আরও পড়ুনঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি নির্দেশিকা ২০২১!

যেভাবে আবেদন করতে হবে :

app1.nu.edu.bd তে যাবেন, অনার্সের জন্য Honours ট্যাব সিলেক্ট করবেন, তাতে আপনি সার্কুলার ও ম্যানুয়ালও দেখতে পারবেন, বাম পাশে উপরে apply now দেখতে পাবেন, তাতে ক্লিক করলে আবেদন প্রক্রিয়া চালু হয়ে যাবে step by step.

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ – [ Apply Online ] আবেদন পদ্ধতি ২০২১

Step 1 : এসএসসি / এইচএসসি রোল, রেজি, পাশের সন দিয়ে সাবমিট করুন।

 

step 2 : আপনার নাম, পিতা মাতার নাম ও জিপিএ দেখাবে, আবার সাবমিট করুন।

 

step 3 : আপনার বিভাগ, জিলা সিলেক্ট করুন, সে জেলার সব কলেজের নাম আসবে, কলেজ সিলেক্ট করলে সে কলেজে থাকা সাবজেক্ট ও আসন সংখ্যা দেখাবে। তা হতে সিরিয়াল অনুসারে সাজান আর সাবমিট করেন।

 

step 4 :  কোটা থাকলে ইয়েস, না থাকলে নো।

Step 5 : আপনার ছবি, ফোন নম্বর দিন এবং শেষে preview application ক্লিক করুন।

 

Last Step: পুরো আবেদন টি একবার রিভিও করুন আর সাবমিট করে আবেদন ফরমের পিডিএফ ডাউনলোড করে প্রিন্ট করে নিন।

 

[ এসময় আপনাকে একটি Admission Roll এবং একটি Pin Code দেয়া হবে, তা সংরক্ষণ করে নিন ]

 

আরও পড়ুনঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল!

 

আবেদন ফি জমা দান:

এবছর আবেদন ফি জমা দিতে হলে আগে যে কলেজে আবেদন করেছেন তাদের ভর্তি বিজ্ঞপ্তি দেখে নিবেন।

এনইউ এ বছর কলেজ গুলোকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ফি জমা নিতে নির্দেশ দিয়েছে।

 

ফি জমা দানের পর কলেজ কর্তৃপক্ষ আপনার আবেদনটি accept করলে আপনার ফোনে একটি মেসেজ আসবে।

 

তবে অনেক সময় এসএমএস না পেলে আপনি আপনাকে দেয়া এডমিশন রোল ও পিন কোর্ড দিয়ে লগইন করেও এতথ্য জানার সুযোগ পাবেন।

আবেদন গ্রহন করা হলে তা সবুজ বারে Receive দেখাবে, না করলে লাল বারে Submit দেখাবে।

[ কলেজ নিশ্চায়ন কলেজে ফরম জমা দেয়ার পর 17 আগষ্ট পর্যন্ত যেকোন সময় হবে, কারো কলেজ নিশ্চায়ন না হলে তার আবেদনটি বাতিল গণ্য হবে। ]

 

আবেদন সংশোধন: 

আপনি কেবল একবারই ছবি / ফোন নম্বর বা কলেজ পরিবর্তনের সুযোগ পাবেন, তার জন্য রোল ও পিন দিয়ে লগইন করে কেন্সেল এডমিশনে ক্লিক করে কনফার্ম করলে মোবাইলে একটি OTP (One Time Passoward) আসবে, তা দিলেই ফরমটি বাতিল হয়ে যাবে এবং আবার নতুন করে আবেদন করা যাবে।

 

[ ফরম কলেজ নিশ্চায়ন হয়ে গেলে তা আর বাতিল বা ইডিট করা যাবে না। ]

 

অনার্সে যেসব বিষয় রয়েছে :

 

  • (ক) বিএ (অনার্স): (Bachelor of Arts)

 

১) বাংলা ২) ইংরেজী ৩) আরবী ৪) পালি।

৫) সংস্কৃত ৬) ইতিহাস। ৭) দর্শন। ৮) ইসলামী শিক্ষা

৯) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১০) লাইব্রেরী ও তথ্য বিজ্ঞান

 

  • (খ) বিএসএস (অনার্স): (Bachelor of Social Science)

 

১) অর্থনীতি ২)সমাজবিজ্ঞান ৩) রাষ্ট্রবিজ্ঞান

৪) নৃ-বিজ্ঞান ৫) সমাজকর্ম

 

  • (গ) বিবিএ (অনার্স): (Bachelor of Business Administration)

 

১) ব্যবস্থাপনা ২) ফিন্যান্স এন্ড ব্যাংকিং

৩) মার্কেটিং ৪) হিসাববিজ্ঞান

 

  • (ঘ) বিএসসি (অনার্স): (Bachelor of Science)

 

১) রসায়ন ২)ভূগােল ও পরিবেশ ৩) পদার্থ বিজ্ঞান

৪) পরিবেশ বিজ্ঞান ৫) গনিত ৬) মনােবিজ্ঞান

৭) পরিসংখ্যান ৮) মৃত্তিকা বিজ্ঞান ৯) উদ্ভিদবিজ্ঞান

১০) গার্হস্থ্য অর্থনীতি ১১)প্রাণিবিজ্ঞান ১২) প্রাণ রসায়ন

 

ভর্তি ফি ও বেতন:

  • এটি কলেজ টু কলেজ ভিন্ন ভিন্ন এমাউন্ট হয়ে থাকে।
  • সচারচর সরকারি কলেজ ৪ হতে ৮ হাজার পর্যন্ত নিতে দেখা যায়।
  • আর বেসরকারিতে ৫ হতে ২৫ হাজার হতেও দেখা যায়।

 

Note : Double Admission নিষিদ্ধ।

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

মাস্টার্স ফাইনাল পরীক্ষার সনদপত্র বিতরণ ২০২২

মাস্টার্স বোর্ড চ্যালেঞ্জ ফলাফল ২০২৪ – মাস্টার্স শেষ পর্ব পুনঃনিরীক্ষন ফলাফল ২০২৪

মাস্টার্স বোর্ড চ্যালেঞ্জ ফলাফল ২০২৪ – master board challenge result. ২০২১সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার …