http://www.nubd.info/res_hon/getHon4thForm.php
২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষের সকল ডিপার্টমেন্টের ফলাফল দেখার জন্য অফিসিয়াল ২য় সার্ভারটি উন্মুক্ত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
-
শুধুমাত্র রেজিষ্ট্রেশন নং দিয়ে ফলাফল দেখতে পারবেন এই লিংকেঃ
http://www.nubd.info/res_hon/getHon4thForm.php
উল্লেখ্য অনার্সের চার বছরের সমন্বিত ফলাফল (সিজিপিএ) আগামী সপ্তাহে প্রকাশিত হবে।
খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে কর্ম এপস ডাউনলোড করুন!
www.nu.ac.bd/results – honours 4th year results 2021
Check result by Online:
-
Link 1: www.nu.ac.bd/results/
-
Link 2: www.nubd.info
-
Link 3: https://www.nu.ac.bd/results/honours/fourth_year_result_show.php?roll_number=9012042®_no=15232015149&exam_year=2019
৩নং লিংক ক্রোম ব্রাউজারে ওপেন করে, রোল ও রেজিষ্ট্রেশন নাম্বার পরিবর্তন করে এন্টার / গো করুন।
নিজ শহরে ফ্রিতে চাকুরি খুঁজতে গুগল পরিচালিত কর্ম এপ ইনস্টল করুন!
বিজ্ঞপ্তি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার বাংলা, ইংরেজী, আরবী, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি,
দর্শন, ইসলামী শিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, মার্কেটিং, ফিন্যান্স-এ্যান্ড ব্যাংকিং, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, পদার্থবিদ্যা, রসায়ন, প্রাণ রসায়ন, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, ভূগোল ও পরিবেশবিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞান,
মনোবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, পরিসংখ্যান, গণিত, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান, নৃ-বিজ্ঞান এবং পরিবেশ বিজ্ঞান বিষয়ের ফলাফল এতদ্বারা প্রকাশ করা । প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
প্রকাশিত ফলাফলে কোনো গড়মিল পরিলক্ষিত হলে পরীক্ষার্থী তা সংশোধনের জন্য আগামী এক মাসের মধ্যে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সহ লিখিতভাবে নিম্নস্বাক্ষরকারী বরাবর আবেদন করতে পারবে। নির্ধারিত সময়ের পর কোনো প্রকার আপত্তি/অভিযোগ কোনোভাবেই গ্রহণ করা হবে না।
roll 9115004
reg 13222107079
4th year please result ta bole den