২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি।
-
রেজাল্ট দেখার লিংকঃ
-
www.nubd.info
-
www.nu.ac.bd/results/
-
এসএমএস-এ রেজাল্ট দেখুনঃ NU <SPACE>H4<SPACE> Reg NO & SEND IT TO 16222.
See the image of honours final year results notice 2021
বিজ্ঞাপ্তির পিডিএফ ফাইলঃ https://www.nu.ac.bd/uploads/2018/NU%20Press%20%20Release.Hons-4_pub_date_20072021.pdf
সংবাদ বিজ্ঞপ্তি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল অদ্য ২০/০৭/২০২১ তারিখ প্রকাশিত হবে। মোট ৬৭৬ (ছয়শত ছিয়াত্তর) টি কলেজের ২,১৪,৮৪৪ (দুই লক্ষ চৌদ্দ হাজার আটশত চুয়াল্লিশ) জন পরীক্ষার্থী ৩০ টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার গড় পাশের হার ৭২%। এ পরীক্ষার ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.ac.bd অথবা www.nubd.info) তে রাত ০৯:০০ টায় পাওয়া যাবে। এছাড়া সন্ধ্যা ০৯:০০ টা থেকে যেকোন মোবাইলের মাধ্যমে nu<space>H4<space> Reg No (শেষের ০৭ ডিজিট) লিখে ১৬২২২ নম্বরে send করে ফলাফল জানা যাবে। উল্লেখ্য, ০৪ বছরের সমন্বিত ফলাফল (CGPA) আগামী সপ্তাহে প্রকাশিত হবে।
পরীক্ষা নিয়ন্ত্রক, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। ফোনঃ ০২-৯২৯১০১৭
Email: Controller@nu.ac.bd