অনলাইন ভাইভা অভিজ্ঞতা
তাং: ১৩ জুন ২০২১
কলেজ: সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর।
ডিপার্টমেন্ট : ব্যবস্থাপনা
আরও পড়ুনঃ ভাইভাতে এ + পাওয়ার কৌশল!
ডিপার্টমেন্ট থেকে আগে থেকেই রেজিষ্ট্রেশন নাম্বার অনুযায়ী টাইম ভাগ করে দেওয়া হইছিলো জুমের। তো আমার সময় ছিলো ১০:৪৫-১১:৩০ পর্যন্ত। এই টাইমে ১১ জনের ভাইভা নেওয়ার কথা। তো স্যাররা বলে রাখছিলো সবাইকে ঠিক টাইমেই জয়েন হয়ে থাকতে।
যেই কথা সেই কাজ। ১০:৪৫ এ জয়েন হয়ে গেলাম। আমার টাইমটা ছিলো রেজিষ্ট্রেশন এর সিরিয়াল অনুযায়ী প্রায় ১১:৩০ এর দিকে। তো ঠিক ১১টা বাজতেই স্যাররা আমাকে এডমিট করলো জুমে। প্রথম অপ্রস্তুত হয়ে গেলাম একটু কারন আমি ভেবেছিলাম হয়ত ১১:৩০ এর দিকে আমাকে জয়েন করাবেন স্যাররা।
তো যাইহোক সাউন্ড ঠিক করে সালাম দিলাম স্যারদের। ৩ জন স্যার ছিলেন। ২ জন ডিপার্টমেন্ট এর আর একজন এক্সটার্নাল। তো যাইহোক, সালাম দেওয়ার পরে এক্সটার্নাল স্যার জিজ্ঞেস করলো (নাম ধরে) তোমার কোন সাবজেক্ট টা বেশি ভালো হইছে পরীক্ষা। বললাম শিল্পোদ্যোগ। এটা শুনে ডিপার্টমেন্ট এর এক স্যার বললো কেনো বাকিগুলা ভালো হয় নাই কেন। অংক ভালো হয় নাই কেন। তো এক্সটার্নাল স্যার বললো আচ্ছা ওর সবথেকে ভালো যেহেতু এইটা হইছে তাই এটা থেকেই প্রশ্ন করি। শুরু হল প্রশ্ন।
১। ঝুঁকি কাকে বলে?
২। ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য কি? এদের মধ্যে পরিমাপযোগ্য কোনটা?
এই পর্যায়ে এক্সটার্নাল স্যার বললো তুমি লিভ নাও। তখন ডিপার্টমেন্ট এর স্যার বললো না আর একটু প্রশ্ন করি। তখন স্যার প্রশ্ন করলো আবার।
৪। উদ্যোক্তার গুনাবলি কয়টি?
৫। বিনিয়োগ কাকে বলে?
৬। শেয়ার কাকে বলে?
তারপর স্যার বললো লিভ নাও তুমি। তখন সালাম দিয়ে লিভ নিয়ে নিলাম। ৩-৪ মিনিটের মধ্যে শেষ হয়ে গেলো ভাইভা। আর এর মধ্য দিয়েই অভিশাপ থেকে মুক্তি পেলাম। এখন অপেক্ষা শুধু রেজল্ট এর।
যেমন ছিল আমার ভাইভা অভিজ্ঞতা…
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।
-আদাব স্যার
-আদাব,তো দীপক মোদক তোমার কোন বিষয় ভালো হয়েছে?
পরীক্ষক ১
-জ্বী স্যার,পরীক্ষা সবগুলোই একই রকমের হয়েছে তবে স্যার ‘বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া’ একটু বেটার হয়েছে।
-তো দীপক বলো বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়েছে?
-জ্বী স্যার বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ১৬ ই ডিসেম্বর কার্যকর হয়েছে।
-এই পর্যন্ত বাংলাদেশের সংবিধান কত বার সংশোধন হয়েছে?
-জ্বী ১৭ বার
-ন্যায়পাল কি?
-ন্যায়পাল একটি সাংবিধানিক প্রশাসনিক পদ।
-ন্যায়পাল সংবিধানের কত অনুচ্ছেদে বলা হয়েছে?
-সরি স্যার মনে করতে
পারছি না।
পরীক্ষক ২
-অর্থবিল কি?
-সরি স্যার এই মুহুর্তে মনে পড়ছে না (ভুলে গেছিলাম)
-বিল কত প্রকার?
-জ্বী স্যার দুই প্রকার।
-কি কি?
-জ্বী স্যার,সরকারি বিল ও বেসরকারি বিল
-সংবিধানের অনুচ্ছেদ কয়টি?
-জ্বী স্যার ১৫৩ টি।
-সংবিধানের ধারা কয়টি?
-সরি স্যার বলতে পারছি না।
-ঠিক আছে তুমি আসতে পারো।
-আদাব স্যার।
আমার ভাইভা অভিজ্ঞতা “
(ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট)
(নবীনগর সরকারি কলেজ )
(ব্রাহ্মণবাড়িয়া)
জুম মিটিং এ অনেকক্ষণ অপেক্ষা করার পর, আমার কল কানেক্ট হলো।
যদিও আমাদের কলেজের সবাই কলেজে গিয়ে পরীক্ষা দিয়েছে, শুধুমাত্র আমি কলেজে যাইনি। কারণ পরীক্ষা যদি জুম মিটিং হয় তাহলে কলেজ গিয়ে কি লাভ? পরীক্ষা তাহলে সরাসরি কলেজে নিলে পারতো
যাক কাজের কথায় আসি!!!
১ম প্রশ্ন :শিল্প সম্পর্ক কাকে বলে?
২য় প্রশ্ন :শিল্প সম্পর্কে কয়টি পক্ষ থাকে ও পক্ষগুলো নাম বল?
৩য় প্রশ্ন :ADB মানে কি ও এর পূর্ণরূপ বল?
৪র্থ প্রশ্ন :ADB এর সদর দপ্তর কোথায়???
৫ম প্রশ্ন :YTM এর পূর্ণরূপ কি ও এটা দিয়ে কি বুঝায়?
৬প্রশ্ন : ঝুঁকি কাকে বলে???
৭ম প্রশ্ন : আজকে যে পরীক্ষা পরীক্ষার নাম ইংলিশে বল??
তারপর একজন স্যার বলল ঠিক আছে তুমি সালাম দিয়ে লিভ নিয়ে নাও!!!
এটাই হলো আমার ভাইবার অভিজ্ঞতা
ধন্যবাদ সবাইকে
অনেক অপেক্ষার পর,,
আমরা ও সুষ্ঠু ভাবে অনলাইনে ভাইবা শেষ করলাম
দেড় বছর ধরে চলা পরীক্ষার সমাপ্তি করলাম আজ।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ,কুমিল্লা
বিষয়- ইংরেজি
প্রশ্ন যা যা করলো
First Greetings
Then:-
1. What is your choice?
Me:-19th century Novel.
2. What is tess brothers name?
2.Her(tess) parents name?
3.Where alec raped Tess?
4. Why tess murdered Alec?
5. What was the reason for horse death?
That’s it
টেনশনের কোনো কারণ নাই, যেকোনো ২/৩ টা বিষয়ের উপর ভালো ধারণা রাখতে হবে, কারণ সেকেন্ড চয়েস কোনটা তাও জিজ্ঞেস করে
Viva Experience:8 June 2021
Department of English,
Walinewaz Khan College,Kishoreganj.
Me:Assalamu alaikum.
External 1:Haydar Ali?
me;Yes.
ex1;Where are you from?
me;I am from Mymensingh.
ex;Great!I am also from Mymensingh,Anando Mohan College.
me; Mymensingh—————-smile
ex;Man from Mymensingh,you re looking smart.
me ;Thank you,mam.
ex;ok,how many courses have you read in 4th year?
me;10 courses
ex;Have you read 20th century poetry?
me; yes,I have
ex; have you read W.B. Yeats?
me; yes,mam.
ex; how many poems?
me;4 poems
ex; name the poems?
me; Lake isle of innisfree,Easter 1916,Sailing to Byzantium and other one is———–
ex; ok,sailing to Byzantium,where is it?
me;Istambul
ex;why Byzantium is famous for?
me;For art,culture and philosophy.
ex;Yes,once istambul was famous for art and culture.
me; ji,mam
ex;Have you read “The love song of j alfred prufrock?”
me; yes
ex; who is the hero?
me;Prufrock himself.
ex; Is he a classical hero?
me; yes somehow
ex; no—he is a modern man
me; yes,mam
ex; what are the characters of modern man?
me; mental conflict,hesitation,timidity—–
ex; yes,modern man often suffers from conflict ,indecision—-.what was the problem of prufrock?
me; he wants to make love with his lady but for his inner conflict he cant
ex1; ok,sir apni prosno koren———-indicating ex.2
External 2;No,He answers very well .No more questions.
Me: Thank you,sir
Internal 2:He is one of the best students of the dept.
Me;Thanks you Mr. Abdullah Mamun
internal1;Okey,Haydar,Take leave
দীর্ঘ ছয় বছরের ইতি টানা হলো
হিসাববিজ্ঞান বিভাগ
ভাইবা অভিজ্ঞতা
প্রথমে আদাব স্যার বললাম, তারপর স্যার বলল স্যারের কথা শুনতে পারছি কিনা।
উত্তর দিলাম।
তারপর প্রশ্ন করা শুরু হলো। আমিও আমার সাধ্যমত চেষ্টা করলাম।
১ম প্রশ্নঃ নাম কি?
2য় প্রশ্নঃপরীক্ষা কেমন হয়েছে, সিজিপিএ কত?
৩য় প্রশ্নঃ সিজিপিএ এর বর্ধিতরুপ কি?
৪র্থ প্রশ্নঃবাংলাদেশের চ্যার্ডাট এ্যাকাউন্ট সনদ প্রদান করে 2 টি প্রতিষ্ঠান আছে, সেগুলা কি কি এবং বর্ধিত রুপ কি?
৫ম প্রশ্নঃ বাংলাদেশের চ্যার্ডাট এ্যাকাউন্ট ভুক্ত 2 টি প্রতিষ্ঠানের নাম কি( আমতা আমতা করে বলতে পারিনাই, স্কয়ার আর বেক্সিমকো বলা হয়ছে, কিন্তু কোম্পানির পুরো নাম বলতে পারিনাই?
৬ষ্ঠ প্রশ্নঃ বাজেট কে প্রনয়ণ করে, তার নাম কি, বাড়ি কোথায়, বাজেটের পরিমাণ কত (সব বলা হয়ছে বাজেটের পরিমাণ ও বাড়ি টা বলতে পারিনাই, শুধু কুমিল্লা বলা হয়ছে, স্যার সহযোগিতা করছিল, কিন্তু কুমিল্লার নাভালকোট না কি যেন বল্ল বুজতে পারিনাই?
৭ম ও শেষ প্রশ্নঃ 7 জন বীরশ্রেষ্ঠ এর নাম বলো।( 5 জন বলে আটকায় গেছি, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ও বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর এর নামে বলতে গিয়ে আমতা আমতা শুরু করে দিছি) তারপর স্যার বলল তুমি লিভ নাও।
আদাব দিয়ে লিভ নিলাম।
Visitors Search Also:
honours 4th year routine, honours 4th year result 2018, honours 4th year result 2019, honours 4th year result 2020, honours 4th year routine 2020, honours 4th year admit, honours 4th year exam, honours 4th year routine 2019, honours 4th year exam routine, honours 4th year marksheet 2018, honours 4th year exam routine 2019, honours 4th year result 2016, national university bd home, national university bd login, national university bd notice, national university bd result, national university bd website, national university bd result 2015, national university bd notice board, national university bd student login, national university bd admission home, national university bd result honours, national university bd masters admission, national university bd logo.