web tracker
Breaking News

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষে ভর্তির ২য় মাইগ্রেশন ও কোটার মেধাতালিকা আগামী ২৯শে অক্টোবর প্রকাশিত হবে..

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষে ভর্তির ২য় মাইগ্রেশন ও কোটার মেধাতালিকা আগামী ২৯শে অক্টোবর প্রকাশিত হবে
.
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমের ২য় মেধা তালিকার বিষয় পরিবর্তন ও কোটার মেধা তালিকা আগামী ২৯/১০/২০১৭ তারিখ প্রকাশিত হয়েছে।
ঐ বিকাল ৪টার পর থেকে এস.এম.এস এ ফলাফল পাওয়া যাচ্ছে এবং রাত ৯টার পর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে উক্ত ফলাফল পাওয়া যাবে।
.
এস.এম.এস এ ফলাফল দেখার পদ্ধতি নিচে দেওয়া হলোঃ
NUATHNআপনার ভর্তি পরীক্ষার রোল নম্বর
উদাহরণঃ NUATHN 12345
এরপর পাঠাতে হবে 16222 এই নম্বরে।
.
ভর্তি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও তারিখঃ
.
মাইগ্রেশন এর ক্ষেত্রেঃ
• ২য় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে যাদের বিষয় পরিবর্তন হবে তাদের পরিবর্তিতে বিষয়ের ফরম প্রিন্ট করে আগামী ৩০/১০/২০১৭ থেকে ০১/১১/২০১৭ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।
• কোন শিক্ষার্থীর মাইগ্রেশন করে বিষয় পরিবর্তন হলে তার পূর্বের বিষয়ের ভর্তি বাতিল হয়ে যাবে এবং পরিবর্তিত বিষয়ে তার ভর্তি নিশ্চিত হবে৷ তবে কোন শিক্ষার্থীর বিষয় পরিবর্তন না হলে তার পূর্বের বিষয়ে ভর্তি বহাল থাকবে ৷
• বিষয় পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার্থীকে নতুন করে কোন ফি প্রদান করতে হবে না।
• বিষয় পরিবর্তনের ফরম সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়ন করতে হবে না৷
.
কোটার মেধাতালিকায় সুযোগ প্রাপ্তদের ক্ষেত্রেঃ
• ২য় মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চুড়ান্ত ভর্তি ফরম পূরণ করার তারিখ আগামী ৩০/১০/২০১৭ থেকে ০১/১১/২০১৭ পর্যন্ত।
• ২য় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তির ফরম প্রিন্ট করে ভর্তি ফি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার সময়সীমা আগামী ৩০/১০/২০১৭ থেকে আগামী ০২/১০/২০১৭ তারিখ পর্যন্ত।
.
ভর্তি হতে যে সকল কাগজপত্র লাগবেঃ
• অনলাইন থেকে মূল আবেদন ফর্মের – ২ সেট (অবশ্যই A4 অফসেট সাদা কাগজেকালার প্রিন্ট করতে হবে)।
• প্রাথমিক আবেদনের প্রবেশপত্র ২সেট।
• পাসপোর্ট সাইজের ছবি ৫-৬টি এবং স্ট্যাম্প সাইজ ৫-৬টি পেছনে নাম লিখে দিতে হবে (কলেজভেদে কম বেশি হতে পারে)।
• এসএসসি ও এইচএসসি এর সনদপত্র/
প্রশংসা পত্রের সত্যায়িত ফটোকপি ২-৩ সেট।
• এসএসসি ও এইচএসসি মূল নম্বরপত্রের (এইচএসসি এর মুল কপি) সত্যায়িত ফটোকপি ২-৩ সেট।
• এসএসসি ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের (এইচএসসি এর মুল কপি) সত্যায়িত ফটোকপি ২-৩ সেট।
• টাকা জমার রশিদ।
• চারিত্রিক সনদপত্র (সাধারণত লাগেনা, কোন কোন কলেজে লাগতে পারে) ২-৩ টি।
.
উল্লেখ্য, সকল কাগজপত্র ২-৩ কপি করে ২-৩সেট বানাতে হবে যার এক কপি বিভাগীয় সেমিনারে এবং এক কপি অফিসে জমা দিতে হবে।
.
নোটঃ প্রতিটি ডকুমেন্ট ২-৩ সেট বলার কারন হচ্ছে, কলেজে ভেদে ২ সেট অথবা ৩ সেট জমা নিচ্ছে। তেমনি ভাবে ছবির ক্ষেত্রেও অনুরুপ।
.
ভর্তি ফিঃ ভর্তি ফি কলেজ ভেদে ভিন্ন হয়ে থাকে তাই যার যার কলেজের নোটিশ বোর্ড থেকে জেনে নেওয়াই ভালো। সাধারণত সরকারী কলেজ হলে ৪-৫ হাজার আর বেসরকারী কলেজে হলে প্রায় ১০ হাজার টাকা হয়ে থাকে।
.
*** যারা ২য় মেধাতালিকা কোটায় ভর্তির সুযোগ পাবে না তারা পরবর্তীতে রিলিজ স্লিপ করার সুযোগ পাবে।

খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!

এপস ডাউনলোড লিংক

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

অনার্স প্রথম বর্ষের পরীক্ষা কবে হবে ২০২২

প্রিলিমিনারি টু মাস্টার্স রেজাল্ট ২০২৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি ২০২৩) রাত …

আমেরিকান ডিভি লটারিতে নিজেই আবেদন ফর্ম পূরণ করুন। DV Apply Now