ঢাবি অধিভুক্ত কলেজে এক পরীক্ষার্থী এক বিষয়ে পরীক্ষা দিয়ে সাত বিষয়ে ফেল!
ঢাবি অধিভুক্ত কবি নজরুল সরকারি কলেজে ডিগ্রী পাস এবং সার্টিফিকেট কোর্সে নাজমুল হোসেন নামে ২০১৪-১৫ সেশনের এক পরীক্ষার্থী 2015 সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা দিয়ে একটি বিষয় ফেল করেন, যার বিষয় কোড 11 27 01 এবং কবি নজরুল সরকারি কলেজ সাত কলেজের অন্তর্ভুক্ত হয় 2016 সালের সে একটি বিষয় তিনি পরীক্ষা দেন। পরীক্ষা দিয়ে ফলাফল এ দেখেন যে তার সবগুলো বিষয়ে ফেল দেখাচ্ছে যে ফলাফল প্রকাশিত হয়েছিল 24 জানুয়ারি 2019।
নিচের ছবিটা দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2015 সালের ফলাফল।
2016 সালে ঢাবির অধীনে তার ফর্ম ফিলাপের এডমিট কার্ড।
এবং ঢাকার অধীনে প্রকাশিত ফলাফল প্রকাশিত হয়েছিল 24 জানুয়ারি 2019।