২য় মেধা তালিকার জরুরি নোটিশ

H. Admission 2nd Merit List

& Migration Result 17.10.2017

.

* ভর্তি ফরম ডাউনলোড করার সময় : ১৮ থেকে ২৩ অক্টোবর 

* কলেজে ভর্তি হবার শেষ সময় ২৪ অক্টোবর, 

২য় মেধা তালিকার ভর্তি কনফার্ম করার শেষ সময় ২৫ অক্টোবর 

* মাইগ্রেশনের ফল পরিবর্তন হলে ফরম প্রিন্ট করে কলেজে জমা দিতে হবে bt, কোন টাকা দিতে হবে না।

.

বিকাল ৪ টায় এস এম এসে & অনলাইনে রাত ৯টায় পাওয়া যাবে।

় এস এম এস: NU athn Roll লিখে 16222 তে পাঠাতে হবে।

& পিরতি SMS এ……..

You(7****8)are assigned ACCOUNTING (2501) in the __Merit List of Hons Admission 2017-18.

– NU Authority.

মানে তুমি ভর্তি হতে পারবে।

এবং

যদি প্রথম chooise না পেয়ে থাকেন তহলে Migration করতে পারবে।

অথবা , এই SMSটি পাঠাবে….

You(7****4)are not in the __Merit List of Hons Admission 2017-18.You are advised to follow the next Merit List. if seats are available.

– NU Authority. এর মানে আপনি ফেল না।

Now u can apply in Next Stape is Realise Selip.

Bt,

3rd list will not publis.

******************

* ২য় লিস্ট প্রকাশ করার পর , কোটার রেজাল্ট দিবে,

& যারা কোটাতে ও স্থান পান নাই, তারাও রিলিজ স্লিপ এর জন্য আবেদন করতে পারবেন । 

.

* ২য় লিস্ট ও কৌটার ভর্তি কার্যক্রম শেষ হবার পর রিলিজ স্লিপ দেয়া হবে শুধু মাত্রযারা ১ম লিস্ট/২য় লিস্ট এ স্থান পান নাই/ভর্তি বাতিল/ প্রাপ্ত বিষয় পচন্দ হয়নি /স্থান পেয়ে ও যে কোন কারনে ভর্তি হোন নাই-তাদের জন্য রিলিজ স্লিপ আবেদনপ্রযোজ্য।

* ২য় লিস্ট ভর্তি কার্যক্রম এর পরে ১০-১২ দিনের মধ্যে রিলিজ স্লিপ দেয়া হবে -যার জন্য অনলাইনে ফরম-ফিল-আপ করতে হবে।

* রিলিজ স্লিপ এ আপনি দেশের যেকোন ৫ টি(সর্বোচ্চ ৫) কলেজ চয়েস দিতে পারবেন।সেই ক্ষেত্রে ১ম চয়েস কৃতকলেজ এ স্থান না পেলে /২য়/৩য়/৪র্থ এই ভাবে পেতে পারেন।

* ৪১নং এর ৫টি কলেজ চয়েজ করার সময় আবার প্রতিটি কলেজে এক বা একাধিক বিষয় ও চয়েজ দিতে হবে।

* রিলিজ স্লিপ এ স্থান পাওয়াশিক্ষার্থীদের সাব্জেক্ট মাইগ্রেটকরার সুযোগ নাই। 

আরো বিস্তারিত জানতে 

Call in NU Hot Line

09614016429

About Jahidul Islam

jahidul Islam palash BBA complete Comilla victory college.

Check Also

অনার্স ৪র্থ বর্ষের সিজিপিএ সমস্যা ও সমাধান

Masters Board Challenge 2024 | Masters Final Result Re-Scrutiny 2024

Regarding the application for the re-verification of the answer sheet of the Master’s final examination …