H. Admission 2nd Merit List
& Migration Result 17.10.2017
.
* ভর্তি ফরম ডাউনলোড করার সময় : ১৮ থেকে ২৩ অক্টোবর
* কলেজে ভর্তি হবার শেষ সময় ২৪ অক্টোবর,
২য় মেধা তালিকার ভর্তি কনফার্ম করার শেষ সময় ২৫ অক্টোবর
* মাইগ্রেশনের ফল পরিবর্তন হলে ফরম প্রিন্ট করে কলেজে জমা দিতে হবে bt, কোন টাকা দিতে হবে না।
.
বিকাল ৪ টায় এস এম এসে & অনলাইনে রাত ৯টায় পাওয়া যাবে।
় এস এম এস: NU athn Roll লিখে 16222 তে পাঠাতে হবে।
& পিরতি SMS এ……..
You(7****8)are assigned ACCOUNTING (2501) in the __Merit List of Hons Admission 2017-18.
– NU Authority.
মানে তুমি ভর্তি হতে পারবে।
এবং
যদি প্রথম chooise না পেয়ে থাকেন তহলে Migration করতে পারবে।
অথবা , এই SMSটি পাঠাবে….
You(7****4)are not in the __Merit List of Hons Admission 2017-18.You are advised to follow the next Merit List. if seats are available.
– NU Authority. এর মানে আপনি ফেল না।
Now u can apply in Next Stape is Realise Selip.
Bt,
3rd list will not publis.
******************
* ২য় লিস্ট প্রকাশ করার পর , কোটার রেজাল্ট দিবে,
& যারা কোটাতে ও স্থান পান নাই, তারাও রিলিজ স্লিপ এর জন্য আবেদন করতে পারবেন ।
.
* ২য় লিস্ট ও কৌটার ভর্তি কার্যক্রম শেষ হবার পর রিলিজ স্লিপ দেয়া হবে শুধু মাত্রযারা ১ম লিস্ট/২য় লিস্ট এ স্থান পান নাই/ভর্তি বাতিল/ প্রাপ্ত বিষয় পচন্দ হয়নি /স্থান পেয়ে ও যে কোন কারনে ভর্তি হোন নাই-তাদের জন্য রিলিজ স্লিপ আবেদনপ্রযোজ্য।
* ২য় লিস্ট ভর্তি কার্যক্রম এর পরে ১০-১২ দিনের মধ্যে রিলিজ স্লিপ দেয়া হবে -যার জন্য অনলাইনে ফরম-ফিল-আপ করতে হবে।
* রিলিজ স্লিপ এ আপনি দেশের যেকোন ৫ টি(সর্বোচ্চ ৫) কলেজ চয়েস দিতে পারবেন।সেই ক্ষেত্রে ১ম চয়েস কৃতকলেজ এ স্থান না পেলে /২য়/৩য়/৪র্থ এই ভাবে পেতে পারেন।
* ৪১নং এর ৫টি কলেজ চয়েজ করার সময় আবার প্রতিটি কলেজে এক বা একাধিক বিষয় ও চয়েজ দিতে হবে।
* রিলিজ স্লিপ এ স্থান পাওয়াশিক্ষার্থীদের সাব্জেক্ট মাইগ্রেটকরার সুযোগ নাই।
আরো বিস্তারিত জানতে
Call in NU Hot Line
09614016429