অনার্স কোর্সে জাতীয় বিশ্ববিদ্যালের অধীনে ভাইবা ভাল করার উপায়
→ পরিক্ষার কেন্দ্র, বহি:পরিক্ষক, তারিখ ও সময়সূচী প্রত্যেকটি কলেজেকে NU ইমেইলের মাধ্যমে জানিয়ে দিবে…
→ঐ ইমেইলের মাধ্যমে মৌখিক পরিক্ষায় বহিরাগত শিক্ষক কে কে থাকবে তা কলেজকে জানিয়ে দেয়
→ঐ সকল শিক্ষকদের কে ও এস এম করে জানিয়ে দেয়।
→ কলেজ সমূহ ইমেইল পাওয়ার পর উল্লেখিত শিক্ষকদের সাথে আলোচনা সাপেক্ষে মৌখিক পরিক্ষার তরিখ নির্ধারণ করে কলেজ নোটিশের মাধ্যমে Fixed Date টা ছাত্র-ছাত্রীএবং জানিয়ে দিবেন।
→ সুতরাং,
কয়েক দিনের মধ্যে কলেজ সময় সূচী নির্দিষ্ট করে নোটিশে জানাবে, তাই নিজ নিজ কলেজে নিযমিত খোঁজ রাখুন।
★ কিরূপ প্রস্তুতি & কিভাবে উপস্থান?
→→ তোমাদের ৫০ মার্কের ভাইভা এবং
এতে সকলের অংশগ্রহন করতে হবে।
→ ভাইভা বোর্ডে কারা কারা উপস্থিত থাকেন?
——————-
→ বিভাগীয় প্রধান অবশ্যই উপস্থিত থাকবেন।
→ সাথে ডিপার্টমেন্টে কোনো লেকচারার
→ অন্য যে কলেজের একজন স্যার
→ গাজীপুরের একজন থাকেন।
★ মৌখিক পরিক্ষার পূর্রে করনীয়ঃ
——————
১। সুন্দর ও পরিপাটি হয়ে সঠিক সময়ে কলেজে উপস্থিত হবেন।
২।ছেলেরা অবশ্যই কলেজ কর্তৃক নির্ধারিত পোশাক পরিধান করবেন।পোশাকে যেন অফিশিয়াল একটা ভাব গাম্ভীর্য প্রকাশ পায়।(যদি থাকে)
৩।মেয়েরা অবশ্যই এপ্রোন পড়ে ভাইভা রুমে প্রবেশ করবেন।
৪।পরীক্ষার হলে এডমিট কার্ড ও রেজিঃকার্ড সাথে আনবেন।(অবশ্যই)
★ সাধারন নিয়মাবলিঃ
—————————
১।সবাই সিরিয়াল অনুযায়ী একজন একজন প্রবেশ করবেন।
২।রুম থেকে বের হলে হইচই করবেন না।
৩।যে সব স্যার রুমে তাদের সাথে শালীন এবং নম্র আচরন করবেন।
৪।নিজেকে তখন একজন এমপ্লয়ার মনে করবেন।
৫।হাসি মুখে বিদায় নিয়ে চলে আসবেন।
★ প্রশ্ন-উত্তরের জন্য প্রস্তুতিঃ
——————————-
১।সাবজেক্ট কোড ও নিজের কোর্স সম্পর্কে পুর্নাঙ্গ ধারনা রাখবেন।
২। ৪র্থ বর্ষের চুড়ান্ত পরীক্ষার প্রশ্ন বেশি করে পড়বেন।
৩।পারিবারিক যেসব প্রশ্ন করবে সঠিক উত্তর দিবেন।
৪।হলে কোন অপ্রাঙ্গগিক কথা বলবেন না।
৫। প্রশ্নের উত্তর না পারলে দুঃখিত বলবেন।
৬। ভয় পাবেন না,ভয় মানুষকে ব্যর্থ করে দেয সব কাজকে।
→→ডিপার্টমেন্ট প্রধানের ভাইভা সম্পর্কে পুর্নাঙ্গ ধারনা পাবেন।
এসব জেনে রাখা ভালো
————————————
→ ভাইভা বোর্ডে যাওয়ার সময় ভয় না পাওয়া,
→ উপস্থিত সবাকে সালাম দেয়া,
→ পারফিউম ব্যবহার না করাই ভালো,
→ বসার অনুমতি দিলে বসা,
→ বসার সময় চেয়ার টেনে না বসা,
→ ভাইভার সময় প্রশ্নকর্তার সামনে হাসি খুশি থাকা,
→ প্রশ্ন না পারলে ইচ্ছামত না বলে সরি বলায় উত্তম,
→ উত্তর বলার সময় বডি ল্যাঙ্গুয়েজ না করা,
→ প্রশ্নকর্তার চোখে চোখ রেখে উত্তর দেওয়া,
→ প্রশ্ন কর্তার সাথে খারাপ আচারন না করা,
→→→প্রশ্নকর্তা প্রথমে তোমাকে সকল বিষয় হতে প্রশ্ন
করবেন।
→→→উত্তর বলতে না পারলে তোমাকে প্রশ্নকর্তা প্রশ্ন করবেন তুমি ফাইনাল পরীক্ষায় কোন বিষয়ে ভালো দিয়েছ। সেখান থেকেই তোমাকে প্রশ্ন করবেন।
→→→সুতরাং পরিক্ষার প্রশ্ন গুলো ভালো করে দেখে নেবে এবং সিরিয়ালে যারা আগে ভাইবা দিয়ে বের হয়েছে তাদের থেকে প্রশ্নের পূর্ব ধারনা পেয়ে যাবে।