ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের মাস্টার্স ২০১৫ সনের গতকালের অর্থনীতি বিভাগের প্রকাশিত ফলাফলে নানা ধরনের অসঙ্গতি ধরা পড়েছে।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান তুহিন সিজিপিএ ৪.৫৯ পেয়েছে। একাধিক শিক্ষার্থীর মানোন্নয়ন পরীক্ষা দিয়ে পাশ করার পরও তাদের পূর্বের ফলাফলের সাথে সমন্বয় করে ফলাফল প্রকাশ করা হয় নি।
শিক্ষার্থীদের অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতায় প্রকাশিত ফলাফলে এমন অসঙ্গতি সৃষ্টি হয়েছে।উল্লেখ্য, মাস্টার্স ২০১৫ সালের লিখিত পরীক্ষা গত ২৮-৭-১৮ তারিখ থেকে শুরু হয়ে শেষ হয়েছিল ২৪-৯-১৮ তারিখে।