০৯/১০/১৭ থেকে শুরু হচ্ছে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা। পরীক্ষা শুরু হবে দুপুর ১:০০ টায়,,,সুতরাং অনন্ত এক ঘণ্টা আগেই পরীক্ষার হলের উদ্দেশ্য বের হতে চেষ্টা করবেন,,,,এবং মাথা ঠাণ্ডা রাখার চেষ্টা করুন,,,,পরীক্ষা নিয়ে বেশী টেনশন না করাই বুদ্ধিমানের কাজ,,,
পরীক্ষার হলে যে কাজগুলো ঠাণ্ডা মাথায় করতে হবে,,
১। খাতায় রেজিস্ট্রেশন নম্বর পূরন ও
অনান্য কাজ গুলা সতর্কতার সাথে করুন।
২। হাতের লেখা সুন্দর করার চেষ্টা করুন।
৩। অন্যদের থেকে আপনার খাতা
আলাদাভাবে উপস্হাপন করার চেষ্টা করুন।
৪। যে সকল প্রশ্ন গুলা খুব ভালো পারবেন
মনে হয়, সে গুলা আগে লিখুন, তবে
প্রশ্নের বিভাগ পরিবর্তন করবেন না।
৫। প্রশ্নের নম্বর গুলা ভাল করে লিখুন আর
লেখার ধরনটা অনুচ্ছেদ আকারে হলে ভাল
হয়।
৬। ভুল করেও কখনো নকল করতে যাবেন
না।
৭। সব গুলা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা
করুন।
৮। খাতায় কোন ভাবে ভুল করে ফেললে,
স্যারের সাথে কথা বলুন।
৯। পরীক্ষার হলে নিজেকে অতিরিক্ত
কিছু ভাবার চেষ্টাও করবেন না।
১০। পরীক্ষার শেষে খাতাটা ভালো
করে Cheak করুন।
,,,আর হাতে যেহেতু সময় অনেক কম,,,তাই আজকের দিনটা পুরনো পড়াগুলো রিভিশন দিন,,,নতুন করে কিছু পড়ার দরকার নেই,,, বোর্ড প্রশ্ন এবং টেষ্ট পরীক্ষার প্রশংগুলো দেখতে পারেন,, কাজে দিবে,,,,,,, মাথা ঠাণ্ডা রাখুন,,,, টেনশন করার দরকার নেই,, বেশী টেনশন মানেই পরীক্ষা খারাপ হবার আগাম সংকেত,,,, সুতরাং
ভালো করে পরীক্ষা দিন, নিজের মস্তিষ্ক ঠাণ্ডা রাখুন,,,, শেষ সময়টুকু কাজে লাগান,,শুধু শুধু সাজেশন এর পিছনে ছুটবেন না,,, সবাই ভালভাবে পরীক্ষা দেন,,,,সবারই পরীক্ষা ভাল হোক,,,,,এই দোয়াই করি,,,
Tags Honours 1st year Exam Honours 1st year Suggestion
Check Also
ঢাকা পূর্ব ভ্যাট পরীক্ষার সময়সূচি ২০২৪ – vatdhkeast Exam Date
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব), ঢাকা’র নথি নম্বর:২(২৩)১৪২/জনপ্রশাঃ/ঢা:পূর্ব: কমি:/নিয়োগ ২০২৩/৪৭০, তারিখ:২৫-০১-২০২৪খ্রি. অনুযায়ী গত …