জাতীয়_বিশ্ববিদ্যালয়_কলেজ র্যাংকিং – ২০১৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোর মধ্যে আবারও সেরা হয়েছে রাজশাহী কলেজ। পরীক্ষার ফলসহ ৩১টি সূচকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের করা পারমফরম্যান্স র্যাঙ্কিংয়ের ভিত্তিতে কলেজটি সেরা হয়েছে।
আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই র্যাঙ্কিংয়ের ফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হারুন-অর-রশিদ।
রাজধানীর বড় সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যাওয়ায় সেগুলো এই র্যাঙ্কিংয়ের আওতায় ছিল না।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের টপ পাঁচ কলেজ হলো-
.
১। রাজশাহী সরকারি কলেজ, রাজশাহী।
২। সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা।
৩। সরকারি কারমাইকেল কলেজ, রংপুর।
৪। সরকারি বিএম কলেজ, বরিশাল।
৫। সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া।
College Ranking List Download Link
বরিশাল অঞ্চল
সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ,বরিশাল(৬৩.৯৫),সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ,বরিশাল (৫৪.৮২),সরকারি ভোলা বরিশাল কলেজ,বরিশাল (৫২.৪১),আব্দুল করিম মৃধা কলেজ (বেসরকারি) (৫১.৭২),ঝালকঠি সরকারি কলেজ (৪৯.৭৬),ভোলা কলেজ (৪৮.৯৬) ,সরকারি মহিলা কলেজ, বরিশাল (৪৮.৬৮),পটুয়াখালী সরকারি কলেজ , পটুয়াখালী (৪৭.৫১) ,ফজিলাতুননেসা সরকারি কলেজ ,ভোল্ া(৪৬.৭) সোহরাওয়ার্দী সরকারি কলেজ,পিরোজপুর (৪৫.৮)
চট্টগ্রাম অঞ্চল
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া (৬২.৮৩),সরকারি ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা (৫৯.০০),সরকারি সিটি কলেজ,চট্টগ্রাম (৫৮.৯৭) ,চট্টগ্রাম সরকারি কলেজ, চট্টগ্রাম (৫৮.১৯) ,ফেনী সরকারি কলেজ,ফেনী (৫৬.৫২),চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ,চট্টগ্রাম (৫৬.৩৮), নোয়াখালী সরকারি মহিলা কলেজ,নোয়াখালী (৫৪.৮৩) ,পটিয়া সরকারি কলেজ,চট্টগ্রাম (৫৪.৬২),সরকারি হাজী মুহাম্মাদ মুহসীন কলেজ,চট্টগ্রাম (৫২.০৬),কুমিল্লা সরকারি মহিলা কলেজ, কুমিল্লা (৫১.১৫)।
রাজশাহী অঞ্চল
রাজশাহী কলেজ, রাজশাহী (৬৮.১৩),সরকারি এডওয়ার্ড কলেজ,পাবনা(৬৪.৩২), সরকারি আজিজুল হক কলেজ,বগুড়া(৬৩.৭), সিরাজগঞ্জ সরকারি কলেজ,সিরাজগঞ্জ (৫৬.৮২),সৈয়দ আহমদ কলেজ,বগুড়া (বেসরকারি) (৫৪.৯৪),এন .এস সরকারি কলেজ, নাটোর (৫৪.৮৯),সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ,বগুড়া (৫৪.৩৭),নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ,রাজশাহী (৫২.২৮),নবাবগঞ্জ সরকারি কলেজ,চাঁপায়নবাবগঞ্জ (৫১.৮৪) ,রাজশাহী মহিলা কলেজ রাজশাহী (৪৯.৯৬)
খুলনা অঞ্চল
সরকারি এমএম কলেজ, যশোর (৬০.২৯), আশাশুনি কলেজ সাতক্ষীরা (বেসরকারি) (৪৯.৪৮) , সরকারি বি এ কলেজ খুলনা (৫৯.৪২), কুমিরা মহিলা ডিগ্রি কলেজ সাতক্ষীরা (বেসরকারি) (৫৯.২৮), সীমান্ত আদর্শ কলেজ সাতক্ষীরা (বেসরকারি) (৫৬.৮২), কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ, কুষ্টিয়া (৫৬.৭),যশোর ক্যান্টনমেন্ট কলেজ যশোর (৫৪.৬৮), বেলায়েত হোসেন ডিগ্রি কলেজ, বাগেরহাট (৫৩.৭৯), সরকারি মহিলা কলেজ ,যশোর (৫২.৩),মেহেরপুর সরকারি কলেজ,মেহেরপুর (৫১.৯৮)
সিলেট অঞ্চল
এম সি ,কলেজ সিলেট (৫৯.২১), বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জ (৫৮.৯৬), সরকারি মহিলা কলেজ, সিলেট (৫৬.৮৬) , মৌলভীবাজার সরকারি কলেজ , মৌলভীবাজার (৫২.৭২) , সুনামগঞ্জ সরকারি কলেজ, সুনামগঞ্জ (৫১. ), মদনমোহন কলেজ,সিলেট (বেসরকারি ) (৫০.৭৪)
রংপুর অঞ্চল
কারমাইকেল কলেজ, রংপুর (৬৪.০৫, দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর (৫৮.২৩), রংপুর সরকারি কলেজ, রংপুর (৫৭.০৩), সরকারি বেগম রোকেয়া কলেজ রংপুর (৫৫.৫৪), উত্তরবাংলা কলেজ, লালমনিরহাট, (বেসরকারি) রংপুর (৫৫.৪৬), কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম (৫২.৬৮), আদর্শ কলেজ, দিনাজপুর (বেসরকারি)(৫০.৮৪), গাইবান্ধা সরকারি কলেজ,গাইবান্ধা (৫০.০৭), নীলফামারী সরকারি কলেজ,নীলফামারী (৪৯.০৬) ঠাকুরগাঁও সরকারি কলেজ, ঠাকুরগাঁও (৪৮.৯১)
ঢাকা-মংমনসিংহ অঞ্চল
ঢাকা কমাস কলেজ, ঢাকা (বেসরকারি)(৬৩.২৮), সিদ্ধেশ্বরী গালর্স কলেজ, ঢাকা (বেসরকারি)(৬০.৮১, লালমটিয়া মহিলা কলেজ, ঢাকা (বেসরকারি)(৫৯.৬২), তেজগাঁও কলেজ, ঢাকা (বেসরকারি)(৫৯.৫১), আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা (বেসরকারি)(৫৮.৩৯), সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর (৫৭.৯, নুরুল আমীন ডিগ্রি কলেজ মাদারীপুর(বেসরকারি)(৫৭.৬৪), হাবিবুল্লাহ বাহার কলেজ ঢাকা (বেসরকারি)(৫৭.৫৫)