জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষে ভর্তি হতে যে সকল কাগজপত্র জমা দিতে হবেঃ
.
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষে ভর্তির১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ০২/১০/২০১৭ থেকে ১০/১০/২০১৭ তারিখের অনলাইনে চূড়ান্ত ভর্তির ফরম প্রিন্ট করে রেজিস্ট্রেশন ফিসহ অন্যান্য কাগজপত্র সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।
.
• অনলাইন থেকে A4 অফসেট সাদা কাগজে কালার প্রিন্টকৃত মূল আবেদন ফর্ম ২ সেট।
• ২সেট প্রাথমিক আবেদনের প্রবেশপত্র ।
• পাসপোর্ট সাইজের ছবি ৪টি এবং স্ট্যাম্প সাইজ ৪টি পেছনে নাম লিখে দিতে হবে (কলেজভেদে কম বেশি হতে পারে)।
• এসএসসি ও এইচএসসি এর সনদপত্র/
প্রশংসা পত্রের সত্যায়িত ফটোকপি ২ সেট ।
• এসএসসি ও এইচএসসি মূল নম্বরপত্রের (এইচএসসি এর মুল কপি) সত্যায়িত ফটোকপি ২ সেট ।
• এসএসসি ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের (এইচএসসি এর মুল কপি) সত্যায়িত ফটোকপি ২সেট ।
• টাকা জমার রশিদ।
• ভর্তি ফি কলেজ ভেদে ভিন্য হয়ে থাকে, তাই সংশ্লিষ্ট কলেজ থেকে জেনে নেওয়াই ভালো।.
উল্লেখ্য, সকল কাগজপত্র ২ কপি করে ২সেট বানাতে হবে, যার এক কপি বিভাগীয় সেমিনারে এবং এক কপি অফিসে জমা দিতে হবে।
.
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষ ভর্তি প্রক্রিয়ার ১ম মেধাতালিকায় বিষয়টি পছন্দ না হলে চাইলে বিষয় পরিবর্তনের (মাইগ্রেশন) জন্য আবেদন করতে পার। সে ক্ষেত্রে আবেদন ফরম পূরণ করার সময় মাইগ্রেশন অপশনটি yes করে দিবা।
.
বিঃদ্রঃ- যারা ১ম মেধা তালিকায় ভর্তির সুযোগ পাবে না। তারা পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা কর।